গতকাল প্রকাশিত হলো ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার রেজাল্ট

in hive-120823 •  last month 
IMG_20250101_000620.jpg


Hello friends

Happy New Year

আমি আমার পূর্বের পোস্টগুলোতে বার্ষিক পরীক্ষার খাতা এবং রেজাল্ট নিয়ে টুকটাক কথা বলেছিলাম, হয়তো আপনারা এই বিষয়ে অবগত আছেন। গতকাল ছিল আমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার দিন। সেজন্য খুব সকালবেলায় আমরা স্কুলে চলে গিয়েছিলাম। কারণ প্রত্যেকটি টিচারের ই নিজ নিজ দায়িত্ব ছিল।

IMG-20241230-WA0028.jpg

তাছাড়া নিঃসন্দে এটি একটি এচিভমেন্ট সারা বছরের একটা প্রাপ্তি। এ রেজাল্ট কে ঘিরে বাবা-মার মধ্যে একটা উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করে । এমনকি ছাত্রছাত্রীদের মধ্যে ও এমনটাই বিরাজ করে, কি করব ভালো নাকি মন্দ এই নিয়ে দ্বিধাদ্বন্ধে থাকে।

কারো আবার কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকে। পরীক্ষা দিয়ে বুঝতে পারে তার রেজাল্ট কেমন হবে। অনেকে আবার ভালো পরীক্ষা ভালো দিয়ে ও আশানুরূপ রেজাল্ট হয় না। পরীক্ষা মানেই পরীক্ষা।

আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিতে যেতাম, মনের ভিতর একটা ভয় কাজ করত। হয়তো এখন আমরা পরীক্ষা দেই না কিন্তু ওদের খাতাগুলো যখন কাটি আমাদের সেই স্মৃতি মনে পড়ে যায়।

IMG-20241230-WA0022.jpg
IMG-20241230-WA0047.jpg
IMG-20241230-WA0049.jpg
IMG-20241230-WA0020.jpg

গতকালকে যখন রেজাল্ট প্রকাশ করার জন্য মাঠের মধ্যে শত শত স্টুডেন্ট দাঁড়িয়েছিল। তখন আমি মনের অজান্তেই সেই শৈশব স্মৃতির সাগরে হারিয়ে গিয়েছিলাম। কিছু আনন্দের মাঝে ভয় ও কাজ করতো। সে এক অন্যরকম অনুভূতি।

আজকেও দেখলাম যারা ভালো রেজাল্ট করেছে অভিভাবক সহ ছেলে মেয়েদের মধ্যে একটা আনন্দ ভাব কাজ করছে। পক্ষান্তরে যারা খারাপ রেজাল্ট করেছে তারা ভরা আক্রান্ত মন নিয়ে বাসায় ফিরলো। একই বৃত্তের মধ্যে দু'রকম চিত্র। একাংশ হাসি আনন্দে মেতে উঠছে।

আরেক অংশ মনে কষ্ট নিয়ে মন খারাপ করে স্কুল ত্যাগ করছে। তবে আমার প্রিন্সিপাল আপ ছেলে মেয়েদের উদ্দেশ্যে অনেক মূল্যবান বক্তব্য পেশ করেছেন। শেষ ভালো যার সব ভালো তার ।তোমরা মন খারাপ করবে না ।আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে আগামীতে তাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে, ভেঙে পড়বা না ।মনে সাহস রেখে সামনে এগিয়ে যাও ,,সামনে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।

ভালো-মন্দের সমন্বয়েই জীবন ।আজ রেজাল্ট খারাপ হবে তার মানে এমনটা না যে, কোনদিন ভালো হবে না। খারাপ সময় যেরকম ভালো সময়ের দিকে নিয়ে যায় ‌তেমনি খারাপ রেজাল্ট ও ভালো রেজাল্টের দিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করে।

ভালো ও খারাপ রেজাল্ট নিয়ে ছেলে মেয়েরা বাসায় ফিরলো এবং আমরাও তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিলাম ‌।তবে আমাদের কন্টিনিউয়াস প্রসেস ছিল হঠাৎ করে আবার রচনা মূলক পরীক্ষা হওয়ার ফলে ছেলেমেয়েরা এত অল্প সময়ের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট সেই জিনিসটা বুঝতে পারেনি বলে রেজাল্ট খারাপ হয়েছে। তাই আমরা গার্ডিয়ান ও ছেলেমেয়েদের বোঝানোর চেষ্টা করেছি যে,তোমরা অনেক অল্প সময় পেয়েছো তাই হয়তো বিষয়গুলো সম্পর্কে তোমরা সঠিক ধারণা নিতে পারোনি। তোমাদের কনসেপটি ক্লিয়ার ছিল না।

ইনশাল্লাহ আগামী বছর তোমরা তোমাদের এই দুরবস্থা থেকে পরিত্রাণ পাবা সেই জন্য তোমরা বছরের প্রথম থেকে মনোযোগ সহকারে পড়বা ‌। পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রেখে চলার চেষ্টা করবা।

অবশ্যই পরিশ্রম কারো সাথে বেইমানি করে না। পরিশ্রমের ফল ভালই হবে। সেভাবে ছেলেমেয়েদেরকে সান্ত্বনা দিয়েছি ।যদিও আমাদের ও মন খারাপ লেগেছে ।কারন আমরা যারা টিচার ছেলেমেয়েদের সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। কোন স্টুডেন্ট কে কি রকম ।ভালো স্টুডেন্ট গুলো যখন ভালো ফলাফল পায় না তখন আমাদেরও খুব খারাপ লাগে।

যাইহোক বন্ধুরা আমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা রাখছি আপনাদের ও ভালো লাগবে ।নতুন বছর আপনাদের সকলের জন্য মঙ্গল বয়ে আনুক সেই কামনাই করি।সবাই ভালো থাকবেন ধন্যবাদ ।


শুভ রাত্রি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রিয় বন্ধু,
প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা, আপনার লেখাটা সম্পূর্ণ পড়ছিলাম এবং শৈশবে ফিরে গিয়েছিলাম। আমি গার্লস স্কুলে পড়ালেখা করেছি অনেকগুলো মেয়ে বন্ধু থাকবে এটাই স্বাভাবিক। খুব আনন্দ করে স্কুলের দিন গুলো কাটিয়েছি কিন্তু যখন রেজাল্ট দেওয়ার সময় হতো তখন অনেকটা আতঙ্কে থাকতাম।

বিশেষ করে ডিসেম্বর মাসটা, আমি সবসময় একটা চিন্তা করতাম আমার রোল ৫ আমি কি এবার আরেকটু ভালো করতে পারবো। আবার যখন একটু পিছিয়ে যেতাম তখন ভাবতাম আমার রোল টা কি আবার ৫ হবে। আচ্ছা আমি কোন বান্ধবী থেকে একটু বেশি পাবো ,,

কিন্তু যখন রেজাল্ট পেতাম তখন খুব ভালো লাগতো, আমি কখনো খারাপ করলে আমার বাবা বলতো, সামনের দিনগুলো আরো ভালো করার চেষ্টা করবে আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো তুমি কতটুকু শিখেছো তুমি কতটুকু পড়া ধরে রাখতে পেরেছো সামনের ক্লাসের জন্য।

আজ আপনার লেখাগুলো পড়তে গিয়ে ভীষণ ভালো লাগলো এবং বাচ্চাদের আনন্দ দেখে আমি। ভীষণ আনন্দিত হয়েছি ধন্যবাদ।


1000341978.png

Curated by: @ahsansharif

  • একদমই তাই বাষিক পরীক্ষার রেজাল্ট এর আবেগ কোন মুহূর্ত তৈরি করে প্রতিটি শিক্ষার্থীর জীবনে। তা স্মৃতির পাতায়
    অম্লান হয়ে থাকে সারা জীবন।
Loading...

IMG_20250101_002134_848.jpg

অসংখ্য ধন্যবাদ

রেজাল্টের দিন সত্যিই একটি মিশ্র অনুভূতির দিন, আনন্দ ও দুঃখের এক অদ্ভুত সমন্বয়। আপনার পোস্টে যে আন্তরিকতা এবং ছাত্রদের প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ভালো-মন্দের মধ্য দিয়ে সবাই এগিয়ে যায় এবং সবসময় যে ভালো হবে না, তা নয় এটা আমাদের সবার জন্য একটি মূল্যবান শিক্ষা। আশা করি পরবর্তী পরীক্ষায় সবাই আরও ভালো করবে, পরিশ্রম কখনো বৃথা যায় না। নতুন বছরটি সবার জন্য মঙ্গলময় হোক।

  • একদমই তাই আপু পরীক্ষা তো পরীক্ষাই পরীক্ষা সব সময় নিজের মতো করেই হয় না এটাই স্বাভাবিক ।ভালো দিলেও অনেক সময় আশানুরূপ হয় না ।আবার অনেক সময় যেরকম আশা করি এর চেয়েও ভালো রেজাল্ট হয়। ‌। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে পরিশ্রমের ফল অবশ্যই ভালো হয়।

গতকালকে পুরো বাংলাদেশে বই বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছিল আর এই অনুষ্ঠানে যে যার মত করে নিজেদের রেজাল্ট নিয়ে গিয়েছিল আসলে ভালো রেজাল্ট করা এবং খারাপ রেজাল্ট করা যে যার ভাগ্য তবে এটা ঠিক অনেকে আগে থেকেই বুঝতে পারে পরীক্ষা দেয়ার পরে তার রেজাল্ট কেমন হবে।

তবে যারা খারাপ রেজাল্ট করে তাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর ছোট বাচ্চাদের কে স্কুলের মধ্যে দেখলে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় যেটা আমরা হাজার চেষ্টা করলেও আর ফিরে পাবো না ধন্যবাদ আপনার শিক্ষার্থী এবং আপনার সহপাঠীদের সাথে কাটানো এই আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

  • আমাদের স্কুলের রেজাল্ট মোটামুটি ভালই হয় এবার যেহেতু আমাদের কন্টিনেন্টস প্রসেস ছিল হঠাৎ করে আবার সৃজনশীল পরীক্ষা। তাই আমাদের রেজাল্টটা আসানের উপায় নেই তবে ইনশাল্লাহ আগামীতে আরো ভালো করব ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে পোস্ট মন্তব্য করার জন্য।

স্কুলে যেদিন রেজাল্ট হত অনেক আতঙ্ক মধ্যে থাকতাম কি হবে রেজাল্ট।। আর প্রতিবছরের ডিসেম্বরের শেষের দিকে প্রতিটি স্কুল প্রকাশিত করে বার্ষিক পরীক্ষার রেজাল্ট।। যার মাধ্যমে অনেকের পরিশ্রমের ফল দেখতে পাওয়া যায় যেটা আমরাও পার করে এসেছি।।

  • বার্ষিক পরীক্ষার রেজাল্ট হল সারা বছরের প্রাপ্তি। তাই এইদিনটি শিক্ষার্থীদের জীবনে অন্যান্য দিনের চেয়ে অন্যরকম একটি দিন ‌। একদমই তাই এই দিনটি আমরা ও পার করে এসেছি ।ওদের দেখে আমাদের অতীত স্মৃতি মনে পড়ে যায়।