একলা চলো রে !!

in hive-120823 •  last month 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৫ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ।

১৯শে জানুয়ারি, রবিবার।



হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


একলা চলো রে !!


Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage (3).jpg


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একলা চলো রে গানটা আমার কাছে খুবই ভালো লাগে, ১৯০৫ সালে তিনি গানটি লিখেছিলেন। আজ ১০০ বছর পরেও মনে হয় তিনি যেন এ বর্তমান সময়ের জন্য এই গানটা লিখেছিলাম, কি মনে হচ্ছে আজকে আমি গানের বিশ্লেষণ করছি? না ঠিক তাই নয়, মানুষ সামাজিক জীব এটা যেমন সত্য ঠিক তেমনি কখনো কখনো একা চলতে শিখতে হয়। আজকেও বেলা করে ঘুম থেকে উঠলাম, পরিকল্পনা মোতাবেক একটা কাজের মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু শুরু করতে পারছি না তাই অলস সময় ইনজয় করার চেষ্টা করছি।


IMG_20250119_162419.jpg


ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে আর ঘুমাতে ইচ্ছা করছে না, কিছু সময় ফেসবুকে ভিডিও দেখলাম মোটামুটি ভালই বেলা হয়ে গেল কয়েকটা বন্ধুকে ফোন করলাম বের হওয়ার জন্য, মোটামুটি সবাই ব্যস্ত কেউ অফিসে কেউ আবার ইন্টারভিউ নিয়ে দৌড়াদৌড়ি করছে। সেই বন্ধুকে ফোন করলাম যে কিনা বাইক শিখতে চাই নিজে থেকেই তাকে শখের বাইকটা চালাতে দিব তাও একা বেরোতে ভালো লাগছিল না কিন্তু সেই বন্ধুটাও ব্যস্ত।


IMG_20250119_163058.jpg


যত বাসায় থাকতে ভালো লাগছিল না তাই ভাবলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানের মত একাই বের হয়ে যাব, তিনি বলেছিলেন ‘‘যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে।’’ একাই রেডি হয়ে বের হয়ে গেলাম, প্রথমে তো মনের মত এলাকার মধ্যেই ঘুরলাম কিছুটা সময়। দুই দোকানে দুইবার চা খেলাম এর মধ্যে যখন বন্ধুরা আসলো না তখন আমার পছন্দের একটা জায়গা আছে।


IMG_20250119_163110.jpg


জায়গাটা আমাদের বাসা থেকে ১০ মিনিটের দূরে, এখানে প্রায়ই মানুষ হাঁটাচলা করতে আসে বিশাল একটা ফাঁকা জায়গা। খুব কমই রয়েছে ঢাকা শহরে এরকম থাকা জায়গা, যাই হোক একা একাই টুকটুক করতে করতে চলে গেলাম লাল ঘোড়ার পিঠে চড়ে, ও আচ্ছা আমি আমার গাড়ির নাম দিয়েছি লাল ঘোড়া।

IMG_20250119_163021.jpg


IMG_20250119_163052.jpg

সেই ফাঁকা জায়গায় কিছুক্ষণ বাইক রাইড করার পর আশেপাশে অনেক গুলো নার্সারি ছিল, বেশ কিছু ফটোগ্রাফি খুললাম। বেশ অনেকদিন পরেই ফটোগ্রাফি করলাম মানুষ হা করে তাকিয়ে আছে একটু অকওয়ার্ড লাগলেও আমি আমার কাজ করে গেছি একটা সময় কতই না ভালবাসতাম ফটোগ্রাফি করতে।


IMG_20250119_162408.jpg


সময় পেলে আরেকদিন সে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করব, যাইহোক একা একা ঘুরতে খুব বেশি একটা ভালো লাগে না, খানিকটা সময় পর আবার এলাকার দিকেই ফিরে গেলাম। আমার একজন বন্ধু রয়েছে যার কিনা একটা দোকান আছে, বছর খানিক পরেই ওর দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। মূলত সময় কাটানোটাই ছিল মূল উদ্দেশ্য।

যাইহোক কখনো কখনো একা একা ও নিজেকে সময় দিতে হয়, কারণ ব্যস্ততম সময়ে অনেকের সাথেই নিজের ফ্রী সময়টা নাও বলতে পারে, তাই নিজের ফ্রী সময়টা উপভোগ করার জন্য হলেও মানুষকে একা ও থাকতে শিখতে হয়।


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Thank you 😊

একলা চলার মজা আলাদা, হয়তো সবাই একলা চলতে পারে না! আমি আবার একা চলতে খুব ভালো পারি। আমি মাঝে-মাঝে আপনার মতন একা ঘুরতে বেরিয়ে যাই, মন যেখানে চায় আমার। ওইখানেই ঘুরতে যাই, আপনার এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি, মাঝে-মাঝে সময় পেলে একা ঘুরবেন! একা ঘুরলে অনেক কিছুই উপলব্ধি করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

আমিও বেশিরভাগ সময় একা একাই করি, কারণ নিজের কিছু পছন্দ অপছন্দের বিষয় থাকে এটা সবার সাথে মিলে না এবং একা ঘুরার মধ্যেও একটা মজার রয়েছে, এটা কার অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Loading...