হ্যালো,
বন্ধুরা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি মোঃ আব্দুস সালাম।আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি পোস্ট। আজকের পোস্টের মূল বিষয়বস্তু হলো মোবাইল।এই পোস্টের মাধ্যমে আমি মোবাইল ফোনের উপকার দিকসমূহ এবং ক্ষতিকর দিকসমূহ তুলে ধরার চেষ্টা করবো।
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ডিভাইস হলো মোবাইল। ছোট বাচ্চা থেকে শুরু করে সবার হাতেই মোবাইল ফোন দেখা যায়। এই মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করছে।এই মোবাইলের মাধ্যমে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমরা খুব দ্রুত একজনের সাথে অন্যজন যোগাযোগ করতে পারি। এর ফলে আমাদের সময় অনেক বেঁচে যায়।
এমন কোন কাজ নেই যেটা মোবাইল দ্বারা করা সম্ভব হবে না। যেমন হলো:কোন তথ্য আদান-প্রদান, লেনদেন, যোগাযোগ, বাস-ট্রেনের টিকিট সংগ্রহ, কারেন্টের বিল প্রদান সহ সব ধরনের কাজ খুব নিখুঁতভাবে করা যায়। এর ফলে আমাদের মূল্যবান সময়ও বেঁচে যায় এবং পরিশ্রম ও কম হয়।
বর্তমান সময়ে আমাদের দেশে অনেক মোবাইল ব্যবহারকারী রয়েছেন। আমরা যে শুধু মোবাইল দিয়ে ভালো কাজগুলোই করে থাকি তেমন টা নয়।মোবাইলের যেমন ভালো দিক রয়েছে ঠিক তেমন এর ক্ষতিকর দিকও রয়েছে। আমরা যে যেভাবে মোবাইল ব্যবহার করি ঠিক তারই প্রভাব পড়ে আমাদের জীবনে।
মোবাইলের ভালো দিকসমূহ:
•একসাথে অনেকগুলো ডিভাইসের কাজ করা যায়।
• এলার্ম এর জন্য আলাদা কোন ঘরির দরকার হয় না।
• বাজারের লিস্ট করার জন্য ফোনের নোটপ্যাড অপশনটি ব্যবহার করা যায়।
• সব ধরনের হিসাব করা যায়।
• ফোনে নগদ বা বিকাশের মাধ্যমে টাকা আদান প্রদান করা যায়। এর ফলে আমাদের আলাদা করে টাকা পাঠানোর জন্য ব্যাংকে যেতে হয় না।
• একজন শিক্ষাথী ঘরে বসেই জুম অ্যাপস ব্যবহার করে ক্লাস করতে পারে।
• মোবাইল ব্যবহার করে খুব অল্প সময়ের মাধ্যমে সকলের সাথে যোগাযোগ করতে পারা যায়।
• বর্তামান সময়ে কম্পিউটার এর পাশাপাশি ফোনেও খুব সুন্দর ডিজাইন করা যায়।
মোবাইলের ক্ষতিকর দিকসমূহ :
•মোবাইল ব্যাবহারের ফলে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে।যেমন:মাথা ব্যাথা,চোখ ঝাপসা হয়ে আসা,স্মৃতিশক্তি কমে যাওয়া, ঘার ব্যাথা হওয়া,চিন্তা শক্তি কমে যাওয়া ইত্যাদি হয়ে থাকে।
•অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আমরা অনেক অলস হয়ে যাই।কোন কাজ করতে ইচ্ছে করে না।
•পড়াশোনায় মনোযোগ বসে না।
•অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আমাদের ঘুম কম হয়।এর ফলে আমাদের শরীর খারাপ হয়ে যায়।
•এর মাধ্যমে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলি।
আমাদের সবাইকে মোবাইল ব্যবহারের ভালো এবং খারাপ দিকগুলো বিবেচনা করে মোবাইল ব্যবহার করতে হবে। মোবাইল ব্যবহারের মাধ্যমে যেন আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মোবাইল ব্যবহার করা যাবে না।
আজকের মতো আমার পোস্ট এ পর্যন্তই। আশা করি সবার ভালো লাগবে।আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন এবং নিজের শরীরের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।
This post has been upvoted through Steemcurator09.
Team Newcomer- Curation Guidelines for APRIL 2023
Curated by - @tocho2
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit