হ্যালো বন্ধুরা
জন্মিলে মরিতে হইবে। এই বাক্যটির সাথে এমন কেউ নাই যে পরিচিত নয় । আর মহান রাব্বুল আলামীন আমাদের নির্দিষ্ট হায়াত বা বয়স দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছে । তবে অনেক আলেম ওলামায়েক রামগণ বলেন কর্মের উপরও নাকি হায়াত নির্ভর করে ।তথা,কর্মফল ভালো হলে হায়াত বৃদ্ধি পায় আবার কর্মফল যদি খারাপ হয় তাহলে নির্দিষ্ট হায়াতের চেয়ে কম হায়াত বা সময় বা বয়স পাওয়া যায় ।
তবে এই নিয়ে আমি কোন তর্কে যাচ্ছি না, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার কিছু ঐতিহাসিক স্থান। আমাদের আশেপাশে যত সুন্দর দর্শনীয় স্থান রয়েছে তা আগে মুখেই শুনেছি ।কিন্তু নিজে স্বয়ং যেয়ে উপলব্ধি করতে পারিনি।
এখন যে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তা হচ্ছে বিজয় নগরের একটি লিচু বাগানের দৃশ্য ।এই বিজয়নগরের লিচু অত্যন্ত প্রসিদ্ধ এবং সুস্বাদু ,খুব অল্প সময়ের জন্যই এখানে লিচু জন্মে। বড়জোড় দু্ সপ্তাহ থাকে।তবে বাংলাদেশের আনাচে কানাচ থেকে লোক এসে এই লিচু সংগ্রহ করে । কারণ হলো এই বিজয়নগরের লিচু খুব সুস্বাদু হয়। দেখ তে ও বেশ লোভনীয় । যেহেতু ,সুস্বাদু তাই এর কদর অনেক বেশি।
আর আমরা যেহেতু জানুয়ারি মাসে গিয়েছি তাই স্বাভাবিকভাবেই গাছে লিচু ছিল না ।তবে গাছগুলো যে,বেশ পুরনো তা দেখে বোঝা যাচ্ছিল। লিচু বাগানে আসছি ,আর একেবারে স্মৃতি না নিয়েই চলে যাব । তা কি আর হয় বন্ধুরা।তাই আবার যে যার মত করে গাছে উঠে শৈশবে ফিরে গিয়েছিলাম।
ভুলেই গিয়েছিলাম যে আমাদের এত বয়স হয়েছে বা এই বয়সে গাছে ওঠা ঠিক নয়। শুধু আমরাই নয় কিছুদিন আগে অবসরে যাওয়া প্রিন্সিপাল ম্যাম ও থেমে থাকেনি ।বরঞ্চ ম্যাম আমাদের চেয়ে অনেক উপরে উঠেছেন গাছের চূড়ায় অনেকটা ।
আমার আবার গাছে উঠতে অনেকটা ভয় লাগে ।তবু ওদের দেখে সাহস করে উঠেছি ।আর তখনই মনে হচ্ছিল বয়স কোন ব্যাপারই না ।মনে জোর থাকলে যে কোন কাজ করাই সম্ভব ।
আর যদি আশপাশে থেকে সাপোর্ট পাওয়া যায় তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। মূলত ওদের দেখে ই আমি সাহস পেয়েছিলাম ।
তবে প্রথমে আমি গাছের গোড়ায় বসেই ছবি উঠিয়েছি। যেহেতু আমি উপরে উঠবো না বা ওঠার মত কোন প্রিপারেশন ও ছিল না, ওদের যখন দেখছিলাম উঠছে তখন মনে একটু সাহস আসলো ওরা পারলে আমি কেন পারব না। বিষয়টা এমনই ছিল।
মাথার মধ্যে একটা কিছু ঢুকলে তা যতক্ষণ না পারি ততক্ষণ একটা জেদ কাজ করে। তবে এখানে যে জেদের বিষয় ছিল তা নয়, এখানে ছিল পুরোটাই আনন্দ ।সবাই খুব আনন্দে মেতে উঠে ছিলাম।
এবং ফেরার পথে একটি সুন্দর শুকনো পাতাও নিয়ে এসেছিলাম। একটু ব্যতিক্রম ধর্মী পাতাটা ,তাই ক্যামেরাবন্দি করতে ও বিন্দু পরিমানে দ্বিধাবোধ করিনি বা সময় নেইনি।
আর ও এরকমের অনেক ছবি রয়েছে ,সময় সুযোগ করে আপনাদের সাথে শেয়ার করব ।আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে ।তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ,ভালো থাকবেন।
আপনার শেয়ার করা অভিজ্ঞতা খুবই আনন্দদায়ক এবং অনুপ্রেরণামূলক! বয়স কোনো বাধা হতে পারে না যদি মনে জোর থাকে। গাছে ওঠার মতো সাহসী কাজও আপনি করেছেন, যা আসলে জীবনকে উপভোগ করার এক দারুণ পদ্ধতি। আপনি যেমন বলেছেন, আশপাশের সাপোর্ট বা সহযোগিতা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। সুন্দর স্মৃতিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ, আশা করি আরো অনেক ছবি শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন মানুষের কর্ম যদি ভাল হয় তাহলে কিন্তু তার হায়াত অনেক বেশি বৃদ্ধি পায় যদিও কথাটা কতটুকু সত্য সেটা আমার জানা নেই তবে আপনার একটা কথার সাথে আমি অবশ্যই সম্ভব পোষণ করব যদি আপনি সাপোর্ট পান পরিবার থেকে তাহলে যে কোন কাজ খুব সহজেই আপনি সম্ভব করতে পারবেন হয়তো বা আপনার প্রথম অবস্থায় কষ্ট হবে কিন্তু সেটা আপনি পরবর্তীতে ঠিকই করে উঠতে পারবেন অসংখ্য ধন্যবাদ ঘুরতে যাওয়ার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু কিছু ক্ষেত্রে দেখা যার পরিবারের মানুষ কখনোই সাপোর্ট করে না তাই বলে নিজের কাজ থামিয়ে রাখা বোকামি ছাড়া আর কিছু না আপনি আপনার কাজ করে যান হয়তোবা কিছুটা সময় সাপোর্ট করবে না কিন্তু যখন আপনি সফলতা অর্জন করবেন তখন দেখবেন সবার আগে আপনার প্রিয় মানুষগুলোই আপনার কাছে এসে বাহবা দিচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit