আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো! আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং সময়ের মূল্য দেওয়ার যে চিন্তাভাবনা, তা সত্যিই প্রশংসনীয়। আপনি যেভাবে প্রতিদিনের কাজগুলি সুচিন্তিতভাবে সামলান এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করেন, তা অনেকের জন্য প্রেরণাদায়ক। খিচুড়ি তৈরি এবং অন্যান্য রান্নার সময় আপনার সময় ব্যবস্থাপনা খুবই সন্তোষজনক।
আপনার বিশ্বাসটি যে, একটা মানুষ চাইলে সব পারে, যদি তার ইচ্ছাশক্তিতে জোর থাকে, তা সত্যিই শক্তিশালী। আমি পুরোপুরি একমত যে, সময়ের মূল্য দেওয়া আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান এনে দিতে পারে। আশা করি, আপনি আরও অনেক সুন্দর কাজের উদাহরণ দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ আপনার এই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
@samima1 আসলে আমরা প্রত্যেকেই ব্যক্তি হিসেবে পৃথক এবং আমাদের বেড়ে ওঠার পরিবেশ তথা শিক্ষাও ভিন্ন।
তাই হয়তো আমাদের কাজের ধরনে তার প্রভাব সুস্পষ্ট।
আমি শুধু ভাবী না, আর লাভ লোকসানের হিসেব কষে কাজ কোনোদিন করিনি।
পড়াশুনা থেকে চাকরি এবং এখানেও যতদিন কাজ করছি সবটাই আন্তরিকতা সহ শেখার আগ্রহ নিয়ে।
দায়িত্ববোধ থেকে যেগুলো করবার সেটাও করে চলেছি, সেটা ব্যক্তি জীবন হোক অথবা কর্ম জীবন।
কি পেলাম? অন্যেরা অনেক পাচ্ছে, আমি পাচ্ছি না! এগুলো নিয়ে কোনোদিন ভাবিনি, বরঞ্চ আমার কোথায় নিজেকে উন্নত করবার প্রয়োজন সেটাই মূল লক্ষ্য হিসেবে দেখে থাকি।
আপনি নতুন, কথাগুলো হয়তো বুঝতে অথবা মানতে অসুবিধা হতে পারে, কিন্তু যারা আমার সাথে সুদীর্ঘ্য পথ পাড়ি দিয়েছেন তারা জানেন, আমার কথাগুলোর মধ্যের সত্যতা।
ভালো থাকবেন! নমস্কার!🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit