আমার শৈশবকাল

in hive-120823 •  2 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি মোঃ আব্দুস সালাম।আজকে আপনাদের মাঝে আমার ছোট বেলার কিছু কাহিনি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

pexels-photo-3933507.jpegpixels

আমার শৈশবকাল

আমার ছোট বেলা কাটে শহরে। আমি আমার বাবা মার ছোট সন্তান হওয়াই সবাই আমাকে অনেক ভালো বাসতো। আমাদের বাসা হলো বগুড়া জেলার কাহালু থানাতে আমাদের বাসা কাহালু সদরে।

আমার দাদুর নাম মো: হোসেন আলী শাহানা।তিনি ছিলেন বাংলাদেশ রেলওয়ের একজন সরকারি কর্মকর্তা। তিনি আমার শৈশব কালেই মারা যান। আমার দাদির নাম মোছা: ধলিমন বেগম। তিনি ছিলেন একজন গৃহীনি। আমার বয়স যখন পাঁচ বছর, তখন আমাদের কাহালুতে ব্রাক ছিল। সেখান থেকেই আমার পড়াশুনা শুরু হয়।

আমি ছোটবেলা একটু দুষ্ট প্রকৃতির হওয়ায় সবাই অনেক ভয় পেতো। কারণ ছাড়াই আমার সহ পাঠি দেরকে মারতাম । এই জন্য বাসায় অনেক বকা শুনতে হতো কিন্তু আমার দাদি আমাকে সব সময় আগলে রাখতো কাউকে কিছু বলতে দিত না। আমাকে কেউ কিছু বললে দাদি তার সাথে ঝগড়া লাগাতো। আমাকে আমার দাদি অনেক ভালোবাসতো।

pexels-photo-12891967.jpegpixels

আমার দাদার মৃত্যুর পর আমার দাদি সরকারি ভাতা পেত। তাই আমার যখন যেইটা প্রয়োজন হতো তখন আমার দাদী আমাকে কিনে দিত। আমার দুই বছর পর ব্র্যাকের পড়া শেষ করে আমাদের ওখানে মডেল স্কুল ছিল। সেখানে প্রথম শ্রেণীতে ভর্তি হই। ওখানে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করি। তারপর ওখান থেকে মাদ্রাসায় আবারো দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হই।

মাদ্রাসায় প্রথম দিন ক্লাস করতে গিয়ে তখন আফসার হুজুর ছিল যিনি আরবি পড়াচ্ছেন। হুজুর তখন পুরাতন যারা ছিল সকলের পড়া ধরছে। যারা পারছে না তাদেরকে দার করে রেখে দিল। আমাকে যখন পড়া ধরতে যাবে তখন পুরাতন কিছু ছাত্র বলল হুজুর এ নতুন আজকে থেকে ক্লাস করবে।

তাই হুজুর আর আমাকে কিছু বলল না বা পড়া ধরল না। কিন্তু যারা পুরাতন ছিল ওদেরকে ব্যাথ দিয়ে আঘাত করল ।আমি সেই দৃশ্য দেখে বই রেখে বাসায় চলে আসি ।আর বলি আমি আর পড়বো না।

pexels-photo-4933613.jpegpixels

তখন আমার চাচার ছেলে নাম মোহাম্মদ সোহেল শাহানা ওই হুজুরের কাছে নিয়ে যায় এবং পরিচয় করিয়ে দেয় ।তখন হুজুর আমাকে তার বুকে টেনে নেয় এবং অনেক সাহস যোগায়।

আমাদের মাদ্রাসায় ক্লাস শুরু হতো সকাল আটটা থেকে। তাই সকাল ছয়টায় উঠতে হতো এবং আরবি পড়তে যেতে হতো। তারপরে সে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় যেতে হতো।

মাদ্রাসা শেষ করে বারোটায় বাসায় আসতাম। তারপর গোসল করে দুপুরে খাওয়া-দাওয়া করে বিকেল হলে আমাদের ওখানকার ভাবি চাচি এবং আমরা যারা ছোটরা ছিলাম সবাই মিলে গোল্লাসুট, বউ ছি, লুডু এসব খেলতাম।

তারপর যখন সন্ধ্যা লাগতো সবাই যার যার মত নিজেদের বাসায় গিয়ে অজু করে পড়তে বসতাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে স্টার জলসায় তখন মা নাটক হত ,তখন নাটক দেখে শুয়ে পড়তাম।

আজকের পোস্ট এ পর্যন্তই। আমার শৈশবের স্মৃতিময় পোস্টটি পড়ে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।

এটি আমার ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিতে করা প্রথম পোস্ট। আমি আপনাদের সাথে থেকে আমার সৃজনশীল লেখনি উপস্থাপন করতে চাই। আপনারাও আমাকে যথেষ্ট সাপোর্ট দিবেন এগিয়ে যাওয়ার জন্য।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। পরবর্তী পোস্টে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শৈশব জীবনের কিছু স্মৃতি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনার শৈশব জীবনটা খুবই সুন্দর ছিলো আপনার পোস্টটি পড়ে খুবই ভালোভাবে বুঝতে পারলাম।

আসলে আমাদের জীবনে কিছু স্মৃতি থেকে যায় যে স্মৃতিগুলো কখনোই ভোলা সম্ভব নয় বিশেষ করে শৈশব জীবনের যে স্মৃতিগুলো আমাদের জীবনে জড়িয়ে আছে সেগুলো মোটেও ভুলতে পারবো না আমরা।

যাইহোক আপনার পোস্টটি পড়ে বেশ ভালই লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সৃষ্টিকর্তা আপনাকে সবসময়ই ভালো রাখুক এই কামনা করি।

আমিন,,ধন্যবাদ ভাইয়া। আমার পোস্টটি পড়ার জন্য এবং এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আমার জন্য দোয়া করবেন। আমি যেন সব সময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করতে পারি।

This comment has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for May 2023
Curated by - @heriadi

বন্ধু তোমার পুরো পোষ্টটি পড়ে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। শৈশবে স্কুলে যাওয়া, তারপর বাড়ি ফিরে বিভিন্ন ধরনের খেলাধুলা করা। অনেক আনন্দময় দিন কেটেছিল।

ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। তোমার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থেকো।

ধন্যবাদ বন্ধু। আমার পোস্টটি পড়ার জন্য।

@salam01

  • কমিউনিটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমাদের পরিবারের সদস্য হিসেবে আপনাকে পেয়ে আমরা খুব খুব বেশি আনন্দিত।
  • আপনার লেখাটা আমি পরিদর্শন করলাম এবং সেখান থেকে জানতে পারলাম যে আপনার শৈশব কেটেছে শহরে।

  • সেই সাথে আরও দেখলাম আপনার মাদ্রাসার প্রথম ক্লাসের দিন যে ঘটনা ঘটেছিল সেটাও প্রকাশ করেছেন আপনার লেখার মধ্যে।

আপনার শৈশব সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার পরবর্তী লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।

আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

👌👌👌

Loading...

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ,, আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য।

শৈশবের সময়টা আপনি বেশ ভালই কাটিয়েছিলেন।আপনার যখন যেটা প্রয়োজন হতো। সেটা আপনার দাদি আপনাকে কিনে দিত। এটা জানতে পেরে খুব ভালো লাগলো। আসলে কয়েকজন মানুষের জীবনে এমন দাদি পাওয়া যায়। কেউ হয়তো বা জন্মের পরেই দাদিকে হারিয়ে ফেলে,,, কেউ আবার জন্মের আগে।

যাইহোক আপনার শৈশবের গল্পটা পড়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জীবন থেকে নিয়ে এত সুন্দর একটা গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। ভালো থাকবেন।

ছোটবেলার এই স্মৃতিগুলো সত্যিই অনেক স্মরণীয়। তোমার দাদা গিয়েছে এভাবে সকলেরই যেতে হবে। তার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছি।

আসলে ছোটবেলায় অকারনেই ঝগড়া করা এটা যেন ছোটবেলার একটি স্বভাব। যেমনটি ভাবে তুমি তোমার ছোটবেলার স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন তার মধ্যে দেখতে পেলাম। যেহেতু তুমি সবাইকে অকারনেই মাইর দিতে এই কারণে তোমাকে অনেক ভয় পেত ছোট বাচ্চারা।

এছাড়াও তুমি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছিলেন ছোটবেলায় খেলাধুলা করতাম আমরাও। তবে এখনকার মত আর এমন খেলাধুলা দেখা যায় না বললেই চলে। পরিশেষে ধন্যবাদ জানাই সুন্দর এই লেখনি আমাদের সাথে শেয়ার করার জন্য।

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for May 2023
Curated by - @heriadi