অতীতের ছায়া

in hive-120823 •  4 days ago 

আসসালামু আলাইকুম

  • কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে আবেগ আর অনুভূতির গভীরতা হৃদয়ে ঝড় তোলে। কখনো ছোট্ট কোনো মুহূর্ত মনকে ছুঁয়ে যায়, আবার কখনো দুঃখ-হতাশার মাঝে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষাগুলো। আমাদের আবেগই আমাদের মানুষ করে তোলে। এই গল্পটি তেমনই এক মেয়ের, যার অনুভূতিপ্রবণ হৃদয় প্রতিদিন নতুনভাবে জীবনকে আবিষ্কার করে।

pexels-keenan-constance-545154-2865901.jpgsource

আমার ছোটবেলার প্রতিটি দিন যেন একেকটি রঙিন গল্প। গ্রামের মেঠোপথ, পুকুরের জল, আর আম গাছের ছায়ায় কাটানো দিনগুলো আমাকে আজও টানে। যখনই একা বসে থাকি, মনের মধ্যে সেই দিনের সরলতা আর নিঃশব্দ আনন্দেরা যেন জীবন্ত হয়ে ওঠে।তবে সময় বদলে যায়। শহরে পড়তে আসার পর জীবন যেন পাল্টে গেল। প্রথম দিকে ব্যস্ততা আর মানুষের ভিড় আমাকে দম বন্ধ করে দিত। আমি যেন নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। ধীরে ধীরে শহুরে জীবনের সাথে অভ্যস্ত হতে শিখলাম, কিন্তু সেই সরল, নির্ভেজাল দিনগুলো মনের গভীরে দাগ কেটে গেল।
বিয়ে হয়ে গেল। সংসার শুরু করলাম। আমার মেয়েটি যখন পৃথিবীতে এলো, তখন আমার জীবনে নতুন আলো দেখা দিল। তার ছোট ছোট কান্না, প্রথম হাঁটা শেখা, আর আমার গলা জড়িয়ে ধরা এই সব মুহূর্ত আমাকে নতুন করে জীবনকে ভালোবাসতে শিখিয়েছে।

pexels-pixabay-206557 (1).jpgsource

তবে শুধু আনন্দের দিন নয়, জীবনে কষ্টের অধ্যায়ও আছে। একবার আমি এমন সময় পার করছিলাম, যখন ভেতরে ভেতরে প্রচণ্ড অসহায়বোধ করছিলাম। মা তখন গুরুতর অসুস্থ। আমি অনেক দূরে, মায়ের কাছে যেতে পারছিলাম না। ফোনের ওপারে মায়ের কণ্ঠ শুনে চোখ ভিজে উঠত। নিজের অসহায়ত্বের জন্য নিজেকে ধিক্কার দিতাম।একদিন সন্ধ্যায় জানালার পাশে বসে বৃষ্টি পড়তে দেখছিলাম। মনে হচ্ছিল, প্রকৃতির কান্না যেন আমার নিজের মনকে শান্ত করার চেষ্টা করছে। হঠাৎ মেয়েটি এসে বলল, আম্মু, আমি তোমার সঙ্গে খেলব। তার উজ্জ্বল মুখ দেখে যেন নতুন করে বাঁচার ইচ্ছা ফিরে পেলাম। বুঝলাম, এই ছোট্ট মানুষটাই আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন।
আমাদের জীবনে সুখ, দুঃখ, হাসি আর কান্না সব মিলিয়েই জীবন। কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলোই আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা দেয়।

IMG_20250113_211711.jpg

এক রাতে, মেয়েটি যখন ঘুমিয়ে পড়েছে, তখন আমি তার পাশে বসে ভাবছিলাম জীবন কখনোই নিখুঁত নয়, তবে ভালোবাসা আমাদের সেই অসম্পূর্ণতাগুলো পূর্ণ করে দেয়। মেয়ের দিকে তাকিয়ে অনুভব করলাম, জীবনের সমস্ত কষ্ট সত্ত্বেও আমরা এগিয়ে চলি শুধু ভালোবাসার এই শক্তির জন্য।এই গল্প হয়তো কারও জীবনে বড় কোনো পরিবর্তন আনবে না, তবে এটুকু বলতে পারি, জীবনের গভীরতা অনুভব করতে চাইলে নিজের প্রিয়জনদের দিকে তাকান। তাদের মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় অর্থ।

  • যাইহোক, আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...