কুয়াশায় ঢাকা পুরো শহর

in hive-120823 •  24 days ago 
  • আজ সকাল থেকে শহরটা একেবারে বদলে গেছে। চারপাশে ঘন কুয়াশা, শীতের তীব্রতা যেন সবকিছু মুছে দিয়েছে।আমার অনেক সকালে ঘুম ভেঙ্গে যায় আমি জানালা তাকিয়ে দেখি বাইরে একদম কিচ্ছু দেখা যাচ্ছেনা। এবং ঠান্ডার প্রবণতা ও খুব বেশি তাই আবারও ঘুমিয়ে পড়লাম। কারণ এত সকালে আমি উঠে পড়লে সাথে সাথে আমার মেয়ে উঠে পড়বে তাই আমিও ওর সাথে ঘুমিয়ে পড়লাম। আজ যেহেতু আমার হাজবেন্ডের সরকারি ছুটির দিন। দেরিতে উঠলেও সমস্যা নাই। বেশ কয়েক ঘন্টা ঘুমালাম।তারপর ঘুম থেকে উঠে জানালার পাশ দিয়ে তাকালাম ধূসর সাদা কুয়াশা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না।

IMG_20241225_140210.jpg

আজ একটু অন্যরকম লাগতিছে। বাসার মধ্যে কিছুটা আলাদা অনুভূতি, একটু শান্তি আর একসাথে সময় কাটানোর ভাবনা।ঘরটা যেন একটু বেশি নিস্তব্ধ ছিল। হালকা স্নিগ্ধ শীতের মধ্যে শুয়ে থাকা আমার মেয়ে এখনও গভীর ঘুমে ছিল। তার ছোট ছোট নিঃশ্বাসের শব্দ শুনতে খুব ভাল লাগছিল। আমি উঠে গিয়ে কিছুটা সময় শুধু তাকিয়ে রইলাম তার দিকে, তার শান্ত সুরেলা ঘুম দেখে। মনে পড়লো, ছোটবেলায় আমি যখন এমন করে ঘুমাতাম, তখন হয়তো মা আর বাবা আমাকে দেখতেন ঠিক একইভাবে। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো এমনই, যখন কিছু ভাবনাহীন শান্তির সময় কেবল আপনার কাছে থাকে।

আমার হাজবেন্ডও আজ ঘুম থেকে একটু দেরি করে উঠেছিল। সরকারি ছুটি মানে একধরনের ছুটি, তবে অফিসের কাজের চাপ এবং সংসারের দৈনন্দিন দায়িত্বগুলো তাকে কখনও থামতে দেয় না। তবে আজ সে ছিল বেশ নিশ্চিন্ত, আজ অফিসের কোনো চাপ নেই। একে অপরকে দেখে মনে হচ্ছিল, আজ কিছুটা সময় একসাথে কাটানো উচিত। ছুটির দিন, আর কুয়াশার মধ্যে সবকিছু যেন এক ধরনের শান্তির অনুভূতি এনে দিচ্ছে।তবে শহরের সকালটা একটু আলাদা ছিল। বাসার জানালা দিয়ে বাইরে তাকালে, রাস্তাগুলো একেবারে হারিয়ে গেছে।

IMG_20241225_140228.jpg

মেঘলা আকাশ, মাটি পর্যন্ত এসে দাঁড়িয়ে থাকা কুয়াশা, আর তাতে ভেসে চলা কিছু মানুষ। তাদের পায়ের শব্দও যেন ঠিকভাবে শোনা যাচ্ছিল না। গাড়ি চলে যাচ্ছিল, তবে হেডলাইটের আলো কুয়াশার মধ্যে ম্লান হয়ে যাচ্ছিল। এমন সময়ে বাইরে যাওয়ার কোনো তাড়াহুড়া ছিল না, তাই আমরা বাসাতেই কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম।আমার হাজবেন্ড বলল, আজ কিছুটা বিশ্রাম নেওয়া যাক। কুয়াশার মধ্যে শহরটা এমন লাগছে, যেন সবকিছু থেমে গেছে। মনে হচ্ছে, ঘর থেকে বের হয়ে কিছু করা ঠিক হবে না।

আমি তাকে জানালাম যে, আজকের দিনটা আমাদের সবার জন্য একটু নির্জনতা এবং একসাথে কাটানোর ভালো সময় হবে।এদিকে, আমার মেয়ে হঠাৎ ঘুম থেকে উঠে পড়ল, ছোট্ট হাতে চোখ মুছতে মুছতে আমাকে ডাকল। আম্মু, কেমন লাগছে বাইরে?সে জানালার দিকে তাকিয়ে প্রশ্ন করল। আমি হাসি দিয়ে বললাম, বাহ, বাইরের পৃথিবী আজ অনেক সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে, সবকিছু যেন একটা সাদা পর্দার আড়ালে চলে গেছে। মেয়ে আমার খুশি হয়ে বলল, আম্মু, আমি বাইরে গিয়ে খেলবো। আমি তাকে বুঝিয়ে বললাম, এত কুয়াশা, বাইরে খেলতে গিয়ে তো ভালো লাগবে না। তুমিই থাকো, তোমার খেলনা নিয়ে কিছু সময় আমরা সবাই মিলে একসাথে কাটাবো।

