আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১৭ই জানুয়ারি , শুক্রবার ।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
বেশ কয়েক বছর পর ডায়েরী দেখতে বসলাম, চেষ্টা থাকবে আমার আজকের দিনের সারাংশ আমার পোষ্টের মধ্যে উল্লেখ করতে, খুব বেশি ইন্টারেস্টিং কিছু নেই তবে কি পোস্ট করব ভাবতে ভাবতে মনে হল ডাইরি লেখা যেতে পারে, সে অনেক আগে ডাইরি লিখতাম, আবার চেষ্টা করব ডাইরি লেখার, মাঝে মাঝেই লিখতে বসে যাব দৈনন্দিন দিনের আমরা কার্যক্রম গুলো ।
লাস্ট কয়েকদিন যাবৎ আমি বেশ বেলা নাগাদ ঘুমাচ্ছি, এটা আজকে নানার একটা আলট্রাসনোগ্রাফি ছিল, দুইদিন যাবত চিন্তা করছিলাম করাবো কিন্তু আমি সময় দিতে পারছিলাম না তাই আজকে সকালে আর কোন কাজে রাখলাম না ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে গেলাম। ফ্রেশ হয়ে কোনরকম নাস্তা করে চলে গেলাম ডায়াগনস্টিক সেন্টারে।
সেখানে গিয়ে ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট দেয়া হলো আল্ট্রাসনোগ্রাফির জন্য সন্ধ্যার সময় আসতে বলল। আবার সময় করে সন্ধ্যার সময় আসতে হবে কিন্তু কি আর করা। স্যাম্পল গুলো দিয়ে রওনা হলাম বাসার দিকে।
এখান থেকে এসে খানিকটা সময় ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন তাই অলসতা কাটিয়ে তাড়াতাড়ি উঠে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে চলে গেলাম নামাজ পড়তে।
কিছুক্ষণ পরেই আমার বন্ধুর একটা ফোন কল চলে আসলো আমার কাছে, ইমারজেন্সি থানায় যেতে হবে কিছুদিন আগে Instagram আইডি হ্যাক হয়েছিল, অন্য এক হ্যাকারকে হায়ার করা হয়েছিল এটা ঠিক করার জন্য উল্টো তিনি আরো ডিটেলস নিয়ে facebook হ্যাক করে বসে আছেন।
যাইহোক বিষয়টা সম্পূর্ণ আমার বন্ধুরই দোষ, আমি না করেছিলাম এত ইনফরমেশন দেয়া ঠিক নয় আর কয়েকটা দিন ওয়েট করলে আমার পরিচিত একজনের মাধ্যমেই কাজ করানো যেত, যাই হোক বন্ধু খুব টেনশনে ছিল ভয় পাচ্ছি, কেননা দেশের অবস্থা খুব একটা ভালো নয় দেশ বিদ্রোহী কোন একটা কিছু পোস্ট করলে এর দায়ভার কে নিবে?
যাইহোক থানায় বেশ কিছুটা সময় অপেক্ষা করলাম কত শত মানুষের কত রকম সমস্যা কয়েক মিনিটে দেখলাম। যাইহোক মিনিট ত্রিশেক অপেক্ষা করার পর আমরা একটা সাধারণ ডায়েরি করলাম, এবং সেই কপিটা সাথে রেখে দিলাম সেই সাথে আমাদের পরিচিত একজন সাইবার সিকিউরিটিতে রয়েছেন তার সাথে যোগাযোগ করলাম এবং তিনি আশ্বাস দিলেন আইডি রিকভার করে দিবে।
যাইহোক দুই ভাবেই যত চেষ্টা করা হচ্ছে খানিকটা ভরসা পাওয়া গেল, এছাড়াও একজন পরিচিত এসআই রয়েছেন তিনি ঢাকা হেড অফিসে ডিউটিরত রয়েছে, সবাইকেই ইনফর্ম করা হলো এবং জিডির একটি কপি সবার কাছেই পাঠিয়ে দেয়া হলো, মজার বিষয় হচ্ছে তখনো হ্যাকার ফোন করে টাকা দাবি করছে, এই সুযোগে জিডিতে হ্যাকারের নাম্বারটাও যুক্ত হয়ে গেল।
যাইহোক বিকেলে কিছুটা সময় বাইক রাইড করলাম, এবং খুব অল্প সময়ের মধ্যেই সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমি আর বেশি আড্ডা দিলাম না সকালে আলট্রাসনোগ্রাফি করাতে পারেনি আমাদেরকে সুন্দর সময় আসতে বলেছিল। কিন্তু সন্ধ্যার সময় গিয়েও কয়েকটা কাজ হলো না আজকে ভালোভাবে বোঝা যাচ্ছে না। কালকে আরো খালি পেটে এবং বেশি পানি খেয়ে আসতে বলল।
আপনারা কি বাসায় পৌঁছে দিয়ে আমি আমার বাসার কাছে একটা হোটেল থেকে হালকা-পাতলা নাস্তা করে নিলাম, পুরি শেষ হয়ে গেছে তাই আজকে ডিম চপ এবং পেঁয়াজু খেলাম, আজকের বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগছে না তাই বাসাতেই তাড়াতাড়ি রাতের খাবার সেরে ফেললাম। এরপরে অনলাইনে ফ্রেন্ড এর কিছু কাজ ছিল সেগুলো তাড়াতাড়ি শেষ করে দিলাম, পরবর্তীতে আমি আমার কাজ শুরু করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি আর বলবো, আমারও সেই একই সমস্যা আম্মাকে নিয়ে বেশ কয়েক মাস ধরে! এই হসপিটালে যাচ্ছি,ওই হসপিটালে যাচ্ছি। সত্য কথা বলতে, তাদের এই বয়সে এই সব রোগ হবে এটাই স্বাভাবিক। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম, অনেক বছর পর আপনি ডায়েরি লেখা শুরু করেছেন। আপনার দৈনিক জীবনের কার্যক্রম দেখে, নিজের সাথে কিছুটা হলেও মিল পেয়ে গেলাম। আপনার নানার জন্য ,দোয়া করি আল্লাহ যেন অতি তাড়াতাড়ি উনাকে সুস্থ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টেও জানতে পারলাম আপনার মা অসুস্থ, কাকতালীয়ভাবে মিলে গেল আমাদের আজকের দুজনের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডের কিছুটা অংশ, আপনার মায়ের জন্য ও দোয়া থাকলো আল্লাহ যেন তাকেও দ্রুত সুস্থ করে দেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দিনটি বেশ ব্যস্ত ছিল, তবে আপনি যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। বন্ধুর জন্য সহায়তা, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য কাজ একসঙ্গে সুন্দরভাবে সামলানো আপনার পরিশ্রমের পরিচয় দেয়। আশা করি আপনার বন্ধুর আইডি সমস্যা দ্রুত সমাধান হবে এবং পরবর্তী স্বাস্থ্য পরীক্ষাও ভালো হবে। শুভকামনা রইল, আপনার অভিজ্ঞতাগুলো আরও শেয়ার করবেন, এটি অনেকের জন্য প্রেরণা হতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য এবং চমৎকার একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুইটার পোস্ট লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit