প্রতিভা

in hive-120823 •  6 months ago  (edited)
IMG_20240412_083429.jpg

হ্যালো স্ট্রিমিট বন্ধুরা :

আবার চলে আসলাম আপনাদের মাঝে কিছু
অব্যক্ত কথা ব্যক্ত করার জন্য। মহান রাব্বুল আলামিন প্রত্যেকের মাঝেই কিছু ভালো গুন এবং কিছু খারাপ গুণ দিয়ে তৈরি করেছে। কিছু মানুষের মধ্যে এমন কিছু প্রতিভা রয়েছে যা সঠিক চর্চার ভাবে বিলুপ্ত হয়ে যায় ।

এমনই একটি প্রতিভাবান মেয়ের কথা আপনাদের সাথে এখন শেয়ার করব, আশা করছি আপনাদেরও জেনে ভালো লাগবে। আমার পিছনের বিল্ডিংয়ে এক ভাবীর ছেলের নাতনি ওয়ারিশা।

IMG-20221223-WA0009(1).jpg

খুব সুন্দর নাচতেও গাইতে পারেন ।আপনি না দেখলে বিশ্বাস করবেন না ,কোন প্রশিক্ষণ ছাড়া একটি শিশু কিভাবে এত সুন্দর গাইতে পারে বা নাচতে পারেন, তা আমার বোধগম্য নয়।

ওর দাদা দাদু একটু ধার্মিক টাইপের তাই আমাদের ধর্মে যেহেতু নাচ গানকে হারাম করা হয়েছে ,সেজন্য মেয়েটিকে ওরা ওটিকে দাবিত করতে চাচ্ছে না ,কিন্তু মেয়েটিও নাছুর বান্দা মাকে বলে কয়ে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের নাচ বের করে নিজে নিজেই লুকিয়ে রপ্ত করে।

IMG20240326121857.jpg

সে যেহেতু আমার স্কুলেই পড়ে তাই ও মার সাথে আমার একটি ভালো সম্পর্ক রয়েছে। অনেক টা বান্ধবীর মতো,উনি একদিন কথা প্রসঙ্গে বলছে, ম্যাম আমার খুব ইচ্ছে মেয়েটাকে নাচ শেখানো কিন্তু আমার শশুর শাশুড়ি চায় না আমার মেয়েটা ওদিকে ধাবিত হোক।

IMG-20220704-WA0016.jpg

খুব কান্নাকাটি করে মেয়েটা কিছুতেই বুঝাতে পারি না ওকে। ওদিকে শশুর শাশুড়ি ও গো ধরে বসে আছে। কি করবো ভেবে পাচ্ছি না। রাস্তাঘাটে যে কেউ বললেই নাচানাচি শুরু করে দেয়, আর আমাকে এসে আমার শাশুড়ি খুব বকাঝকা করে ।আমি নাকি মেয়েকে শিখিয়ে দেই এরকম নাচানাচি করার জন্য। বলেন তো কি করবো ম্যাম।

আমি ওনাকে বুঝানোর চেষ্টা করলাম আসলে প্রতিভা আল্লাহর দান সবাই সবকিছু পারেনা আপনার মেয়ে যেহেতু youtube দেখে এত সুন্দর নাচ শিখে ফেলেছে সে ভালোই করবে। তবে ফ্যামিলিতে অশান্তি করে তো আর লাভ নেই ।

প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। বহুল প্রচলিত একটি বাক্য।

যেহেতু আপনি এই পরিবারেই থাকবেন এবং মেয়েকে ওখানে ই রাখবেন ।তাই এদিকে কেন্দ্র করে শ্বশুর-শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট করবেন না।
আর মেয়েকে সাপোর্ট দিন। বকাঝকা করবেন না একটা সময় বুঝতে পারবে সে।

কিছুদিন আগে কাপড় সেলাই করার জন্য আমি এক ভাবীর বাসায় যেতে ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম কয়েকজন শিশু জড় হয়ে দাঁড়িয়ে আছে ।আমি ভেবেছি মনে হয় কেউ ব্যাথা পেয়েছে ।আমাকে দেখে সবাই যার যার মত সরে গেল। প্রথমেই সালাম দিল তারপর জিজ্ঞাসা করলে বললো , না ম্যাম কেউ ব্যাথা পাইনি । ওয়ারিশা নাচ ছিল তো তাই সবাই মিলে দেখছিলাম।

তাই নাকি বেবি তুমি নাকি বেশ সুন্দর নাচতে জানো মুচকি হেসে বলল, হ্যাঁ ম্যাম আপনি আমার নাচ দেখবেন, প্রতি উত্তরে আমি বললাম অবশ্যই, কেন নয়, কিউট বেবি।

বলতে না বলতেই শুরু করে দিল। বাহ দারুন! প্রতিভা আসলে আল্লাহর দান আমি মুগ্ধ হয়ে গিয়েছি তার নাচ দেখে। ওয়ারিশা যদি সঠিক তত্ত্বাবধানে থাকতে পারতো তাহলে দেশবরেণ্য নৃত্যশিল্পীদের একজন হতে পারতো ,আমার মনে হয় ।

আমি একটি কথা বলেই, আমি আমার লেখা শেষ করতে চাই ।তা হলো প্রতিভাকে ধ্বংস হতে দিবেন না প্রতিভার যত্ন নিন। প্রত্যেকটি মানুষের ভিতরে কোন না কোন প্রতিভা রয়েছে তাকে অক্ষত রাখতে দিন ,বেঁচে থাকতে দিন। ধন্যবাদ সবাইকে সময় ও ধৈর্য্য নিয়ে আমার লেখাটি পড়ার জন্য। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সত্যি কথা বলতে আমাদের প্রতিটি মানুষের মাঝে কিছু না কিছু প্রতিভা রয়েছে। কিন্তু সেটা কেউ বাস্তবে রূপ দেয় আবার কেউ পারেনা। ঠিক তেমনি আপনিও একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাদের পাশের বিল্ডিংয়ের এক মেয়ের প্রতিভা নিয়ে শেয়ার করেছেন।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • একদমই তাই প্রতিভা বিহীন কোন মানুষ হয় না। তবে সঠিক চর্চার অভাবে তার সেই প্রতিভা বিকশিত হতে পারে না। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পরিদর্শন করার জন্য এবং এত সুন্দর মন্তব্য দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

আমাদের সবার ভিতরে কিছু না কিছু একটা প্রতিভা থাকে সেটা কে বের করে সেই পথে চলতে পারলে সফল হওয়া যায়।আর মেয়েটার নাচ সত্যি অসাধারণ দেখে যা বুঝতে পারলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি।

  • প্রতিভা ছাড়া আল্লাহ রাব্বুল আলামীন কাউকে সৃষ্টি করেননি। তাই আমাদের উচিত প্রত্যেকের ভিতরে থাকা প্রতিভা গুলো বিকাশ ঘটানো। আজ সাধ্যমত এগুলোর পরিচর্যা করা। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

হুম সবার ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে। একদমই যে যে করতে পারবে তাকে সেটাই করতে দেওয়া উচিত।আর তাহলে একদিন ওই টা থেকেই ভালো কিছু করা সম্ভব হয়ে উঠবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর কমেন্ট এর রিপ্লাই করার জন্য ধন্যবাদ।

আমাদের দেশের প্রেক্ষাপট একেবারে ই ভিন্ন।আমরা জোর করে ছেলে মেয়েদের উপরে একটা বিষয় চাপিয়ে দেওয়া চেষ্টা করি। মোটেও ঠিক নয়। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

আসলে একজনের উপর জোর করে একটা জিনিস চাপিয়ে দেওয়া যায় কিন্তু জোর করে সেটা থেকে ভালো কিছু করে বের করা যায় না।আর ভালো কিছু করতে চাইলে যে যেটা পারে সেটা করতে দেওয়া উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

  • জোর করে কোন কিছু আদায় করা সম্ভব নয় ।তাই যার যে প্রতিভা রয়েছে বা গুন রয়েছে সেই গুন অনুযায়ী কাজ করা উচিত ।তাহলে কাজ করে তৃপ্তি পাওয়া যায়।

সত্যি বলতে এই জিনিসটা আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে ধর্মীয় কারণে অনেক সময়ই প্রতিভা গুলো আমাদের সব পরিবারের সঠিক ভাবে মূল্যায়ন করা হয় না।
কিন্তু আমার কাছে মনে হয় বাচচাদের প্রতিভার সঠিক মূল্যায়ন করা উচিত।
আমার নিজের ভাই এর ছেলের বেলায়ও এটা দেখেছি। চমৎকার গান ও ছবি আকতে পারতো। একসময় ছায়ানটে গানও শিখেছে। ওর ইচ্ছে ছিল খুব। কিন্তু হঠাৎ করেই ওর বাবা মা অতিরিক্ত ধারমিক হয়ে উঠে সব বন্ধ করে দিয়েছিলো।
ও যে কতটা কস্ট পেয়েছে দেখেছি আমি।
আমাদের সমাজ এর এরকম একটা চিত্র ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

  • হ্যাঁ আপু আমাদের অন্ধ গ্রামের জন্য বাচ্চাদের প্রতিভাবনা ধ্বংস হয়ে যায়। এই বাচ্চাটাকে দেখে আমার কাছে মনে হচ্ছিল যে মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া উচিত। এখনই সময় ঘুরে দাড়ানোর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।