ভালোবাসার বাজার

in hive-120823 •  4 days ago 

আসসালামু আলাইকুম,

  • আমাদের জীবন কত ছোট ছোট ভালোবাসায় ভরা, তাই না? কখনো সেটা মসুর ডালের প্যাকেট হতে পারে, কখনো আটার প্যাকেট কিংবা চিনির প্যাকেট। আজকের গল্পটা আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে। সে আমার জীবনের প্রতিদিনের হিরো। ছোট ছোট কাজে যে আন্তরিকতা সে দেখায়, তা আমার মনে সত্যিকারের সুখের অনুভূতি জাগায়।

IMG_20250111_225948.jpg

এক সন্ধ্যায়, রান্নাঘরে দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র শেষ হয়ে এসেছে। তালিকাটা মনের মধ্যে গুছিয়ে নিলাম মসুর ডাল, আটা, চিনি। মেয়েটা তখন পাশেই খেলছিল। তার শব্দের মধ্যে আমি মশগুল, কিন্তু হঠাৎ খেয়াল করলাম আমি যে রান্নাটা শুরু করতে চাচ্ছি, সেটার জন্য মসুর ডাল খুব দরকার।তখন আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে। অফিসের ক্লান্তি নিয়ে সেও এক কাপ চা হাতে নিয়েছে। আমি তাকে ডেকে বললাম, শোনো, ডাল আর আটা শেষ হয়ে গেছে, সাথে চিনি। একটু বাজার থেকে আনবে? আমার হাজব্যান্ড চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। আর কিছু লাগবে?তাকে এই প্রশ্নটা করতেই আমার হাসি পেল। জানি, কিছুই চাই না তবু তার প্রশ্নের মধ্যে যে যত্নটা মিশে থাকে, সেটাই আমার দিনটাকে সুন্দর করে তোলে।

IMG_20250111_230002.jpg

আমার হাজব্যান্ড তাড়াহুড়ো করে রেডি হয়ে নিল। আমি দরজার কাছে দাঁড়িয়ে বললাম, মসুর ডাল ভালো দেখে আনো। আর আটাটা যেন ভালো হয়। চিনিও কিন্তু কম দামে পেলেই নেবে না, ভালো দেখে আনো।সে হাসল, তোমার বলা মানে কাজ শেষ। আমি খুঁজে খুঁজে সেরা জিনিসটাই আনব।ঘরে ফিরে এলাম, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। আমি জানি, সে আমার জন্য সর্বোচ্চটুকুই করবে। মেয়েটাকে পাশে বসিয়ে গল্প বলছি, আর দরজার দিকে কান পাতছি। একটু পরপরই মনে হয়, এবার হয়তো কলিং বেলটা বেজে উঠবে। ঘণ্টাখানেক পর দরজা খুলে দেখি সে হাতে বড় বড় বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। মুখে হাসি, যেন একটা যুদ্ধ জয় করে এসেছে।ব্যাগ থেকে বের করল বড় একটা মসুর ডালের প্যাকেট। তোমার ডাল পছন্দমতো পেয়েছি, বলে সে মসৃণভাবে প্যাকেটটা টেবিলে রাখল। তারপর আটার প্যাকেট বের করে বলল, এটা খুব ভালো মানের। দোকানদার বলল, এই আটা দিয়ে রুটি নরম হবে।চিনির প্যাকেট বের করে বলল, তুমি তো বলেছিলে ভালো দেখে আনতে, তাই একটু বেশি দামে কিনলাম। আমি হাসতে লাগলাম। আমার মনে হচ্ছিল, সে যেন আমাকে খুশি করার জন্য একেবারে প্রতিটি পদক্ষেপে মনোযোগ দিয়েছে। সব শেষে সে বলল, দেখো সবকিছু দুইটা করে প্যাকেট নিয়ে এসেছি। আমি তো ভীষণ অবাক বললাম, একটা করে আর নিয়ে আসলো দুইটা করে। এই অবাক হওয়ার পিছনের কারণ আমরা গৃহিনীরাই খুব ভালোভাবে বুঝতে পারি।

IMG_20250111_230015.jpg

সে মুচকি হেসে আরো বলল, তোমার ভালোবাসার জন্য এটা তো সামান্য।রান্নাঘরে গিয়ে বাজারের জিনিসপত্র গুছাতে গিয়ে আমি সত্যিই তার প্রতি আরো কৃতজ্ঞ হয়ে উঠলাম। সে শুধু বাজার করে আনেনি, তার আনা প্রতিটি জিনিসের মধ্যে যত্ন আর আন্তরিকতা মিশে ছিল। প্রতিদিনের এই ছোট ছোট ভালোবাসাগুলো আমাদের সম্পর্ককে আরো মজবুত করে তোলে।আমি তাকে চায়ের কাপে নতুন করে চা বানিয়ে দিলাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে সে আমাকে বলল, আজ সন্ধ্যাটা আমাদের গল্পের জন্য রাখি কেমন?
আমি হেসে বললাম, তোমার আনা মসুর ডালের খিচুড়ি আর রুই মাছের ভুনা হবে আজকের গল্পের সেরা অংশ।সে চুপচাপ আমার দিকে তাকিয়ে হাসল। তার চোখে তখন প্রশান্তি। আমি বুঝতে পারলাম, জীবনের সুখ খুঁজে নিতে হয় ছোট ছোট মুহূর্তের মাঝেই। মসুর ডাল, আটা আর চিনির মতো সাধারণ জিনিসপত্রের মধ্যেও লুকিয়ে থাকতে পারে সত্যিকারের ভালোবাসে।

  • যাইহোক, আজ এ পর্যন্তই কেমন লাগলো আমার এই গল্পটা অবশ্যই জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@samima1 ভালো লাগলো আপনার লেখা, তিনটি জিনিসের আড়ালে লুকিয়ে থাকা আপনার অভিব্যক্তি প্রমাণ করলো আপনার লেখনী শক্তি বেশ প্রখর।

তবে, আজকাল আপনার মন্তব্য সেভাবে চোখে পড়ছে না, আগের মতো! আশাকরি আপনারা সকলেই সুস্থ্ আছেন!

অনেক সময় অনেক বড় কিছুর সন্ধানে আমরা আশপাশের মূল্যবান অমূল্য বিষয়কে মূল্যায়িত করতে ব্যার্থ হই, তবে আপনি খুঁজে পেয়েছেন এবং মূল্যায়িত করেছেন, এইজন্য সাধুবাদ।

প্রথমেই জানাই দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

জি দিদি কিছু ব্যক্তিগত সমস্যার জন্য খুব একটা মন্তব্য করতে পারছি না এজন্য আমি সত্যি দুঃখিত। তবে চেষ্টা করব আগের মত আবার আমার কাজে মনোযোগ দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...