হ্যালো,
বন্ধুরা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি মোঃ আব্দুস সালাম।আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি পোস্ট।আমার আজকের পোস্ট টি হলো আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে।
সুজলা- সুফলা, শস্য- শ্যামলায় ভরপুর আমাদের এই সোনার বাংলাদেশ।আমাদের দেশের রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। চারদিকে সবুজ গাছপালা, নদ- নদী,খাল-বিল,পাখির কিচিরমিচির শব্দ সহ আরও অনেক কিছু রয়েছে যা আপনার মনকে কেড়ে নিবে।অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি।এদেশের রয়েছে পদ্মা,মেঘনা,যমুনা সহ আরও নদী। এদেশে বিভিন্ন বাহিরের দেশ থেকে ভ্রমণের জন্য মানুষের আগমন দেখা যায়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো কক্সবাজার। যেটাও বাংলাদেশেও অবস্থিত।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ।এর আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের। মানচিত্রে চোখ রাখলেই দেখা যায় বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর।এর অধিকাংশ জুড়েই রয়েছে ভারত।জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। এদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি।দেশটির আয়তনের দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় জনসংখ্যা অনেক বেশি। এদেশের রয়েছে ৬৪ টি জেলা।এই জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি বসবাস করে প্রাণের শহর ঢাকা তে।বাংলাদেশের রাজধানী হলো ঢাকা।এখানে অনেক মানুষ আসে তার জীবন পরিবর্তন করতে।মানুষ বলে ঢাকা শহরে না কি টাকা ওরে।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়।আমাদের মাতৃভাষা হলো বাংলা। আর বাংলা ভাষার মতো এতো সুন্দর, মিষ্টি, মধুর ভাষা দ্বিতীয়টি আর কোথাও নেই বলে মনে হয় আমার কাছে।বাংলাদেশে অনেক জাতি বসবাস করে। যেমন হলো:চাকমা,মারমা,সাঁওতাল ইত্যাদি। এদের সকলেরই রয়েছে নিজস্ব ভাষা তবুও বাংলা ভাষা হলো রাষ্ট্রভাষা।
বাংলাদেশ হলো ষড়ঋতুর দেশ। এদেশের রয়েছে ছয়টি ঋতু। এই ঋতুগুলো আমাদের এই দেশকে আরও সৌন্দর্যবৃদ্ধি করে তোলা।প্রতি দুই মাস মিলে হয় একটি ঋতু। ঋতুগুলো হলো:গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল এবং বসন্তকাল।এই ঋতুগুলো আমাদের মাঝে নিয়ে আসে তাদের রংবেরঙের সৌন্দর্য নিয়ে। তাদের আগমনে চারদিকে সৌন্দর্যের সমাহার ঘটে।
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ।এই দেশে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়।দেশটি কৃষি প্রধান দেশ হলেও অর্থনৈতিক দিক দিয়েও অনেক এগিয়ে আছে।কৃষি খাত থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।এই দেশে ধান সবচেয়ে বেশি উৎপাদন করা হয়।ধান যখন পাকে তখন চারপাশে শুধু সোনালী রঙের ফসল দেখা যায়। যেটা আমদের সবারই অনেক ভালো লাগে। এদেশে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ ও বসবাস করে। যেমন, হিন্দু, মুসলমান,বৌদ্ধ, খ্রিষ্টান ইত্যাদি। পেশা গুলোর মধ্যে রয়েছে ডাক্তার, ইন্জিনিয়ার,কৃষক, শ্রমিক, আইনজীবী, কামার,কুমার,জেলে,তাঁতি ইত্যাদি।এই দেশের রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের ভূমি খুবই উর্বর।জমি উর্বর হাওয়ার মূল কারণ হলো এখানে অনেক বাতাস,বৃষ্টি, রোদ পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের খনিজ সম্পদ খুবই কম।
আমাদের এই সোনার বাংলাদেশ নিয়ে লিখতে গেলে লেখা শেষ করা যাবে না। আপনারা যারা বাংলাদেশের বাহিরে থাকেন তারা অবশ্যই আমাদের এই সোনার বাংলাদেশে আসবেন।
আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে নতুন কোন গল্প নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।