স্বপ্নের বাইক

in hive-120823 •  17 days ago 

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে, যেগুলো কেবল অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা কঠিন। গত একটি পোস্টে আমি আপনাদের জানাই ছিলাম যে আমরা আমাদের স্বপ্নের বাইকটি কিনে ফেলছি আলহামদুলিল্লাহ। সেই স্বপ্নপূরণের গল্পটি আপনাদের মাঝে আবারো শেয়ার করতে চাই আমাদের স্বপ্নের বাইক কেনার অনুভূতি।

IMG_20250204_185222.jpg

প্রতিদিনের মতো আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার ফোনে কল এলো। স্ক্রিনে ভেসে উঠল আমার হাজব্যান্ড কল দিয়েছে। আমি দ্রুত কল রিসিভ করলাম। ওপাশ থেকে হাসি মিশ্রিত কণ্ঠে তিনি বললেন, তাড়াতাড়ি নিচে আসো। আমার মন কৌতূহলে ভরে গেল। কী হয়েছে? কেন আমাকে এত তাড়াহুড়া করে ডাকছে?আমি মেয়েকে কোলে নিলাম, দরজা বন্ধ করে দ্রুত লিফটে চেপে নিচে নামলাম। নয়তলা থেকে নামতে খুব বেশি সময় লাগল না, কিন্তু উত্তেজনায় মনে হচ্ছিল, যেন প্রতিটি সেকেন্ড দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নিচে পৌঁছেই দেখি, আমার হাসবেন্ড আমাদের নতুন বাইক থেকে নামছেন।যেহেতু আমাদের রাতের বেলা বাইকটা কিনেছে তাই আমি খুব ভালো করে সেদিন রাতে দেখতে পারিনি আর সেই থেকে নিচেও খুব একটা নামা হয়নি দিনের বেলা।

IMG_20250204_185305.jpg

আজকে প্রথম দিনের বেলা খুব কাছ থেকে দেখলাম বাইকটি।আমি অবাক হয়ে কিছুক্ষণ বাইকটির দিকে তাকিয়ে রইলাম। চোখের সামনে আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে! কত দিনের ইচ্ছে, কত স্বপ্ন, কত পরিশ্রমের পর অবশেষে আমরা আমাদের পছন্দের বাইকটি কিনতে পেরেছি! এর আগে একটা বাইক কিনেছিল আমার হাজবেন্ড কিন্তু সেটা আবার বিক্রি করে দিয়েছে। এই বাইকটি ছিল তার স্বপ্নের বাইক। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন আমার হাজব্যান্ড বাইক কেনার স্বপ্নের কথা বলতেন, আর আমরা দু’জন একসঙ্গে কল্পনা করতাম কেমন হবে সেই দিন, যখন এই বাইকটি আমাদের হবে। আজ সেই দিন সত্যি হয়ে গিয়েছে।

আমি আবেগাপ্লুত হয়ে কয়েকটি ছবি তুললাম। সেই মুহূর্তের আনন্দ, গর্ব আর ভালো লাগা ভাষায় প্রকাশ করার মতো নয়। বাইকটিতে আমার হাজব্যান্ডের আনন্দিত মুখ দেখে মনে হচ্ছিল, তার পরিশ্রম আজ সফল হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কষ্ট করে টাকা জমিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন, আর আজ সেটি বাস্তবে রূপ নিয়েছে।আমি ধীরে ধীরে বাইকটির কাছে গেলাম। কালো রঙের Suzuki SF FI ABS বাইকটি যেন আমাদের জীবনের একটি বড় অর্জনের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আমি হাত বুলিয়ে দেখলাম, যেন বিশ্বাস করতে চাইছি, সত্যিই কি এটা আমাদের?আমার হাজব্যান্ড আমার উচ্ছ্বাস দেখে হাসলেন। বললেন, এটা শুধু আমার নয়, আমাদের দুজনের স্বপ্নের বাইক।

IMG_20250204_185318.jpg

সত্যিই, এই বাইকটি শুধু একটি বাহন নয়, বরং আমাদের ভালোবাসা, পরিশ্রম আর ধৈর্যের ফসল। জীবন কখনো সহজ ছিল না, কিন্তু একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি আর পরিশ্রমের মাধ্যমে আমরা ধীরে ধীরে আমাদের স্বপ্নগুলো পূরণ করে যাচ্ছি।আমাদের ছোট্ট মেয়ে তখন বাইকের দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল, যেন সেও বুঝতে পারছে যে এটি বিশেষ কিছু। আমরা তাকে বাইকের সিটে বসিয়ে দিলাম, আর সে আনন্দে হাততালি দিতে লাগলো।এই মুহূর্তটি আমি সারাজীবন মনে রাখবো। কারণ এটি শুধু একটি বাইক কেনার গল্প নয়, বরং আমাদের স্বপ্নপূরণের এক আবেগঘন অধ্যায়।

আলহামদুলিল্লাহ! কষ্টের পর যে আনন্দ আসে, তার স্বাদই আলাদা।আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার গল্পটি খুবই হৃদয়গ্রাহী এবং অনুভূতিপূর্ণ। যখন আপনি এবং আপনার হাজব্যান্ড এতদিন ধরে স্বপ্ন দেখে আপনার কাঙ্ক্ষিত বাইকটি কিনেছেন, তা সত্যিই প্রশংসনীয়। স্বপ্নের বাস্তবায়ন, পরিশ্রমের ফল, এবং পরিবারে সুখ-শান্তির মুহূর্ত সবকিছুই খুবই স্পর্শকাতর। আপনার মেয়েটির আনন্দ এবং বাইকের প্রতি তার আগ্রহও এই গল্পে এক ভিন্ন রঙ যোগ করেছে। এত সুন্দর একটি বিষয় বস্তু আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আসলে মানুষের স্বপ্ন পূরণ হলে মনে হয় যে সবকিছুই তার হাতের মুঠো এসে গেছে। স্বপ্ন বাস্তবায়ন করতে আসলে কত পরিশ্রম কত ত্যাগ করতে হয় সেটা একমাত্র যারা স্বপ্ন পূরণ করে তারাই বোঝে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

আলহামদুলিল্লাহ, আপনি এবং ভাইয়া খুব কষ্ট করে নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছেন।আসলে স্বপ্ন পূরণ মোটেই সহজ কাজ নয়। এর জন্য অনেক পরিশ্রম করা লাগে।আর অনেক ছেলেদের ইমোশন হল বাইক।আর স্বপ্ন পূরণের মুহূর্ত গুলো খুবই উজ্জ্বলময় হয়ে থাকে।আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন আপনার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকেন সব সময়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

সত্যি বলতে অনেক দিনের অপূর্ণ কোন সপ্ন যদি পূর্ণ হয় তাহলে যে আনন্দ হয় তার কোন তুলনাই হয় না।
আর যারা বাইক পছন্দ করে তারা যদি তাদের পছন্দের বাইকটি কিনতে পারে তাহলে যে কি পরিমাণে খুশি হয় এটা আমি নিজের পরিবারেও দেখেছি ।
এমন একটা আনন্দঘন মূহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন সবসময় ।

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আমি আপনাদের অনুভূতিটা বুঝতে পারছি, কারণ কিছুদিন আগে আমিও একটা ছোট বাইক কিনেছিলাম, যদিও সেটা ছোট কিন্তু সেটা আমার প্রথম বাইক। নিজে চলে সব কিছু ম্যানেজ করে তারপর টাকা জমিয়ে এটা ক্রয় করেছিলাম, এই প্লাটফর্ম থেকেও বেশ ভালো অংকের টাকা দিয়ে আমি আমার স্বপ্নটা পূরণ করি। এটা আর সাধারণ 10 জন মানুষের কাছে শুধু একটা বাইক কিন্তু বহুদিনের স্বপ্ন নিয়ে যে মানুষটা স্বপ্নের বাইকটা নিয়ে নেয় তার কাছে এটা অনেক আনন্দের একটা অনুভূতি। শুভকামনা রইল আপনার জন্য ইনশাল্লাহ কোন একদিন আমিও আমার বাইক আপডেট করে আমার স্বপ্নের বাইকটা নিয়ে নিব।

আজকের দিনটা হয়তোবা আপনাকে বুঝিয়ে দিয়েছে পরিশ্রম করে যদি অল্প অল্প করে মানুষ একটু একটু করে এগিয়ে যায় তাহলে দিন শেষে কিন্তু সে সফল হয় আপনার হাসবেন্ড অনেক দিন ধরেই তার কষ্টের টাকা একটু একটু জমিয়ে আজকে তার স্বপ্নটা পূরণ করেছে এভাবে প্রতিটা মানুষ চেষ্টা করলে কিন্তু তার স্বপ্নগুলো একটা একটা করে পূরণ করতে পারে অসংখ্য ধন্যবাদ স্বপ্নের বাইক নিয়ে আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন