আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১৯শে ডিসেম্বর, বৃহঃস্পতিবার।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই কমিউনিটিতে এটা আমার সর্বপ্রথম পোস্ট, তাই আপনাদের সাথে পরিচিত হতে আজকে পরিচিতি মূলক পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
আসসালামু আলাইকুম, আদাব, আমি সাজাদ সোহান, ঢাকা বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। নিজের সম্পর্কে তেমন কিছু বলার নেই আমি খুবই সাধারণ একটা মানুষ, বন্ধু-বান্ধবের সাথে আড্ডা, নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো, এবং মিউজিক প্রেমি একজন মানুষ। প্রকৃতি এবং মিউজিক দুটোর মধ্যে আমি হারিয়ে যেতে পছন্দ করি, অবসর সময়ে নিজেকে সময় দিতে পছন্দ করি।
রাত জেগে মুভি দেখা আমার একটা নেশা, ড্রয়িং করতে খুব পছন্দ করি তবে সেটা ডিজিটাল আর্ট। ভালো লাগলে চুপচাপ একা একা কল্পনার জগতে ভেসে যেতে, সবসময় চেষ্টা করি সামাজিক মুলক কাজগুলোকে ফুটিয়ে তুলতে। ছোট এ জীবনে অনেক মানুষের ভালোবাসা এবং দোয়া পেয়েছি এতেই আমি ধন্য।
প্রেজেন্টেশন শেষ করে মজা করে একটা ছবি তুলেছিলাম হাহাহা।
এইতো মাসখানেক আগে আমার ইউনিভার্সিটি লাইফের ইতি টানলাম, আমারই মনে হচ্ছে না ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে, আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম আমার সাবজেক্ট ছিল টেক্সটাইল।
অনেকেই টেক্সটাইল এর কথা শুনলে আমাকে বলে তুমি কি ফ্যামিলির কথায় এই সাবজেক্টে পড়েছ? উত্তরে আমি হেসে বলি না, আমি নিজের ইচ্ছেতেই এই প্রফেশনে আসতে চেয়েছি। সে এক অন্য গল্প অন্য কোনদিন হবে ক্ষণ।
আমি একই বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছিলাম, ইনশাল্লাহ ইচ্ছে আছে যদি সবকিছু ঠিক থাকে আমি এমএসসি কমপ্লিট করবো।
মানুষ বড়ই বিস্ময়কর প্রাণী, কত মানুষের কত ধরনের শখ, তবে প্রতিটা মানুষের শখ থাকা খুবই প্রয়োজন, তা না হলে মানুষ আর প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠতম হতে পারত না। তাই ব্যস্ততম সময় থেকেও নিজের জন্য খানিকটা সময় বের করে নিজের পছন্দের জিনিসগুলো করা উচিত।
আমার নিতান্তই বড় ধরনের কোন শখ নেই, আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি, নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসি, প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে ভালোবাসি, বন্ধুদের সাথে নতুন নতুন জায়গার নতুন নতুন খাবার খেতে পছন্দ করি।
অবসর সময়ে মুভি নাটক দেখে থাকি, মিউজিক টা আমার খুবই ভালো লাগে।
এছাড়াও সমাজের সামাজিক মূলক সকল ধরনের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে আমি বেশ ভালোবাসি, আমি নিজে এবং আমার বন্ধু বান্ধব সহ চেষ্টা করি সমাজ সচেতন মূলক এবং সামাজিক মূলক কাজগুলোর সাথে নিজেদেরকে ব্যস্ত রাখতে।
সেদিন মামার ভেরিফিকেশন পোষ্টের জন্য ছবি তুলে দিয়েছিলাম।
আমি অনেকদিন থেকেই এই প্লাটফর্মের সাথে পরিচিত, তবে দীর্ঘদিন আমি ইনএকটিভ ছিলাম, এই কমিউনিটিতে আমার একজন শুভাকাঙ্ক্ষী আছেন, যাকে দেখে আমি এই কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য আগ্রহ পেয়েছি তিনি হলেন @isha.ish দিদি, এছাড়া কমিউনিটিতে আর একজন রয়েছে @mdsuhagmia মামা, ধন্যবাদ এই দুইজন মানুষকে যারা আমাকে নতুন করে শুরু করতে উৎসাহ দিয়েছে।
প্রথম যখন আপনাদের সাথে কথা বলি খুবই ভালো লেগেছে আপনাদের সাথে পরিচিত হয়ে বিশেষ করে @sduttaskitchen দিদি @sampabiswas দিদি এবং @tanay123 দাদা, আপনারা খুবই চমৎকার মানুষ। আপনাদের সাথে কথা বলে মনে হল আবার নতুন করে শুরু করা যায়, আপনাদের মাধ্যমে যদি এরকম একটা চমৎকার কমিউনিটির সাথে যুক্ত হতে পারি তাহলে নিজের কাছে অনেক ভালো লাগবে।
@sajjadsohan পরিচিতি মূলক পোস্টের সেভাবে প্রয়োজন ছিল না, কারণ কাজ কিছুদিন বন্ধ থাকলেও এই প্ল্যাটফর্মের সকল নিয়মাবলী আপনার জানা।
তবে, একদিকে ভালই করেছেন পোস্ট করে, নইলে কি করে জানতাম, আপনার একটাও গুণ নেই, সবটাই ভাগ! হাহাহা! 😆
মজা করলাম, আসলে যাদের মধ্যে গুন থাকে তারা গোলাও করে গিয়ে বেড়ায় না, আর যাদের নিজেদের ডঙ্কা নিজেদের পেটাতে হয়, বুঝতে হবে তারা আসলে অন্তর থেকে শূন্য।
আপনার রাত জেগে সিনেমা দেখা, ডিজিটাল আর্টের উপরে আগ্রহ, এরপর ফটোগ্রাফির প্রতি টান, সর্বোপরি কল্পনার জগৎ নিয়ে থাকা, এই এক জায়গায় আমার সাথে মিল খুঁজে পেলাম, নয়তো আমি তো বেগুন! 🤣
মানে আমার আপনার মত এত গুন নেই!
তবে একটা বিষয় ভালো লাগলো আপনার লেখা পড়ে, যেটাতে আমিও বিশ্বাস করি, আর সেটা হলো, ভালোবাসা যে বিষয় আছে সেটা নিয়েই জীবনে এগিয়ে যাওয়া উচিত, এই যেমন আপনি আপনার পাঠ্য বিষয়টি বেছে নিয়েছেন।
যে কাজে ভালোবাসা জড়িত থাকে সেটা সম্পর্ক হোক অথবা পেশা সেখানে লাভ লোকসানের উর্ধ্বে একটা অব্যাক্ত অনুভূতি কাজ করে, আপনি কি মনে করেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাইহোক কোন একটা বিষয়ে আপনার সাথে মিল থাকতে পেরে খুবই ভালো লাগলো, একই মেন্টালিটির মানুষের সাথে মিশতে পারলে ভালই লাগে।
কথাটা কিন্তু বেশ বলেছেন, আমার জীবনে সবকিছুতেই ভাগের সংখ্যাটা বেশি, আমি সবসময় ভাগাভাগি করতে পছন্দ করি, সেটা হোক আনন্দ, ভালো সময়, কিংবা চমৎকার কোন কিছু। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ মামা স্টেমিট প্লাটফর্মে আবার ফিরে আসার জন্য। আমার কাছে অনেক ভালো লেগেছে। পরিচিত মূলক পোস্টটি পড়ে, আমি অনেক কিছু জানতে পারলাম, দোয়া ও ভালোবাসা রইলো। 💕 💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit