My weekly report (Moderator )|| 16 March 2024||

in hive-120823 •  9 months ago  (edited)
20240315_111107_0000.png

Hello friends

কেমন আছেন সবাই ?আবার ও চলে আসলাম আপনাদের মাঝে আমার সাপ্তাহিক প্রতিবেদন টি আপনাদের মাঝ শেয়ার করার জন্য। মোটামুটি পুরো সপ্তাহ জুড়ে ই এই কমিউনিটি কিছু না কিছু কর্মকান্ডের সাথে আমি জড়িত ছিলাম। তাই এখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি কি কি কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলাম ।

টিউটোরিয়াল ক্লাস

IMG_20240316_192017_132.jpg

এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি সপ্তাহে ই আমাদের কমিউনিটি এই টিউটোরিয়াল ক্লাসটি নেওয়ার চেষ্টা করেন। নিজের ভুল ত্রুটি গুলো শোধরানোর একটি সুবর্ণ সুযোগ হলো এই টিউটোরিয়াল ক্লাস। বিশেষ কোন সমস্যা না থাকলে প্রায় প্রতি সপ্তাহেই আমাদের কমিউনিটির পক্ষ থেকে এই ক্লাসের আয়োজন করা হয় হয়ে থাকে।

এখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি এবং নিজেদের সমস্যাগুলো খোলামেলা আলোচনার মাধ্যমে ,একটি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করি।
নতুন ইউজারদের ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপেই তারা সমস্যার সম্মুখীন হয় । তাই এই টিউটোরিয়াল গুলোর মাধ্যমে তাদেরকে সঠিকভাবে পোস্ট লেখার এবং সাবমিট করার যাবতীয় নিয়ম কানুন গুলো হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় এবং স্টিমিট প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য এই টিউটোরিয়াল ক্লাসে আমাদের সাথে এডমিন ম্যাম সহ সিনিয়র মডারেটর গন ইউজারদের সাথে শেয়ার করেন।

লেখার মান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন। সঠিক জায়গায় সঠিক মার্ক ডাউন ব্যবহার করার নিয়মাবলী ও স্ক্রিন শেয়ারের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়। মোটকথা হলো একজন নবীন ইউজারকে দক্ষ ও সক্রিয় ইউজার হিসেবে গড়ে তোলার জন্য এই টিউটোরিয়াল ক্লাসের বিকল্প নেই।সেজন্য আমাদের এডমিন ম্যাম বরাবরই এ ক্লাস কে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে থাকেন।

"আমাদের কমিউনিটির উন্নতির স্বার্থে, একজন মডারেটর হিসেবে আমি কি কি কাজ করেছিলাম।"

আমি পোস্ট ভেরিফিকেশন করার সময়, লক্ষ্য করি একজন ইউজার ওনার পাওয়ার ডাউন দিয়েছেন। তাই আমি কমিউনিটির নিয়ম-কানুন অনুযায়ী মন্তব্য লিখে দিয়েছি।

IMG_20240315_201812.jpg

আমার বিগত সাপ্তাহের পোস্ট যাচাইকরণের তালিকা:
DatePost Count
👉09-03-2024082
👉10-03-2024122
👉11-03-2024102
👉12-03-2024102
👉13-03-2024064
👉14-03-2024024
👉15-03-2024077

একজন ইউজার হিসেবে কমিউনিটির মধ্যে আমার বিগত সপ্তাহের পোস্ট:-

NoDateTitleThumbnail
109-03-2024weekly report
210-03-2024The Diary Game
311-03-2024Lifestyle
412-03-2024Contest
513-03-2024The Diary Game
614-03-2024The Diary Game
715-03-2024Contest

Conclusions:-

পরিশেষে আমি বলতে চাই এই কমিউনিটিতে সক্রিয় ইউজারের সংখ্যা বাড়ানোর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ,তা হলো এনগেজমেন্ট এর উপর ভিত্তি করে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ব্যবস্থা করা হয়েছে ।আমার বিশ্বাস এতে করে ইউজারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে এবং তারা তাদের সক্রিয়তা ধরে রাখতে সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করবে। আজ আর নয় , এখানেই আমি আমার সাপ্তাহিক প্রতিবেদনের সমাপ্তি টানছি ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ধন্যবাদ আপু খুব সুন্দর করে আপনার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করার জন্য। আপনি আপনার সকল ব্যাস্ততার মাঝেও এই কমিউনিটির জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন।
লেখার মান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন। সঠিক জায়গায় সঠিক মার্ক ডাউন ব্যবহার করার নিয়মাবলী ও স্ক্রিন শেয়ারের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়। মোটকথা হলো একজন নবীন ইউজারকে দক্ষ ও সক্রিয় ইউজার হিসেবে গড়ে তোলার জন্য এই টিউটোরিয়াল ক্লাসের বিকল্প নেই, কথাগুলো একদমই সত্যি। আপনাদের টিউটোরিয়াল ক্লাসের গুরুত্ব অপরিসীম।

  • জ্বি ভাইয়া, নবীনরা এক সময় নবীন থাকবেনা, একটা সময় তারা তাদের অজানা বিষয় গুলোকে আয়ত্ত করে সঠিকভাবে এবং নির্মূল ভাবে কাজ করতে পারবে। তবে এটিও সত্য, ইচ্ছা না থাকলে কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। তাই সঠিক সময়ে প্রতিটা টিউটোরিয়াল ক্লাসে নিজ দায়িত্বে অংশগ্রহণ করা প্রতিটা ইউজারের দায়িত্বের মধ্যেই পড়ে। খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে, ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট এ্টা খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন

  • এটি আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ভাইয়া। এটা আমার দ্বিতীয় রিপোর্ট তাই আমি আমার মত করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি ।আপনাদের ভালো লাগলেই ,আমার ও ভালো লাগবে এটাই স্বাভাবিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

যদিও আপনি মডারেটর হিসেবে নতুন কিন্তু আপনার কাজে দেখলে তা মনে হয় না। আপনি যথেষ্ট দক্ষতার সাথে আপনার দায়িত্ব গুলো পালন করে যাচ্ছেন। যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর ভাবে আপনি আপনার সাপ্তাহিক রিপোর্টটি লিখেছেন। এছাড়া আপনি আপনার কাজের প্রতি যথেষ্ট সচেতন। কমিউনিটিতে আপনার সফলতা কামনা করছি।

  • বাহ দারুন এমন একটি মন্তব্য করলে আর কিছুই লাগে না আপু। আপনি একজন পজিটিভ মাইন্ডের মানুষ । তাই সবকিছু খুব সহজে মানিয়ে নিতে পারেন। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে নেক হায়াত দান করেন এবং সুস্থ রাখেন।

প্রথমে আপনাকে ধন্যবাদ। আপনার সপ্তাহের সাপ্তাহিক রিপোর্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। একটা কথা না বললেই নয় আপনার কাজ দেখে আমি অবাক হই সবকিছু ঠিকঠাক ভাবে সামলিয়ে, এখানের কাজটা খুব সুন্দর ভাবে পূরণ করছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা।।

  • ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য। একটু তো কষ্ট হয় আপু ।তারপর আমি চেষ্টা করি কাজটা নিখুত ভাবে করার জন্য এবং আপনাদের সাথে সংযুক্ত থাকার জন্য।

অবশ্যই পারবেন। আপনার ভিতরে সেই ইচ্ছা শক্তিটা অনেক বেশি। ধৈর্য ধরে কাজ করতে থাকুন অবশ্যই একদিন সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ্।

  • অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। আপনি খুব সুন্দর মন্তব্য করেন তা বলার ভাষা রাখে না। আমিও আপনার জন্য দোয়া করি আপনার চলার পথ যেন সুদীর্ঘ হয়। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen

আজকে আপনি আবারো একটি সপ্তাহের রিপোর্ট আমাদের মাঝে পাবলিস্ট করেছেন।। আর এখানে বেশ কিছু কাজের নমুনাও তুলে ধরেছেন।। আসলে সাপ্তাহিক রিপোর্টের মাধ্যমে আপনাদের অনেক কাজই আমরা দেখতে পারি।। আর হ্যাঁ রিপোর্টটি খুব সুন্দর ভাবে সাজিয়ে করেছেন খুবই ভালো লেগেছে।।

  • আসলে কাজ করতে করতে মানুষের অভিজ্ঞতা বাড়ে এটা আমার জীবনের প্রথম কাজ তাই খুব বেশি সুন্দর হয়নি তবে আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

মানুষ পারে না এমন কোন কাজ।। আর একটা কাজ এক দুইবার করলেই সেটা আস্তে আস্তে আরো ভালো হয়।।

  • দোয়া করবেন আমার জন্য। আমি যেন সঠিক মত কাজটি করতে পারি। তবে আর একটু সময় লাগবে আমাকে নিখুঁতভাবে কাজগুলো করতে এখনো টুকটাক ভুল ত্রুটি হচ্ছে ইনশাল্লাহ আমি এগুলো সব শুধরিয়ে নিব।

Posted using SteemPro Mobile

আবারো আপনি আপনার সাপ্তাহিক রিপোর্টে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার সাপ্তাহিক রিপোর্টটি পরে বুঝতে পারলাম। আপনি যথেষ্ট দক্ষতার সাথে আপনার দায়িত্ব গুলো পালন করে যাচ্ছেন। যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।

আপনি একজন নতুন মডারেটর হয়েও খুব সুন্দর ভাবে সাপ্তাহিক রিপোর্টটি তুলে ধরেছেন। থ্যাঙ্ক ইউ ম্যাম ভালো লাগলো আপনার রিপোর্টটি পড়ে।

  • দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি ‌‌। আমিও চেষ্টা করব আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

প্রতিবারের মতো এবারও আপনি সাপ্তাহিক রিপোর্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে মনে হল বর্তমানে কমিউনিটির সাথে বেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে বিগত সপ্তাহের রিপোর্টটি তুলে ধরার জন্য।

  • আমি চেষ্টা করছি আমার সক্রিয়তা ধরে রাখার জন্য। দোয়া করবেন যাতে আপনাদের সাথে সংযুক্ত থাকতে পারি দীর্ঘদিন। তার ই সাথে আমার দায়িত্বটা যাতে সঠিকভাবে পালন করতে পারি।

Posted using SteemPro Mobile