দুধসর বা সেন্দ মনসা গাছের উপকারিতা

in hive-120823 •  last year 
" হ্যালো স্টিমিট বন্ধুরা "

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, দুধসর গাছ বা সেন্দ মনসা গাছ এর উপকারিতা।দুধসর গাছটি আমি দেখতে পাই..!আমার এক বন্ধু অনেক দিন ধরে অসুস্থ,তাই কালকে বিকালে আমার বন্ধুকে দেখতে যাওয়ার সময় রাস্তার পাশে আমি এই দুধসর গাছটি দেখতে পাই।আমি তাই এই গাছটির সম্পর্কে কিছু বলার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য চিন্তা করি।

IMG_20230827_173958-01.jpeg

আমি দুধসর গাছটি সম্পর্কে কথা বলার আগে জেনে নিতে চাই যে আপনারা সবাই কেমন আছেন এবং সুস্থ আছেন ..? আশা করি সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি এবং সুস্থ আছি।আর আপনারা সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন যাতে আমার বন্ধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।

IMG_20230827_174132-01.jpeg

বাংলাদেশের প্রায় সব জায়গায় এই গাছ টা দেখা যায়। দুধসর গাছটি কে দেবীরূপে পূজা করা হয়।আর এই জন্য এই গাছটির ব্যবহার হয় অনেক।গাছ টি বেশি লম্বা হয় না মাঝারি সাইজের হয়ে থাকে। মনসা বা দুধসর গাছটিতে প্রচুর পরিমাণে কাঁটা হয়।আর কাঁটা হয়ে থাকে গাছের গায়ে আর ডালে।আর কাঁটা গুলোর সাইজ একদম ছোট ছোট।আর দুধসর গাছটিতে যত পরিমাণে ছোট ছোট কাঁটা থাকবে সেই গাছের আঠাই বেশি পরিমানে ভেষজ গুণ সম্পূর্ণ হবে। গাছটি পাতা বা কোন ও অংশ ভাংলে বা কাটলে দুধের মতো সাদা আঠা বের হতে থাকে। আঠাগুলো বেশিক্ষণ তরল অবস্থায় থাকে না, শীঘ্রই আঠা গুলো শুকিয়ে যায়।

IMG_20230827_173907-01.jpeg
IMG_20230827_173933-01.jpeg

দুধসর গাছটি তে ফুল ও দেখা যায় কিন্তু সেটা শুধুমাত্র বসন্তকালে।আর ফুলের রং টি হয় হলুদ যা বেশি বড় হয় না ছোট ছোট হয়ে থাকে। আবার এই বসন্তকালে শুরুতে গাছটিতে ছুরি বা কাটারি দিয়ে আঘাত করে তরুক্ষরি সংগ্ৰহ করা হয়। দুধসর গাছটির বিভিন্ন অংশের আঠা শুকিয়ে ঔষধি রূপে ব্যবহার করা হয়। যেসব ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে মূল, কাণ্ড,আর পাতা।এই গুলো অনেক উপকারী।

IMG_20230827_173923-01.jpeg

দুধসর গাছের উপকারিতা:

১/দুধসর গাছটির পাতা আগুনে পুড়িয়ে নেওয়ার পরে পাতা থেকে দুই চার ফোঁটা রস বের করে দুধের সাথে মিশিয়ে ২ বেলা খেলে বাতে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
২/দুধসর গাছটির পাতা কাজল হিসাবে লাগালে শিশুদের চোখের পিচুই পড়া বন্ধ হয়।
৩/ নারিকেল তেলের সাথে দুধসর গাছের আঠা মিশিয়ে চুলে লাগালে চুল পড়া বন্ধ হয়।
৪/আবার দুধসর গাছের আঠা নারিকেল তেল এর সাথে মিশিয়ে লাগালে চুল ও গজায়।
৫/ দুধসর গাছের পাতা আগুনের পুড়িয়ে তা থেকে রস বের করে চিনির সাথে খেলে হুপিং কাশি কমে যায়।
৬/দুধসর গাছটির পাতা দিয়ে বিশেষ এক রকম আয়ুর্বেদিক তেল তৈরী করা সম্ভব।আর তেল টির উপকারিতা অনেক পরিমাণে।
৭/ দুধসর গাছের গোড়ার অংশ টুকরো টুকরো করে খেলে অর্শ্ব রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

IMG_20230827_173902-01.jpeg

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে।আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

"আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ "
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঔষধি গাছ আমাদের সাথে শেয়ার করেছেন। দুধসর গাছটির সম্পর্কে আপনি অনেক উপকারী কথা বলেছেন। যে কথাগুলো আমাদের সবসময় কাজে লেগে থাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা টপি আমাদের মাঝে শেয়ার করার জন্য থ্যাঙ্ক ইউ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Loading...

This post has been upvoted through Steemcurator09.

Team Newcomer- Curation Guidelines For August 2023
Curated by - @yousafharoonkhan

Note :
We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country in the order of 4 main hashtags to be easily found by the Newcomer team curators

অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ আপনাকে এ ধরনের একটি ঔষধি গাছের গুনাগুন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
দুধসর গাছ বা সেন্দ মনসা গাছ সম্বন্ধে যদিও বা আগে আমি জানতাম কিন্তু এত বিস্তারিত নয়।
যা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

সত্যি কথা বলতে এই দুধ সর গাছ আমি অনেক ভয় পাই! কারণ এই গাছে প্রচুর পরিমাণে কাটা থাকে! যেটা দেখলে আমার ভয় লাগে! আমি সব সময় চেষ্টা করি এই গাছগুলো থেকে দূরত্ব বজায় রেখে,, চলাফেরা করার জন্য।

কিন্তু আজকে আপনার পোস্ট পড়ে,, আমি অনেকটা অবাক হলাম! কারণ এই গাছের এত ভেষজ গুনাগুন রয়েছে! সেটা আমার জানা ছিল না! অবশ্যই চেষ্টা করব,,, আপনার পোস্ট ফলো করে এই গাছের ভেষজ গুনাগুন গুলো,,, নিজের জীবনে প্রয়োগ করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত ভেষজ গুনাগুন সমৃদ্ধ একটা গাছ সম্পর্কে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।