শখের ছবিওয়ালা পর্ব:২ || একগুচ্ছ ফুল

in hive-120823 •  last month 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৭ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ।

২১শে জানুয়ারি, মঙ্গলবার।



হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমার তোলা কিছু ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে।


শখের ছবিওয়ালা 📸


Sage Minimalist Realistic Mood Boards Photo Collage (2).jpg



বেশ অনেক বছর পরেই আবার ফটোগ্রাফি করছি, কালকে বেশ কয়েকটা ফুলের ফটোগ্রাফি আপনাদের সামনে প্রকাশ করেছিলাম শখের ছবিওয়ালা || ফুলের সমাহার
আজকের তারই ধারাবাহিকতায় আরো কয়েকটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালই লাগবে।


📸 ছবি নাম্বার: ১


1737474546977.jpg

1737474490499.jpg


এই ফুলের বাংলা নামটা আমি ঠিক জানিনা, এইটি আর্নিকা মন্টানা ফুল যা ডেইজি প্রজাতির এক ধরনের উদ্ভিদ, এই ফুলটি দেখতে অসম্ভব রকম সুন্দর হলেও তেমন কোন সুবাস নেই, এর গন্ধটা তেমন বেশি একটা ভালো নয় তার রং যে কারোই ভালো লাগবে। এই ফুল গাছের বেশি একটা যত্ন না নিলেও তারা বেড়ে ওঠে, আমেরিকায় ইউরোপ এবং এশিয়ার কিছু অঞ্চলে এই ধরনের ফুল দেখতে পাওয়া যায়। এই ফুলের বা এই উদ্ভিদের ঔষধি কিছু গুনাগুন রয়েছে, ছোটখাটো কাটা ছেঁড়া কিংবা ক্ষতস্থানে এটি ব্যবহার করা যায়, ঔষধি হলেও খানিকটা বিষাক্ত এই ফুলটি।


📸 ছবি নাম্বার: ২


1737474889315.jpg

1737474568790.jpg

1737474771209.jpg


এবার আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ফুলের নাম হলো চন্দ্রমল্লিকা, আমার খুব পছন্দের ফুলের মধ্যে এই ফুলটিও রয়েছে, এই ফুলটি দেখতে অনেক সুন্দর এবং বাণিজ্যিকভাবে এই ফুল চাষ করা হয়, এই ফুলের অনেক চাহিদা রয়েছে এমনকি আন্তর্জাতিক বাণিজ্যিকভাবে এই ফুলকে একদম প্রথম সারিতে রাখা হয় কেননা এই ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করেছে, এশিয়া মহাদেশেই এই ধরনের ফুল বেশি দেখা যায়। বেশ কয়েকটি রংয়ের হয়ে থাকে এই চন্দ্রমল্লিকা, অনায়াসে এই ফুল একটি বাগানের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে।


📸 ছবি নাম্বার: ৩


1737474948280.jpg


এইবার আপনারা যেই ফুল দেখতে পাচ্ছেন তা হল ডালিয়া কোকিনিয়া, এই উদ্ভিদ টি ডেইজি পরিবারের অন্তর্ভুক্ত, এটি সাধারণত একটি মেক্সিকান উদ্ভিদ, এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর, তবে এর পাপড়ি খুব বেশি টেকসই নয় অর্থাৎ ফুলগুলো ছিড়লে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সাধারণত এই ফুলগুলো হলুদ রঙের এবং হালকা লাল রঙের দেখা যায়। এই ফুলটি সৌন্দর্যের জন্য বিভিন্ন দেশে চাষ হয়ে আসছে। চাষ করার মাধ্যমেই বিশ্বের বিভিন্ন দেশে এই ফুলটি ছড়িয়ে গেছে।



পোষ্টের ধরনফটোগ্রাফি
ফটোগ্রাফার@sajjadsohan
লোকেশনhttps://w3w.co/uptown.health.clay
ডিভাইসXiaomi Redmi Note 10 Pro Max



image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আজকে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। পার্সোনালি আমার কাছে চন্দ্রমল্লিকা ফুলের ছবিগুলো খুবই আকর্ষণীয় মনে হয়েছে। চন্দ্রমল্লিকা ফুল আসলেই অনেক সুন্দর। চন্দ্রমল্লিকা ফুলের এত সুন্দর ছবি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া বাকি দুটি ফুলের ছবিও অনেক ভালো হয়েছে। ভবিষ্যতে আমরা আপনার কাছ থেকে আরো অনেক ফুলের ফটোগ্রাফি দেখতে চাই এই আশায় রইলাম।

ভালো থাকবেন দাদা। এরকম আরো ফটোগ্রাফির পোস্টের অপেক্ষায় রইলাম।

1000028899.png

Thank you so much for supporting me.

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টের মন্তব্য করার জন্য, জেনে খুব খুশি হলাম আমার ছবিগুলো আপনার ভালো লেগেছে। তাহলে আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি এবং পূর্বে করতাম। আপনাদের উৎসাহ হতে আবার শুরু করার চেষ্টা করছি।

অনেক সুন্দর হয়েছে, আপনার ফটোগ্রাফি গুলো আজকের। দেখে অনেক ভালই লাগলো। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দ্বিতীয় নাম্বার চন্দ্রমল্লিকা ফুল টা পছন্দের একটা ফুল। আপনার পোস্টটিতে এই ফুলটা দেখতে পেরে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।

আপনি কি আমার অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য। আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে জানেন খুব খুশি হলাম বিশেষ করে চন্দ্রমল্লিকা আপনার পছন্দ জেনে ভালো লাগলো।

Loading...

image.png