আপু আপনার পোস্ট পড়ে সত্যিই খুব ভালো লাগলো। ডিসেম্বর মাসের প্রতি আপনার ভালোবাসা আর ছোটবেলার স্মৃতিগুলো এমন সুন্দরভাবে শেয়ার করেছেন যে, পড়তে গিয়ে আমারও নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল।
জন্মদিন নিয়ে আপনার উত্তেজনা আর ভালো লাগার অনুভূতি একদম হৃদয়গ্রাহী। প্রত্যেক বছরের এই বিশেষ দিনগুলো আমাদের জীবনে সত্যিই ভীষণ আনন্দের। আর বাবার জন্মদিনের মতো মধুর মুহূর্তগুলোও আপনার ডিসেম্বর মাসকে আরও বেশি বিশেষ করে তুলেছে।
মিশনারি স্কুলের স্মৃতি, বড়দিনের আনন্দ, আর ডিসিপ্লিনের শিক্ষা সব কিছু মিলিয়ে আপনার শৈশবের ডিসেম্বর সত্যিই অনন্য ছিল। আর এবারের পরীক্ষা দেওয়ার দিনগুলো, চাপের মধ্যেও বন্ধুদের সাথে মজা করে কাটানো সময়গুলো জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে।
পোস্টের ছবিগুলোও খুব সুন্দর।আপনার পরীক্ষার অভিজ্ঞতা এবং ছোটবেলার আনন্দময় স্মৃতিগুলো এত সুন্দরভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল জন্মদিনে অগ্রীম শুভেচ্ছাও জানিয়ে রাখছি।