খুব কাছ থেকে দেখা বসন্তের রূপ

in hive-120823 •  last year 
Picsart_24-03-02_23-08-01-643.jpg

হ্যালো স্টিমিট বন্ধুরা

আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই।কি যেন সমস্যার জন্য সকাল ৮.৩০ থেকে দুপুর ১২অব্দি কারেন্ট থাকবে না। অবশ্য রাতে এনাউন্স করেছিল আমি আসলে খেয়াল করিনি। কি আর বলব, পাশের বাসার ছেলেটা রাতে এতো জোরে জোরে শব্দ করে গান শুনে,কমন সেন্ছ বলতে কিছুই নেই। আমার ছেলের পড়তে খুব সমস্যা হয়।কয়েক বার বলছি,এখন আর বলতেও ইচ্ছে করে না।

ঘুম থেকে উঠেই যতটুকু সম্ভব পানি রাখলাম। কারন কারেন্ট ‌ না থাকলে অনেক সময় পানি ও থাকে না। তারপর ঝটপট চা নাস্তা খেয়ে বাইরে বের হয়ে গেলাম মোবাইলে এম,বি ঢোকানোর জন্য।

কারণ কারেন্ট ছাড়া তো ওয়াই-ফাই চলবে না। তাই রেডি হয়ে বাজারে চলে গেলাম প্রথমে যেয়ে ই মোবাইলে এম,বি ঢুকালাম ও ফ্লেক্সি করলাম, তারপর কিছু কেনাকাটা ছিল সেগুলো সেরে বাসায় চলে আসলাম।

IMG20240302103414.jpg
IMG20240302103426.jpg
IMG20240302103401.jpg
IMG20240302103418.jpg

বাসায় আসার পথে বসন্তের যে পরিবর্তন তা অবলোকন করতে লাগলাম। আমি বাজারে হেঁটে গিয়েছিলাম অনেকটা ইচ্ছা করেই ।কারন তাতে করে আমার সকালের হাঁটা টা হয়ে যাবে তা ভেবেই হেঁটে গিয়েছিলাম আসলে।

আমাদের ডিপার্টমেন্টাল স্টুরের সামনে বিশাল বড় একটি সেগুন বাগান শুধু সেগুন গাছ নয় আরো অনেক ধরনের গাছ ও রয়েছে এই বাগানে ।আসলে খালি জায়গা পড়ে আছে বলেই কর্তৃপক্ষ খালি জায়গাগুলোতে গাছ লাগিয়ে দিয়েছেন ,যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।

IMG20240302103839.jpg

এই সেগুন বাগানের নিচে এত সুন্দর করে পাতা পড়ে আছে মনে হচ্ছে এখনই বনভোজন শুরু করে দেই। আমাদের কোয়াটারে যে ,কাজ করেন খালারা তারা কাজের ফাঁকে ফাঁকে বস্তা ভর্তি করে নিয়ে যায় এ পাতাগুলো। আসলে ফাগুন মাস আসে প্রকৃতিতে আগুন লাগানোর জন্যই ‌। সব জায়গার নতুনের ছোঁয়া পুরাতন পাতা ঝরে নতুন পাতার গজাচ্ছে গাছে গাছে।

IMG20240302153547.jpg

কিছু গাছে পুরাতন পাতা ঝরে ঢাল গুলো প্রকৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ,নতুন পাতা গজানোর অপেক্ষায় প্রহর গুনছে। সে এক অপরূপ সুন্দর,কাছ থেকে শুধু অনুভব করা যায়।আমি শুকনো পাতার উপর দিয়ে হাঁটছিলাম আর শন শন করে শব্দ হচ্ছিল মনে হচ্ছিল প্রকৃতি তার বাদ্যযন্ত্র দিয়ে বাদ্য বাজাচ্ছে।
কি যে ভালো লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।

একটু সামনে এগুতেই দেখলাম কোকিল পাখি কুহু কুহু গান গাচ্ছে। সত্যি কথা বলতে কি? কোকিল পাখি কিন্তু দেখতে খুব একটা সুন্দর নয় কিন্তু তার সুরে আমরা মূলত আকৃষ্ট হই। শুধু দেখতে সুন্দর হলেই হয় না তার ভিতরে যদি গুন না থাকে তাহলে কোথাও কদর পাওয়া যায় না।

IMG20240302104000_BURST001_COVER.jpg

কোকিল পাখি আর কাকের মধ্যে বাহ্যিক দিক থেকে খুব একটা পার্থক্য নেই কিন্তু মূল পার্থক্য হলো তার সুরে। কাকের সুর যেমন মানুষের হৃদয় কাড়ে না ঠিক তেমনি কোকিলের সুর মানুষের হৃদয় কাড়তে সক্ষম।

মূল কথা হলো বাহ্যিক সুন্দরের চেয়ে অভ্যন্তরীণ গুণ খুব প্রয়োজন। মাকাল ফল যেমন যত সুন্দরই হোক না কেন,তার ভিতরের গন্ধটা ততটাই বাজে। তাই আমি মনে করি আমাদের বাহ্যিক রূপে থেকে অভ্যন্তরীণ গুন কে ই প্রাধান্য দেওয়া উচিত।

আজকের মতো এখানেই লিখার সমাপ্তি টানছি বন্ধুরা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

!invest_vote

ঠিক বলেছেন দিদি বসন্তের পরিবর্তন চলে এসেছে আমাদের মাঝে ৷ এখন নানা ধরনের ফুল ফুটবে পুরাতন পাতা ঝরে পড়ে নতুন পাতা গজাবে ৷ রাস্তায় ধুলাবালি উড়বে এই সব মিলিয়ে বসন্তের রুপ পরিবর্তন দেখতে পারবো আমরা ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

  • এই ঋতুর সৌন্দর্য অন্যান্য ঋতুর চেয়ে একটু বেশি। তাই হয়তো এই ঋতুকে ঋতুর রাজ বলা হয়। অনেক ভালো লাগে আমার কাছে আসলেই এই ঋতু টি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡 দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

Posted using SteemPro Mobile

আজ আপনি প্রকৃতির কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন, যেগুলো দেখতে অনেকবেশি ভালো লাগছে। আপনার পোস্টটিতে মেহগনি গাছের ফটোগ্রাফি তুলে ধরেছেন, মেহগনি গাছ আমাদের এখানেও পাওয়া যায়। এই গাছের বিজ খুব তিতা এবং এটি দিয়ে ঔষধ তৈরি করা হয়।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।।

  • মেহগনি গাছের বীজ দিয়ে কিসের ওষুধ তৈরি করা যায়। একটু জানালে উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে আমার ভালো লাগছে।

Posted using SteemPro Mobile

বসন্তের প্রকৃতির রূপ একেবারেই অন্যরকম হয়ে যায়। প্রকৃতি নিজেকে নতুন ভাবে সাজিয়ে নেয়। গাছের পুরনো পাতা ঝেড়ে ফেলে দিয়ে নতুন পাতা আবারো গজিয়ে ওঠে। এ যেন প্রকৃতির অন্যরকম এক রূপ, ধন্যবাদ বসন্তকে খুব কাছ থেকে দেখার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

  • বসন্তকে ঋতুর রাজ বলা হয় সৌন্দর্যের জন্যই। অপরূপ সৌন্দর্যের সাজে এই সময়ে প্রকৃতি। খুব ভালো লাগে আমার কাছে এই ঋতু টি। আপনাকে ধন্যবাদ এত সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

পোস্টটি পরে বেশ ভালো লাগলো,, পোষ্টের সাথে আপনার ছবিগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে বসন্তের রূপ নিয়েছে নতুন রূপে সাজিয়েছে।
। গাছের ঝরে যাওয়া পাতাগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

  ·  last year (edited)
  • আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে হেটে যাই আর গাছের উপর থেকে পাতাগুলো ঝরে পড়ে ।কি অপরূপ সৌন্দর্য? তা কাছ থেকে উপভোগ না করলে আসলে বোঝা যায় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

আপনার পোস্ট পড়ার পর কিছু সময় ভাবনার জগতে ঢুকে গিয়েছিলাম। কারণ, বেশ কিছু বছর হলো ঋতুর পরিবর্তন আর টের পাই না বা পাওয়ার চেষ্টাই করি না। আসলে আমরা সবাই চরম রকমের ব্যস্ত। যার কারনে প্রকৃতির পরিবর্তনে আর আগের মত মনোনিয়োগ করতে পারি না৷

  • একদমই তাই আমরা একেবারে যান্ত্রিক হয়ে গিয়েছে। যন্ত্রের মধ্যে ছুটে চলছি 24 আওয়ার্স। প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করার সময় খুঁজে পাই না।

Posted using SteemPro Mobile

@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !

  • অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

কারেন্ট থাকবেনা জন্য সকালে উঠেই পানি আগে সংগ্রহ করে রাখলেন।। আর হ্যাঁ এখন বসন্ত একটু খুব কাছ থেকে দেখা যাচ্ছে আমিও প্রতিটি কাছে দেখতে পাচ্ছি অনেক পরিবর্তন।। আপনি বসন্ত নিয়ে বেশ আলোচনা করেছেন খুবই ভালো লাগলো পড়ে।।

  • আমি যাকে স্কুলে যাই তখন গাছের পাতাগুলো যখন আমার গায়ের উপর পড়ে। মনে হয় কেউ আমাকে শুভেচ্ছা জানাচ্ছে ,একটা খুব ভালোলাগা কাজ করে আমার কাছে। আমাদের ফ্যাক্টরিতে প্রায় পুরনো হয়ে গিয়েছে। তাই মাঝে মাঝে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে।

Posted using SteemPro Mobile

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পরে। গাছের পাতাগুলো যখন পড়ে তখন মনে হয় শুভেচ্ছা দিচ্ছে এটা খুবই মজার একটি বিষয়।।।

হে মনে কোন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যাচ্ছি। মনে মনে ভাবতে তো আর সমস্যা নেই।একটা রাজকীয় ভঙ্গিতে সামনে এগিয়ে যেতে থাকি🥰🥰🥰

Posted using SteemPro Mobile