IMG_20241225_140247.jpg

আজকের দিনটা যেন পরিবারের জন্য এক দারুণ সুযোগ হয়ে দাঁড়াল। কুয়াশার মধ্যে ঘরবন্দী থাকা, বাইরে যাওয়ার তাড়াহুড়া না করা, এসব মিলিয়ে দিনটা যেন কিছুটা অন্যরকম ছিল। তবে দিনের সঠিক শুরুটা হয়ে গেল আমরা সবাই মিলে বসে ব্রেকফাস্ট করলাম। জানালার পাশে বসে আমরা সকালের নাশতা খেতে খেতে কুয়াশার সাদা পর্দার মাঝে শহরটাকে দেখছিলাম। এই মুহূর্তগুলো, এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমাদের জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকে।

দুপুরের দিকে, বাইরে বের হওয়ার ইচ্ছা হয়েছিল। তবে কুয়াশার কারণে রাস্তায় যে কী পরিস্থিতি, তাও জানতাম না। তাই আমরা একটু ঝপঝপে খাওয়া শেষ করেই বাসার মধ্যে আমাদের কাজের কথোপকথন শুরু করলাম। আজকের দিনটা শুধুই নিজেদের জন্য ছিল কেউ টিভি দেখছিল, কেউ বই পড়ছিল, আবার কেউ গা-গরম করতে কফি বানাচ্ছিল। এমন দিনগুলো খুব কমই আসে, যখন আপনি নিজের পরিবারকে পুরোপুরি সময় দিতে পারেন, যখন কিছু কাজের চিন্তা মাথায় ঢুকতে না দিয়ে স্নিগ্ধতা ও শান্তির মধ্যে কাটানো যায়।

IMG_20241225_140309.jpg

  • অবশেষে, বিকেলের দিকে যখন একটু সূর্য ঢেউয়ের মতো উঠে আসল, কুয়াশা একটু সরে যাওয়ার চেষ্টা করল। বাইরে থেকে কিছু মানুষ আসতে শুরু করেছে, তবে এখনো দূরত্ব ছিল। চারপাশে শান্তি আর নিঃশব্দে ভরা একটা অদ্ভুত মনোরম পরিবেশ তৈরি হয়েছিল। কিছুটা সময় পরিবারের সবাই একসাথে কাটিয়ে রাস্তায় একটু ঘুরে আসতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
    কুয়াশায় ঢাকা পুরো শহরের মাঝে, বাড়ির শান্ত পরিবেশে আজকের দিনটা যেন এক বিশেষ স্মৃতি হয়ে রইল। শীত, কুয়াশা, আর পরিবারের একসাথে কাটানো সময়, সবকিছু মিলিয়ে এই দিনটা আমাদের জীবনে এমন এক সুন্দর উপহার হয়ে রইল, যা কখনো ভোলা যাবে না।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে সকাল বেলা থেকেই, মেঘলা আকাশ, ও কুয়াশায় ছিল। চারোদিকে রোদের কোন চিহ্ন ছিল না। আপনার পোস্টটি পরে জানতে পারলাম। আজকে সারাটা দিন আপনি পরিবারের সাথে খুব আনন্দ মুহূর্তগুলো উপভোগ করেছেন,জেনে খুব ভালই লাগেলো, আমি মনে করি, এই দিনটি আরেকটু ভালো হতো যদি ভাইয়াকে নিয়ে বিকালবেলা ঘুরতে বের হতেন। মনে কষ্ট নিবেন না আপু , আমি হয়তোবা একটু বেশি বলে ফেলেছি তার জন্য দুঃখিত। আপনার পোস্টে পড়ে অনেক ভালো লাগলো, আমি দোয়া করি এই ভাবে যেন সব সময় হাসি খুশি আনন্দ বিনোদন মাঝে থাকেন । ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

merry-christmas-images-christmas.gif

Your comment is Curated by : @stef1

Merry Christmas 🎁 💕💕

Loading...
  ·  24 days ago (edited)

সকাল বেলার দিকে এখন কুয়াশার যতটা দেখতে পাচ্ছি তার থেকে বেশি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। শীতকাল এরকম মেঘলা আকাশ দেখলে আমার ভীষণ মাথা গরম হয়ে যায়। কুয়াশা চারিদিকে দেখলে মনটা ভরে ওঠে। কারণ আমার শীতকাল খুব পছন্দের। কুয়াশা ঢাকা পুরো শহরের ছবিটা আপনি খুব সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ছুটির দিন আর কুয়াশার মেশানো শান্তির দিনটিকে আমাদের সামনে এত সুন্দর করে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

শীতের সকালে পুরো শহর দেখতে অনেক ভালো লাগে ৷ তার পাশাপাশি শহরের বাড়ি ঘর গুলো দেখতে আরো অসম্ভব সুন্দর লাগে ৷ তারপর আজকে কুয়াশার জন্য পরিবারের সাথে সময় কাটিয়েছেন জেনে বেশ ভালো লাগলো ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

TEAM 6: Quest Team

merry-christmas-images-christmas.gif


I hope today will be better day with clear sky and you would be able to enjoy outside :)

Curated by : @stef1

Thank you so much @stef1 sir