- আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করে আজকের গল্পটি।
আমার জীবনের গল্প শুরু হয় এক ছোট গ্রাম থেকে, যেখানে আকাশ ছিল মেঘে ঢাকা এবং জীবন ছিল সাদামাটা। আমাদের পরিবার ছিল খুব সাধারণ, যেখানে বাবা ছিলেন এক ছোট ব্যবসায়ী এবং মা ছিলেন একজন গৃহিনী। গ্রামটির মাটিতে নানা ধরনের ফসল ফলানো হতো, এবং পুরো পরিবেশটাই ছিল শান্ত ও নিরিবিলি। তবে সেই শান্ত পরিবেশে অনেক কিছুই ছিল অসম্পূর্ণ। আমাদের ঘরটি ছিল ছোট, আর খাবারটাও কখনো কখনো কম ছিল। তবুও, কিছু ছিল যা আমাকে প্রতিদিন জীবনকে নতুনভাবে দেখার শক্তি দিত আমার মা-বাবার ভালোবাসা এবং তাদের চেষ্টার জন্যে জীবনটা কিছুটা হলেও উজ্জ্বল ছিল।
ছোটবেলা থেকে আমি খুব সচেতন ছিলাম, বুঝতাম যে, আমাদের পরিবার অন্যান্য পরিবারের তুলনায় কিছুটা পিছিয়ে। তবে, কখনোই আমি মনে করতাম না যে, এটি আমাকে থামিয়ে দেবে। গ্রামের মেয়ে হিসেবে সবসময় বুঝতাম যে, আমাদের সংগ্রামটা অনেক বড়, কিন্তু সেই সংগ্রামকে তবুও আমাদের জীবনকে এগিয়ে নিতে হবে। সেই সময় আমার মায়ের বলা একটি কথাই আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল যেখানে অন্ধকার, সেখানেই আলো খুঁজে নিতে হয়। আমি জানতাম, আমাদের জীবনে যদি কখনো উন্নতি আসে, তবে তা আমাদের নিজের চেষ্টার ফলেই আসবে।
স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই আমি বুঝতে পারি, আমার পরিস্থিতি অন্যদের চেয়ে আলাদা। আমাদের স্কুল ছিল গ্রামের শেষপ্রান্তে, যেখানে শিক্ষকদের আগ্রহ কম এবং সঠিক উপকরণের অভাব ছিল। অনেক সময় এক ক্লাসরুমে বহু ছাত্র-ছাত্রী পড়ত, আর আমার তো এমনকি একটা ভালো স্কুলব্যাগও ছিল না। একদিন, স্কুলে যাওয়ার পথে একটি সহপাঠী আমাকে হাস্যকরভাবে বলেছিল, তুমি তো দারিদ্র্যের এক নম্বর উদাহরণ। এই কথা শুনে প্রথমে খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম, আচ্ছা, এই দুঃখকে যদি আমি শক্তিতে পরিণত করতে পারি, তবে হয়তো একদিন এগিয়ে যাবো।
স্কুলের পড়াশোনা, দারিদ্র্য এবং সামাজিক চাপের মধ্যে আমি পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। মায়ের কাছ থেকে শিখেছিলাম, পড়াশোনা তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাই আমি পড়াশোনায় মনোযোগ দিলাম। একসময় যখন আমি ক্লাসে প্রথম হতে শুরু করি, তখন সহপাঠীরা আমাকে আরো শ্রদ্ধা করতে শুরু করল। কিন্তু আমি জানতাম, কেবল পড়াশোনা করা জীবনকে পূর্ণতা দেবে না। আমি জানতাম, জীবনে কিছু করতে হলে, শুধু ভালো ছাত্রী হওয়া যথেষ্ট নয়, কিছুটা সাহস, কিছুটা উদ্যম এবং একটি দৃঢ় ইচ্ছাও প্রয়োজন।
কলেজে ভর্তি হওয়ার পরও নানা সমস্যা চলতে থাকে। কিন্তু একদিকে যেমন আমি জীবনের অন্ধকার পথ পাড়ি দিয়েছি, তেমনি আমি কখনোই আশা হারাইনি। আর এই সময় আমি উপলব্ধি করলাম যে, জীবনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে, শুধু নিজের বিশ্বাস আর প্রচেষ্টা প্রয়োজন। কলেজে পড়ার সময়, আমি একই সঙ্গে একটি ক্যাফেতে কাজ করতে শুরু করি। অনেক রাত কাজ করতাম, পড়াশোনাও করতাম, আর কখনো ভাবতাম না যে আমি এভাবে আমার জীবনের অন্ধকার দূর করতে পারব। তবে আমি জানতাম, একদিন সেই অন্ধকারের মাঝে আমি আলোর সন্ধান পাবো।
এই আলোর সন্ধান আমি হঠাৎ করে একদিন পেলাম আমার হাজব্যান্ড কে পেয়ে। জীবনে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আমি জানতাম, যে জীবন আমি চেয়েছি, সেটি সোজা পথ নয়। কিন্তু, আমি কোনো দিন হার মানিনি। আমার মা-বাবার দেওয়া শিক্ষা, বিয়ের পর আমার হাজবেন্ডের উৎসাহ এবং সাহায্য আর আমার নিজের অভ্যন্তরীণ শক্তি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।আজও আমি সংগ্রাম করেই যাচ্ছি চাকরির চেষ্টা করেই যাচ্ছি সাথে আমার হাজবেন্ড আমাকে সহযোগিতা করতেছে। আশা করি সবকিছু সামলে খুব শিগগিরই একটা চাকরি পেয়ে যাব সবাই আমার জন্য দোয়া করবেন।
জীবন থেকে বড় একটি শিক্ষা নেওয়া।জীবনে যখন আপনি কিছু করতে চান, তখন সংগ্রামটাই বড় হয়ে ওঠে। তবে সংগ্রামের মধ্যেও আপনি নিজের জন্য একটি আলোর রাস্তা খুঁজে পান, এবং সেই আলোই আপনাকে এগিয়ে নিয়ে যায়।আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল অন্ধকারের মাঝে আলোর খোঁজ করা। সেটা হতে পারে পড়াশোনা, কঠোর পরিশ্রম, কিংবা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবনকে নতুনভাবে দেখা। জীবনে যতই বাধা আসুক, কোনো কিছুই আমাদের আশার আলো চুরি করতে পারবে না। আমার মা-বাবার ভালোবাসা, তাদের শিক্ষাগুলো আমার জীবনে সেই আলো হয়ে উঠেছিল। সেই সাথে আমার হাজবেন্ডের উৎসাহ। আজ আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে।
আজ, যখন আমি অনেকটাই সফলের কাছাকাছি। এখনও প্রতিদিন আমি সেই ছোট্ট গ্রামটিকে মনে করি, যেখানে আমি জন্মেছিলাম, যেখানে আমি প্রথমবার জীবনকে বোঝার চেষ্টা করেছিলাম। আমি জানি, আমার জীবন এক দিনের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছাবেনা, বরং প্রতিদিনের সংগ্রামে, প্রতিদিনের ছোট ছোট জয়েই আমি আলোর সন্ধান পেয়ে যাবো ইনশাআল্লাহ।
- আজকে আমি জানি,জীবনকে সম্মান করা মানে হলো,সংগ্রাম করেই আলোর দিকে এগিয়ে যাওয়া। আমার এই জীবনের সংগ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আপনার পোস্টটি পড়ে, আপনার অতীত কালের অনেক কিছুই জানতে পেরেছি। জেনে অনেক ভালো লাগলো আপনি অনেক মেধাবী ছাত্রী ছিলেন । আপনার অতীতের সে কষ্টগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, অতীতকে কখনো ভুলতে হয় না ।আর অতীতকে কখনো লুকাইতে হয় না ,তাতে সম্মান হানি হয় না, সম্মান আরো বেড়ে যায়। আপনার পোস্টটি পড়ে আপনার প্রতি সম্মান আরো বেড়ে গেলো।
আপনার উপরে যে কথাগুলো আন্টি আপনাকে বলেছে এই কথাগুলো অনেক মূল্যবান।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit