আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
২৭শে জানুয়ারি, সোমবার।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
জন্মদিনের উপহার
এটা ছিল আমার জন্মদিনের অ্যাডভান্স গিফট, যদিও মাসখানেক আগে আমার কাছে পাঠানো হয়েছিল এই গিফট, তবে আমি সেটা পোস্ট করিনি আজকের জন্য রেখে দিয়েছিলাম। হ্যাঁ আজকে আমার জন্মদিন । জীবন নামক ঘড়ি থেকে আরও একটি বছর চলে গেল। আমি নিজে জন্মদিন খুব একটা পালন করি না কারণ নিজের জন্মদিন আমার নিজের কাছে খুব একটা ভালো লাগে না।
এটা আমার পছন্দ ছিল কিন্তু সব জায়গায় এটা পাওয়া যাচ্ছিল না
বেশিরভাগ সময়ে দেখা যায় যাদের কাছ থেকে সবার আগে উইশ পাওয়ার আশা করেছিলাম তারাই বিষয়টি ভুলে গেছে, অপরদিকে যাদের কাছ থেকে আশা করিনি তারা অনেক দিন থেকে প্ল্যান করে উইশ করেছে।
যাই হোক এই অ্যাডভান্স গিফটের কথায় চলে আসে, প্রথম দিকে কয়েকদিন আমার ফ্রেন্ডের হেলমেট ছিল আমার কাছে এবং পরবর্তীতে কয়েকদিন পর সেটা আমি ফেরত দিয়ে দেই, ইউনিভার্সিটি লাইফে আমার একটা ফ্রেন্ড ছিল সে টিউশন করাতো। যখনই তার সাথে কথা হতো টিউশন করাতেই বের হয়েছে যাই হোক সে সব সময় মজা করে আমাকে বলতো এই গরমে একটা এসি দরকার আমি যেন তাকে একটা এসি গিফট করি, আমিও তাকে মজা করে বলতাম এসি গিফট করবো এটা আমাকেও বাইক গিফট করতে হবে।
এই চুক্তিতে দুজনেই আর তর্ক বিতর্ক করতাম না, যাইহোক হঠাৎ করেই আবার সেই বন্ধু যখন জানতে পারে বাইক কিনে ফেলেছি তখন সে আমাকে জানতে চাইল আমার এখন কি প্রয়োজন। মজা করে বললাম অনেক কিছুই তো প্রয়োজন তাই বর্তমানে এখন একটা হেলমেট প্রয়োজন।
আমার পছন্দের কোন হেলমেট রয়েছে কিনা সেটা জানতে চাইলো, ওই সময় আমার পছন্দের কোন হেলমেট ছিল না কারণ এটা সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই। আনুমানিক একটা বাজেট বললাম এবং সত্যি সত্যিই আমার সেই ফ্রেন্ড আমাকে ডিজিটাল প্লে করে দিল। আমি একদম বোকা হয়ে গেলাম, আমি গিফটটা একদমই নিতে চাচ্ছিলাম না এটি, আমাকে বলল আমার জন্মদিনে এমনিতেও কোন একটা গিফট করার প্ল্যান ছিল তার, এখন যেহেতু প্রয়োজন তাই এডভান্স গিফট করে দিল।
নিজের কাছে খুবই অকওয়ার্ড লাগছিল, কারণ সবার কাছ থেকে তো গিফট নেয়া যায় না, যাইহোক পরের দিন আমি আর আমার এক বন্ধু চলে গিয়েছিলাম মিরপুর ১০ নাম্বারে, সেখান থেকে বেশ অনেকগুলো হেলমেট দেখলাম।
হঠাৎ করে একটা হেলমেট খুব পছন্দ হয়ে গেল ব্ল্যাক কালার কিন্তু সেটার প্রাইস অনেক বেশি এবং শুধুমাত্র একটা দোকানেই রয়েছে, কেননা এটার সামনের যে ভাইজারটা রয়েছে এটা খুব বেশি একটা পাওয়া যায় না। এটা শোনার পর আর ওইটা কেনার ইচ্ছা থাকলো না পরবর্তীতে অনেক বাছাই করে নিজের পছন্দ মত একটা ক্রয় করতে পারলাম।
হেলমেট কেনার পরেও আরো বেশ কিছু টাকা অবশিষ্ট থাকে, পরবর্তীতে সে টাকা নিয়ে একটা গ্লাভস কিনলাম এবং একটা চাবির রিং কিনলাম, একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে যে টাকা নিয়ে গিয়েছিলাম তিনটা জিনিস একদম প্যাকেজ কিনে ফেললাম।
এগুলো কিনে যখন বাসায় নিয়ে আসলাম ফটোগ্রাফি করার জন্য ছাদে চলে গিয়েছিলাম, যখন ফটোগ্রাফি করছিলাম হঠাৎ করে আমার সেই ছোট কাজিন তার আম্মুর সাথে ছাদে চলে আসলো, খুব কৌতুহল হয়ে গেল হেলমেট দেখে, সেও এটা মাথায় দেওয়ার আবদার করল। জিনিসটা কি কারণে ব্যবহার করা হয় এটা তার ধারণা নেই কিন্তু এটা মাথায় নিয়ে খুবই খুশি।
এটা মাথায় দিয়ে সে কয়েকটা ছবি তুলতে চাইল, এমনিতেও আমি ছবি তুলতাম তারপরেও সে নিজে থেকেই চাইলে ছবি তুলতে, বেশ ভালো মানিয়েছে তবে ছোট মানুষ এতটা ওজন সহ্য করতে পারছিল না, যাইহোক আমার কাছে এডভান্স গিফট টা খুবই ভালো লেগেছিল। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো ভালো যায় এবং আমি যেন সৎ পথে থেকে আমার বাকিটা জীবন পার করে দিতে পারি।
উপহার পেলে কার না ভালো লাগে! আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনার এক বন্ধু আপনাকে একটা হেলমেট গিফট করেছে। আবার হেলমেট পড়ে আপনি কয়েকটা ছবি ও উঠিয়েছেন যা দেখে অনেক ভালো লাগলো, এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সচরাচর কেউ কোন কিছু গিফট করলে সেটা আমার সবসময় পছন্দ হয় না, তবে হ্যাঁ যেহেতু আমি নিজে গিয়ে কিনে নিয়ে এসেছি তাই আমার পছন্দ হয়েছে হাহাহা, অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জন্মদিনের অ্যাডভান্স গিফট খুবই বিশেষ ছিল। বন্ধুদের থেকে পাওয়া উপহারগুলোও সত্যিই ভালো লাগার মতো ছিল। হেলমেট, গ্লাভস, চাবির রিং এসব সব কিছু মিলিয়ে আপনার পছন্দের মতো একটি উপহার সংগ্রহ করা সম্ভব হয়েছে, এটা খুব সুন্দর। আশা করি আপনার আগামী দিনগুলো সুখী ও সফল হবে। আল্লাহ যেন আপনাকে সৎ পথে চলতে সাহায্য করেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য, হ্যাঁ মোটামুটি সব কিছু মিলিয়ে আমার পছন্দের মত জিনিসই হয়েছে। তাকে আবারও ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য সেই সাথে সুন্দর একটা কমেন্ট করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে জন্মদিনের গিফট সবার কাছ থেকে না নেয়া গেলেও আমার মনে হয় কেউ যদি খুশি হয়ে কিছু গিফট করে সেটা নিয়ে খুব প্রয়োজন আপনি আপনার নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছেন যেটা দেখে বেশ ভালো লাগলো আসলে ছেলেদেরটা খুবই পছন্দের যদি বাইরে থাকে তাহলে একটা হেলমেট এবং বেশ কিছু জিনিস তারা পছন্দ করে অসংখ্য ধন্যবাদ নিজের জন্মদিনের উপহার সম্পর্কে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit