আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন। এই সপ্তাহে আপনাদের জন্য কোনো পোস্ট দিতে পারিনি, যা নিয়ে আমি সত্যিই মর্মাহত। শারীরিক অসুস্থতা আর ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে নিজেকে গুছিয়ে উঠতে পারিনি। কিন্তু আজ আমি আপনাদের জন্য একটি গল্প শেয়ার করতে চাই, যা আমার মনের ভেতর লুকানো অনুভূতিগুলো তুলে ধরে।
অনেকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না। গায়ে ভারী ক্লান্তি আর মনের অস্থিরতায় যেন সবকিছু থেমে ছিল। সকাল-বিকেল চেনা রুটিনগুলোও যেন অচেনা মনে হচ্ছিল। এমন সময়ের মধ্যে যে কাজ আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, সেই লেখালেখিও হয়ে পড়েছিল উপেক্ষিত। প্রতিদিন মনে হতো, আজ আপনাদের জন্য গল্প লিখব, কিন্তু সারাদিন শেষে কিচ্ছু ভালো লাগে না।
এক বিকেলে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম, এভাবে আর কতদিন? আমার কি আর আগের মতো লেখার শক্তি ফিরে আসবে না? ঠিক তখনই আমার ছোট্ট মেয়েটা এসে পাশে বসল।
তার মুখে মিষ্টি হাসি, আর ছোট্ট হাতে আমার গালে আলতো স্পর্শ। সে বলল, আম্মু হাসো তো!
মেয়ের মুখের ওই কথা শুনে যেন আমার ভেতরে জমে থাকা মেঘগুলো এক মুহূর্তে সরে গেল। মনে হলো, আমি হাল ছেড়ে দিতে পারি না। আমার মেয়েটা আমাকে যে ভালোবাসা দিয়ে প্রতিদিন অনুপ্রাণিত করে, সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় শক্তি।আমি আবার আপনাদের মাঝে গল্প লেখা শুরু করলাম আমার অনুভূতির কথা। শরীর ক্লান্ত, মন অবসন্ন কিন্তু তবুও জীবন থেমে নেই। প্রতিটা ক্লান্তি, প্রতিটা দুঃখ আমাদের নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।
লিখতে গিয়ে বুঝলাম, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের পেছনে থাকে একটা গল্প। কোনো গল্প সুখের, কোনোটা দুঃখের। কিন্তু প্রতিটি গল্পের মাঝেই থাকে শেখার একটা দিক। লেখালেখি শুধু আমার কাজ নয় এটা আমার মনের আয়না। আমার চিন্তা, আমার কষ্ট, আমার আনন্দ সবকিছু এই আয়নায় প্রতিফলিত হয়।
আজ যখন আপনাদের জন্য লিখছি, মনে হচ্ছে, আমি আবার সেই পুরোনো ভালোবাসার জায়গায় ফিরে এসেছি। শরীর হয়তো পুরোপুরি ভালো হয়ে উঠেনি, কিন্তু মনে নতুন একটা শক্তি কাজ করছে।
আমি জানি, জীবনে এমন মুহূর্ত আসে, যখন আমাদের মনে হয়, আমরা আর এগোতে পারব না। কিন্তু ওই সময়গুলোই আমাদের শক্তি পরীক্ষা করার সময়। আমি চেষ্টা করব, আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে। আমার গল্পগুলো যদি আপনাদের কোনোভাবে অনুপ্রাণিত করতে পারে, তাহলেই আমার এই লেখা সার্থক।আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি এবং আবার আগের মতো প্রাণবন্ত হয়ে ফিরে আসতে পারি।
আমাদের জীবনের প্রতিটা বাধাই একটা নতুন শুরু করার সুযোগ। এই কথাটা নিজের মনে গেঁথে নিয়ে আমি আবার নতুন উদ্যমে সামনে এগোতে চাই।
আজ তাহলে এই পর্যন্তই আমার গল্পটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
ধৈর্যের সাথে এগিয়ে চলুন, সফলতা আপনার সন্নিকটে৷ একটি ব্যস্ততম দিন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার লেখনি অনেক সুন্দর। তবে আপনি যদি মার্কডাউনের সঠিক ব্যবহার করেন তাহলে আপনার পোস্টগুলো আগের তুলনায় আরো আকর্ষণীয় হবে বলে আমি মনে করি।।।
আপনার যদি মার্কডাউন কিংবা এই প্লাটফর্মের যেকোনো বিষয়ে অজানা থাকে, তবে আপনি ডিস্কোর্ডে আমাদের কমিউনিটির অভিজ্ঞদের সাথে কথা বলে জেনে নিতে পারেন৷ ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আমি অবশ্যই চেষ্টা করবো আমার মার্ক ডাউন গুলো আরো সুন্দর এবং সঠিকভাবে ব্যবহার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় অনেক কারণে মন আপসেট থাকবে আর এটা যেন প্রতিটি মানুষের সাথে ঘটে।। একটি মানুষের সবচাইতে আপন তার সন্তান আর এই সন্তানে যখন এসে আলতো ছোঁয়া দিয়ে হাসতে বলে তখন কি আর না হেসে থাকা যায়।।
আমারও মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে না।। কিন্তু সব সময় তার মনের কথা শোনা যায় না তাই মনের বিরুদ্ধে যেও অনেক সময় অনেক কিছু করতে হয়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit