আবিরের গায়ে হলুদ

in hive-120823 •  27 days ago 
IMG_20250207_084855.jpg


হ্যালো বন্ধুরা

বেশ কয়েকদিন যাবৎ সময় সুযোগ করে উঠে পারছিলাম না, তাই আপনাদের সাথে পোস্ট শেয়ার করাটা অনেকটাই মুশকিল হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ দিনগুলো ভালোই কেটেছিল ।কোন বিপদ আপদ হয়নি। সেই আনন্দঘন মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ব্লগ।

IMG-20250206-WA0019.jpg

আমার বড় বোনের ছেলে আবিরের আর্থ অনুষ্ঠানের কিছু খণ্ড চিত্র আপনাদের মাঝে তুলেছিলাম একটি ব্লগের মাধ্যমে। আজ ছিল গায়ে হলুদ। দুই ফ্যামিলি একসাথে অনুষ্ঠান করেছিল। ধানমন্ডি আট পানশীতে । যেহেতু বডর কনের আগেই আর্থ হয়ে গিয়েছিল। তাই বড় হলে আমাদের মাঝে নাচ ও গান উপস্থাপন করেছেন। এমনকি বর কনে একসাথে নেঁচেছেন। শুধু তাই নয়,বর পরপর কয়েকটি গান আমাদের উপহার দিয়েছেন। এর কারণ হলো বরের পরিবার সংস্কৃতিক মনা। আমার ভগ্নিপতি ও বেশ সুন্দর গান করে।

IMG-20250206-WA0017.jpg
IMG-20250206-WA0011.jpg

যখন সে স্কুলে ভর্তি হয়েছে, তখন থেকে ই সে গান রেওয়াজ করে। তবে দীর্ঘদিন অনুশীলনের অভাবে অনেকটা বসে গিয়েছে গলা। তারপর ও মোটামুটি খারাপ হয়নি ।সবাই মিলে উপভোগ করেছিলাম বরের গানগুলো। কিছু কিছু গান রয়েছে যতই দিন যায়, ততই তার নতুনত্ব বৃদ্ধি পায়। এমন ই কিছু গান ছিল।

আমাদের ও কনের পক্ষের পোশাকের মধ্যে ছিল ভিন্নতা। তাই খুব সহজেই বুঝা গিয়েছিল যে ,কে কোন পক্ষ থেকে এসেছে। কেউ খোঁজ খবর নিতে ব্যস্ত, কেউ আবার মচমচে জিলাপি খাওয়ায় ব্যস্ত। কেউ আবার নাচের তালে তালে গান প্র্যাকটিস করছে।

অনেক বছরের পুরনো আত্মীয়র সাথে দেখা । তাই তাদের সাথে তো একটা সাধারন আলোকচারিত রয়েই যায়। একে অপর কে জানার একটা ব্যাপার থাকে। তার সাথে থাকে অতীতের মধুর স্মৃতি, অনেক সময় দুঃখের স্মৃতিও থাকে। অনেক লোকজন কিন্তু সবার কাজ এক রকম নয় ,একেক জন একেক কাজে ব্যস্ত।

কনের বাবা ও বরের বাবা ছিল সার্বিক তত্ত্বাবধানে।
আর কার কখন কি লাগবে, তাড়াতাড়ি সেটার ব্যবস্থা করে দিচ্ছে যাতে করে আনন্দে কোন প্রকারের ভাটা না পরে। ঐদিক দিয়ে ডিজে ড্যান্স চলছে, যে যার মত করে নাচতে ছিল।

IMG20250205222919.jpg
IMG20250205200022.jpg

সব মিলিয়ে অনেক সুন্দর একটা দিন উপভোগ করেছিলাম বন্ধুরা। যেহেতু রাতের অনুষ্ঠান ছিল তাই ,সবাই আসরের পর থেকে ই রেডি হ ওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর গায়ে হলুদ মানেই তো শাড়ি। এখন যে অবস্থা খুব একটা শাড়ি পড়া হয়না। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান গুলো তে শাড়ী না পরলেই নয়, তখনই শাড়ি পড়া হয় আসলে। যেখানে শাড়ি ব্যাপার রয়েছে, সেখানে অনেক অপশন থেকে যায়।

শাড়ীর সাথে ম্যাচিং করে গয়না ,চুরি ,হিজাব সবকিছু একসাথে রেডি করে রেখেছি। যাতে করে রেডি হতে সময় কম লাগে। আমার বোনের বাসা ধানমন্ডি পাঁচ। কমিউনিটি সেন্টার হচ্ছে ধানমন্ডি আট। খুব বেশি দূরে নয় তারপরও আমরা মোটামুটি সবাই আগেই রেডি হয়ে বসে ছিলাম।

তাছাড়া আগে গেলে ,আগে পাব এমন একটা বিষয় ।সবার আকর্ষণ ছিল ফুচকার প্রতি। ফুচকার স্টলে ছিল উপচে পড়া ভিড়। সব বয়সী লোকেরই যে, ফুচকা খুব। পছন্দ এটি আরেকবার ও প্রমাণিত হলো। অনেকে আবার গরম গরম জিলাপিও খেয়েছিল তবে আমি জিলাপি খাইনি আমি ফুচকাই খেয়েছি।

তারপর অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ডিজে গানের সাথে লাফালাফি করেছিলাম সবাই মিলে। মোটকথা সবাই এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলাম কোনো ভেদাভেদ ছিল না। সেই লেভেলের মজা করেছি সবাই মিলে।

একটি স্মরণীয় দিন, কিছু আনন্দঘন মুহূর্ত। আপনাদের সাথে শেয়ার না করলে কেমন যেন একটা শূন্যতা কাজ করছে। তাই এত ব্যস্ততার মাঝেও একটু সময় সুযোগ বের করে নির্জন পরিবেশ এসে পোস্ট লিখে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যাতে আমার এই ব্লগের মাধ্যমে আমার আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে পারেন।

প্রতিটা দিন বা মুহূর্ত একরকম যাবে না এটাই নীতি।
তবে কিছু কিছু মুহূর্ত একটু বেশি অন্যরকম থাকে। মূহূর্ত যাই হোক এর একটা প্রতিক্রিয়া মনের মধ্যে চলতে থাকে।

সেজন্যই হয়তো আমরা খুব বেশি ভালো মুহূর্ত গুলো ও ‌ খারাপ মুহূর্তগুলো মনে রাখি। আপনারা আমার ভালো মুহূর্তের অধিকারী হন ।এই ব্লগটি মাধ্যমে সে প্রত্যাশা ব্যক্ত করে, বিদায় নিচ্ছি ,আল্লাহ হাফেজ। শুভকামনা রইল সবার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার গায়ে হলুদের অভিজ্ঞতা দারুন লাগলো। পরিবার নাচ গান সুস্বাদু খাবার সব মিলিয়ে আনন্দময় পরিবেশ ছিল। বরের গান আর ফুচকার প্রতি সবার আগ্রহ মজা লেগেছে। এমন সুন্দর মুহূর্ত বারবার আসুক,অনেক অনেক শুভকামনা রইল।

Loading...

আপনার গায়ে হলুদের অভিজ্ঞতার কথা শুনে খুবই ভালো লাগলো, পরিবারের সবার সাথে ভালো একটা সময় কেটেছে চমৎকার কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার বড় বোনের ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে আপনারা সবাই যুক্ত হয়েছেন যেটা দেখে ভালো লাগলো আসলে এ ধরনের অনুষ্ঠানে পারিবারিকভাবে সবাই যখন যুক্ত হয় তখন সবার সাথে মতবিনিময় হয় আনন্দ-বেদনা সবকিছু ভাগাভাগি করে নেয়ার মাধ্যমে সবার আনন্দ ভাগাভাগি করে নেয়া হয় যেটা দেখে বেশ ভালো লাগলো এভাবেই নিজের পরিবারের সাথে সবসময় ভালো থাকেন এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।