কৃষকের ঘাম আমাদের স্বস্তি

in hive-120823 •  18 days ago 

আসসালামু আলাইকুম

  • কেমন আছেন সবাই?আশা করি, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সঙ্গে একটি ছোট গল্প শেয়ার করতে চাই, যা আমাদের প্রতিদিনের জীবনের খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিশেষ করে যাদের সংসারের বাজার-সদাইয়ের দায়িত্ব আছে, তারা নিশ্চিতভাবে এই গল্পের সঙ্গে একাত্মতা অনুভব করবেন। আমাদের প্রতিদিনের খাবারের টেবিলের সবজি, যা একদিকে আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, অন্যদিকে তা সংসারের খরচের হিসাবেও বড় প্রভাব ফেলে।

IMG_20241230_221645.jpg

গল্পটি আমার স্বামীকে কেন্দ্র করে, যিনি সবসময় পরিবারকে ভালো রাখার জন্য চেষ্টা করেন। তবে তার চিন্তায় শুধু আমাদের পরিবারের স্বার্থ নয়, সমাজের মানুষদের কল্যাণের কথাও থাকে। চলুন, গল্পের শুরুতেই নিয়ে যাই আপনাদের শহরের সেই বাজারে, যেখানে কিছুদিন আগেও সবজির দাম ছিল আকাশছোঁয়া।আমার স্বামী একজন কর্মজীবী মানুষ। প্রতিদিন সকালে কাজের জন্য বেরিয়ে যান, আর দুপুরের দিকে বাসায় ফিরে আসেন। তার দিন শুরু হয় অফিসের বসেই পত্রিকা দেখার পর থেকে। তবে সাম্প্রতিক সময়ে পত্রিকার একটি বিষয় তাকে বেশ চিন্তায় ফেলেছে সবজির দাম।কিছুদিন আগেও বাজারে সবজির দাম এতটাই বেশি ছিল যে আমাদের মাসিক বাজেটে প্রভাব পড়তে শুরু করেছিল। আমি প্রতিদিন বাজারের তালিকা করতে গিয়ে ভেবেই পায় না, কোনটা কিনব আর কোনটা বাদ দেব। শিম, বেগুন, মুলা, টমেটো,এমনকি সাধারণ আলুর দামও আকাশচুম্বী।

IMG_20241230_221702.jpg

আমার স্বামী এসব নিয়ে খুব মন খারাপ করতেন। বাজার থেকে ফিরে এসে বলতেন, এভাবে চললে তো মাসের শেষে বাকি দিতে হবে।একদিন আমি তাকে বললাম, তুমি নিজে গিয়ে একদিন বাজার করো, দেখো কেমন লাগে।সেই দিন তিনি নিজে শহরের বাজারে গেলেন। ভিড় ঠেলে বাজারে ঢুকে দেখলেন, মানুষজন পেঁয়াজ, টমেটো আর শাকসবজির দাম নিয়ে কতটা হতাশ। দোকানদারদের সঙ্গে দর কষাকষি করলেও খুব একটা লাভ হচ্ছিল না। বাজার থেকে ফিরে এসে তিনি বললেন, সত্যি, অবস্থা খারাপ। এই দাম দিয়ে সবজি কিনতে হলে তো ঘরে রান্নাই বন্ধ করতে হবে।

IMG_20241230_221714.jpg

কিছুদিন এভাবেই চলছিল। এর মধ্যে হঠাৎ একদিন বাজার থেকে ফিরে এসে তিনি খুশির মুখে বললেন, তোমাকে একটা ভালো খবর দেই। বাজারে আজ সবজির দাম অনেক কম। শিম আর বেগুন মাত্র অর্ধেক দামে পেয়ে গেলাম।" আমি অবাক হয়ে জানতে চাইলাম, এমন হঠাৎ কমে গেল কীভাবে?তিনি পত্রিকা বের করে আমাকে দেখালেন। সেখানে লেখা, শীতকাল হওয়ায় মাঠে সবজির চাষ বেড়েছে। শীতকালে শাকসবজির ফলন স্বাভাবিকভাবেই বেশি হয়। কৃষকেরা মাঠে প্রচুর পরিমাণে শিম, মুলা, গাজর, বাঁধাকপি, আর টমেটোর চাষ করছেন। যে কারণে বাজারে সরবরাহ বাড়ছে এবং দাম কমে যাচ্ছে।আমার স্বামী তখন বললেন, তোমাকে বলেছিলাম না, প্রকৃতি আমাদের দুঃসময়ে সাহায্য করে। শীতকাল আসার সাথে সাথে মাঠে যে এত ফলন হয়, সেটাই আমাদের জন্য আশীর্বাদ।

IMG_20241230_221722.jpg

এরপর তিনি বললেন, চলো, আজ একটু বেশি করে সবজি কিনি। দাম কম থাকলে কিছু সংরক্ষণ করে রাখা যাবে। আমি তার পরিকল্পনাতে রাজি হলাম। আমাদের ফ্রিজের একটি পুরো তাকে শিম, মুলা, আর বাঁধাকপি দিয়ে ভর্তি করলাম।তবে এ ঘটনার আরেকটি দিক নিয়েও তিনি চিন্তা করলেন। তিনি বললেন, কৃষকেরা যদি ন্যায্যমূল্য না পায়, তাহলে তাদের জন্য সমস্যা হতে পারে। আমরা যদি সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে পারতাম, তাহলে দুই পক্ষেরই উপকার হতো।আমি তার চিন্তাধারার প্রশংসা করলাম।কিছুদিন পর আমরা দুজনে মিলে একটি গ্রামের হাটে যাওয়ার পরিকল্পনা করলাম। সেখানে গিয়ে দেখলাম, আসলেই কৃষকেরা কম দামে সবজি বিক্রি করছেন। শহরের বাজারের তুলনায় এখানে দাম আরও কম। আমার স্বামী তখন বললেন, এই কারণেই শহরের বাজারে দাম এতটা কমে গেছে। গ্রাম থেকে প্রচুর সবজি আসছে, আর তার ফলেই শহরের বাজারে সরবরাহ বেড়ে গেছে।

IMG_20241230_221733.jpg

গ্রামের পরিবেশ দেখে আমরা মুগ্ধ হলাম। সবজি ক্ষেতের পাশে দাঁড়িয়ে আমার স্বামী বললেন, তোমাকে আরেকটি কথা বলি। শীতকালে এমন সময়গুলো আমাদের বুঝিয়ে দেয়, আমরা প্রকৃতির ওপর কতটা নির্ভরশীল। যদি সঠিক সময়ে সঠিক ফলন না হতো, তাহলে এখনো হয়তো আমাদের জন্য বাজারের সবজি কেনা কঠিন হতো।আমি তার কথার সাথে একমত হলাম। আমরা সেদিন গ্রামের কৃষকদের কাছ থেকে কিছু শাকসবজি কিনে আনলাম। শহরে ফিরে এসে তিনি বেশ খুশি মনে বললেন, এবার মনে হচ্ছে আমাদের খাওয়ার খরচ কিছুটা হলেও কমে যাবে।আমার স্বামী শুধু একজন বাজার ক্রেতা নন,তিনি একজন চিন্তাশীল মানুষ। সবজির দাম কমে যাওয়াতে তিনি যেমন খুশি, তেমনই তিনি কৃষকদের ভবিষ্যৎ নিয়েও ভাবেন। তার এই ব্যস্ত জীবনের মধ্যেও পরিবার আর সমাজের প্রতি তার এই দৃষ্টিভঙ্গি আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে।

  • যাইহোক আজ এ পর্যন্তই কেমন হয়েছে আমার বাস্তব জীবনের গল্পটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

শীতকালে সমস্ত নতুন নতুন সবজি বাজারে ওঠার সময় সবজির দাম একটু বেশি হয়। আবারো ধীরে ধীরে সমস্ত সবজির দাম কমতে থাকে। তবে শীতকালীন সমস্ত সবজি খেতেই ভীষণ ভালো লাগে। আপনার স্বামী ব্যস্ততার মধ্যে দিয়েও সমাজের প্রতি খেয়াল রাখে এটা জেনে খুবই ভালো লাগলো। কারণ আজকালকার দিনে এইসব দিকে তাকানোর মানুষের একদমই সময় নেই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...

এটা একেবারেই ঠিক বেশ কিছুদিন ধরেই সবজির দাম এত পরিমানে বেড়েছে, যেটা বলে বোঝানো সম্ভব না।। আসলে গ্রাম অঞ্চলে যারা থাকে তারা মোটামুটি স্বচ্ছল অবস্থায় চলার জন্য নিজেরাই সবজি বাগান করে থাকে। যেটা আমার শ্বশুর মশায় ও করে থাকে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

তবে শীতের সময়ের কারণে সবজির আবাদ অনেক বেশি বেড়ে গিয়েছে আর বিশেষ করে সবজির দাম বেড়ে যাওয়ার একটাই কারণ। সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ার কারণে আসলে তারা যে সবজি রোপন করেছিল, সবকিছুই নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ চমৎকার বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

নতুন বছরের শুভেচ্ছা রইল। আপনার কথাটা একদমই সত্য কৃষকের ঘাম আমাদের স্বস্তি। কেননা এই কৃষক আছে বলেই আমরা সতেজ শাকসবজি খেতে পারছি। বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমরা সতেজ শাকসবজি, তরকারি পাইনা। এবং তারা কৃষকদের কাছ থেকে অল্প দামে সবজি ক্রয় করে ছড়া দামে বাজারে বিক্রি করে। এতে দিন দিন কৃষকের অনেক ক্ষতি হচ্ছে।

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।