পানির অপর নাম জীবন, আবার এই পানিই অনেক সময় মৃত্যুর কারণ।।

in hive-120823 •  7 days ago 

আসসালামু আলাইকুম

  • বন্ধুরা আবারো আপনাদের মাঝে ফিরে আসলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শেয়ার করব আপনাদের মাঝে আজকের এই দিনটি আমি কিভাবে কাটিয়েছি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।

IMG_20241111_202718.jpg

আজকে আমি ঘুম থেকে উঠেছি অন্যান্য দিনে তুলনায় একটু দেরিতে। রাতে খুব বেশি ঘুম হয়নি কারণ আমার মেয়েটা অনেক বিরক্ত করেছে। এ জন্য অন্যদিনের তুলনায় একটু দেরিতেই উঠেছি। তো বুঝতেই পারছেন দেরিতে উঠলে কতটা কাজ জমা হয়ে থাকে। প্রতিদিনের মতো আজকেও আমি রুটি বানাতে শুরু করছি।হঠাৎ কলিংবেল বেজে উঠলো। সবচেয়ে বিরক্তকর শব্দটি হল কলিং বেল বেজে ওঠা। কারণ আমার মেয়েটা যে অবস্থায় থাক ঘুমানো অবস্থায় থাক বা খেলাধুলা অবস্থায় থাক কলিং বেল বেজে উঠলে ও দৌড়াদৌড়ি করে দরজার কাছে যায় এমন ভাব করে যেনও,ও দরজা খুলে ফেলবে।

IMG_20241111_204514.jpg

দরজাটা খুলে দেখি একটা দাদু। আমাকে উদ্দেশ্য করে বলতেছে আজ বাসায় পানি থাকবে না তাড়াতাড়ি পানি ভরে রাখেন। আমি তখনই তাড়াতাড়ি বাথরুমে এসে আমার বালতিটা পানি ভর্তি করে রাখলাম। তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে চাইলাম। কিন্তু রান্না করার আগে ভাবলাম মেয়ের কাঁথাগুলো ধুয়ে রোদে শুকাতে দেই।

IMG_20241111_202947.jpg

কখন পানি চলে যায় না যায় এই ভয়ে। যেই ভাবা সেই কাজ তাড়াতাড়ি কাঁথাগুলো রোদে শুকাতে দিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখি আমার পিঁয়াজ কাঁচামরিচ নেই। কি আর করার এই পানির সংকটে তাড়াতাড়ি কাজ এগোতে চাইছিলাম,,, কিন্তু পারলাম না একটু দূরেই বাজার বসে সেখানে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম।

IMG_20241111_202808.jpg

সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ দেরি হল বাজার করে নিয়ে আসতেই দেখি কয়েক জন ভাবি বোতল, বালতি, কলসি নিয়ে নিচে খাবার পানি নিতে এসেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম বলল তারা নাকি জানে না যে আজ পানি থাকবে না।পানি নাকি বাসায় শেষ এজন্য খাওয়ার পানি দিয়ে কাজ করবে।

IMG_20241111_202742.jpg

এক বুক কষ্ট নিয়ে লিফট এ উঠলাম। আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি পানি শেষ হয়ে যাবে। এখানে আমি যতদিন থেকে আসছি একদিন ও পানির সংকটে পড়িনি।
কি আর করার রুম থেকে দুইটা বোতল নিয়ে নিচে চলে আসলাম খাবার পানি নেওয়ার জন্য।
অতি কষ্টে খাবার পানি দিয়ে রান্না বান্না শেষ করলাম। মেয়েকে গোসল করালাম অন্যান্য কাজ করলাম খুব কষ্টে।

IMG_20241111_203248.jpg

আমি সব সময় আগে বালতি ভরে রাখতাম। কিন্তু পানি দেখলে এখন আমার ভয় করে। কারণ এই পানির জন্য আমার চাচাতো ভাইকে হারিয়েছি। আপনজনকে হারানোর অনুভূতি কেমন সেটা শুধুমাত্র যারা হারিয়েছে তারাই বুঝবে। অবিশ্বাস্য এক ঘটনা কেউ কখনো ভাবতে পারবেনা এত বড় ছেলে পানিতে পরে দুনিয়ার মায়া ত্যাগ করবে। নদীর এপার থেকে ওপারে যাইতে পারতো আমার ভাইটা। চলুন তাহলে বলেই ফেলি কিভাবে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে আমার চাচাতো ভাইটা ।

আমার ভাই একদিন আমার চাচীর সাথে সারাদিন কাজ করছে। কাজ শেষে সন্ধ্যার কিছুটা আগে নদীতে গোসল করতে যায়।তার বন্ধু-বান্ধবদেরও ডাকছে কিন্তু সেদিন আর কেউ যায়নি ওর সাথে। ও একাই গোসল করতে চলে গেছে আর ফেরেনি।

রাত্রিবেলা সবাই খোঁজাখুঁজির পর নদীতে গিয়ে দেখে ও পড়ে আছে পানির ভিতর।এ রকম কোন ঘটনা যেন ও আমার শত্রুর সাথেও না হয় ,,,,, আমার লিখতেই চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। আল্লাহ ওকে জান্নাত বাসী করুক। জানিনা আসলে ওর সাথে কি হয়েছে সেদিন।

IMG_20241111_202930.jpg

আজও রহস্যই রয়ে গেছে। সেই থেকেই আমি পানিকে ভয় পাই পানি দেখলেই আমার ওর কথা মনে পড়ে। কিন্তু আজ পানি না থেকে বুঝতেছি পানির কি মর্ম। পানির অপর নাম জীবন আবার এই পানি হচ্ছে আমার ভাইয়ের মৃত্যুর কারণ।

  • যাই হোক আমাদের সকলের উচিত পানি অপচয় না করা। এতদিন পানির মর্ম বুঝিনি পানি দেখলেই ভয় পেতাম কিন্তু আজ বুঝতেছি পানিছাড়া আসলে আমাদের এক মিনিটও চলবেনা।
    আমার লেখা এখানেই সমাপ্তি করতে চাই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রথমে বলে রাখি আপনার মেয়ের কথা শুনে একটু হাসি পেলো সে হয়তো বা কলিং বেলের শব্দ শুনে দরজার সামনে চলে যাই বাসায় নিত্যনতুন আত্মীয় স্বজনের আশায়। সে চায় তার বাসায় প্রতি দিন নিত্যনতুন আত্মীয়-স্বজন আসুক এবং তাদের সাথে কিছুটা সময় পার করুক।

যাইহোক বাঁচার জন্য আমাদের পানির অনেক প্রয়োজন আবার এই পানি মৃত্যুর জন্যও অনেক ভয়ংকর। এবং একটি বাসায় পানি না থাকলে কতটা সমস্যার মধ্য পড়তে হয় এটা আমি অনুভব করতে পারি। বাসায় পানি না থাকলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যার মুখে পড়ে থাকি। যাইহোক সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

পানির অপর নাম জীবন এটা আপনি একদম ঠিক বলছেন আবার কিছু কিছু সময় এই পানের জন্যই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে যখন অতিরিক্ত বন্যা হয় তখন এগুলো আমরা দেখতে পাই।

আসলে যে কোন জিনিসের সাথে ঘটনা জড়িয়ে থাকলে সেই দিনের যদি আমাদের সামনে পড়ে তখন পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর আর্টিকেল আমাদের উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। পানির অপর নাম জীবন একদম ঠিক কারণ আমরা এক মুহূর্ত পানি ছাড়া থাকতে পারিনা। পানি সারা জীবন ধারণ করা একদম অসম্ভব একটা কাজ। এই পানি দেখে আমার ভয় করে ভাইকে হারিয়ে ফেলার পর থেকে।