হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম ও আদাব। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আর ভালো আছি বলেই আজ আপনাদের মাঝে পোস্ট উপস্থাপন করার জন্য চলে আসলাম।
আমার মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে।আজ আমার মেয়ের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান উদযাপিত হয়েছে। আর সেই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আমার মেয়ে দলীয় নৃত্য পরিবেশন করেছে।
আমি তার অভিভাবক হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আর সেই অনুষ্ঠানের কাটানো সময়টুকু আপনাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্যই আজ আমার এই পোস্ট। আর ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার একমাত্র রাজকন্যা।
আর এই হচ্ছে আমার একমাত্র রাজপুত্র। তার আপির নৃত্য দেখার জন্য সে সকাল থেকেই বায়না করছিল আমাদের সাথে স্কুলে যাওয়ার জন্য। তাই রাজপুত্রকে নিয়ে রাজকন্যার স্কুলে গিয়ে পৌঁছালাম।
স্কুলের সামনে প্রবেশের গেটটি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে স্কুল কর্তৃপক্ষ। শুধু স্কুলের গেট নয় পুরো স্কুল তারা বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল ও কার্পেট দিয়ে সাজিয়ে রেখেছে। আজ যেন পুরো স্কুলটি নতুন রূপে সেজে উঠেছে।
আমার মেয়ে দেশের একটি গানে দলীয় নৃত্য পরিবেশন করেছে। আর এই নৃত্যে অংশগ্রহণ করেছে মোট ১৪ জন ছাত্রী। আমরা যখন স্কুলে পৌঁছেছি তখন পর্যন্ত প্রধান অতিথি এসে পৌঁছায়নি। তাই যতক্ষণ প্রধান অতিথি আসেনি ততক্ষণে আমরা বেশ কয়েকটি ছবি তুলে নিলাম, স্মৃতি হিসেবে রেখে দেয়ার জন্য।
দলীয় নৃত্যে যারা অংশগ্রহণ করেছে তাদের একাংশ এই ছবিতে দেখতে পাচ্ছেন। এখানে আমার মেয়ের সাথে তার বান্ধবী ও বড় আপুরাও রয়েছে। তারা তাদের নৃত্যকে ভালোভাবে পরিবেশন করার জন্য বিভিন্ন আলাপ-আলোচনা করছিল। আর এরই মাঝে আমি তাদের একটি ছবি তুলে নিয়েছি।
এখানে আমার মেয়ের সাথে তার বড় ফুপিকে দেখতে পাচ্ছেন। আমার মেয়ের নৃত্য দেখার জন্য তিনিও আমাদের সাথে স্কুলে গিয়েছেন। আমার মেয়েও তার ফুপিকে নৃত্য দেখার জন্য বারংবার স্কুলে ডেকেছে। তার ভাতিজির কথা রক্ষা করার জন্য তার ফুপিও সানন্দে আমাদের সাথে স্কুলে গিয়েছে।
আমার মেয়ের সাথে যখন ছবিগুলো তুলছিলাম তখন আমার ফেলে আসা স্কুল জীবনের কথা ভীষণ রকম মনে পড়ছিল। এরকম ক্রীড়া প্রতিযোগিতায় নৃত্য পরিবেশন সহ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন রকম প্রাইজ জিতেছিলাম।
তার কিছু কিছু প্রাইজ এখনো আমার বাসায় আছে। আর আজ যখন আমার মেয়ের স্কুলের অনুষ্ঠান দেখছিলাম, তখন আমার ফেলে আসা দিনগুলোকে খুব মিস করছিলাম।
আমার মেয়ে যখন নৃত্য পরিবেশন শেষ করে এসেছে, তখন বাড়ি ফিরে আসার সময় আমার ছেলে ও মেয়ের সাথে একটি ছবি তুলেছি। কিন্তু বরাবরের মত আমার ছেলে এখানেও হাওয়ায় মিঠাই খেতে ভীষণ ব্যস্ত। আজ আপনাদের মাঝে আমার মেয়ের দলীয়নৃত্য উপস্থাপন করলাম না। আগামী পর্বে ভিডিওর মাধ্যমে নৃত্যটি উপস্থাপন করার চেষ্টা করব। আজ আর নয়, দেখা হবে আগামী পর্বে।
Curated by - @juichi
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit