ছোট্ট পরিসরে বিয়ের আয়োজন || পর্ব - ১

in hive-120823 •  2 years ago 
" আজ মঙ্গলবার - ১৪ই চৈত্র - ১৪২৯ বঙ্গাব্দ, ২৮মার্চ - ২০২৩ সাল "

হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ও আদাব। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুব খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুব ভালো আছি। আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আর আজকের পোষ্ট উপস্থাপন করব, ছোট্ট পরিসরে আমার ভাতিজির বিয়ের অনুষ্ঠান নিয়ে।

IMG20230315190805.jpg

এই তো কিছুদিন আগে আমার ভাতিজির বিয়ে হয়েছে একদম ছোট্ট পরিসরে। যদিওবা বিয়েটা খুবই ঘনঘটা করে দেয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ছেলেপক্ষের জোর জবরদস্তির কারণে তড়িৎগতিতে বিয়েটা সম্পন্ন করতে হয়েছে। তবুও এরই মধ্যে মেয়ে পক্ষ যতোটুকু পেরেছে, তাদের সাধ্যমত চেষ্টা করেছে বিয়েটা ভালোভাবে সম্পন্ন করার।

তবে যতই সাধ্যমত চেষ্টা করুক না কেন বিয়ে বলে কথা কোন না কোন খামতি থেকেই যায়। তড়িৎ গতিতে বিয়েটা সম্পন্ন করতে গিয়ে মেয়ের বাবা তার এক আত্মীয়কে দাওয়াত না দেওয়ার কারণে এখন পর্যন্ত মন খারাপ করে রয়েছে। আমি এই ব্যাপারটি অনেক বিয়েতে লক্ষ্য করেছি, বিয়ে বাড়িতে এরকম দুই একজন থাকে যারা হয়তো দাওয়াত পায় না এবং পরবর্তীতে সেই না পাওয়াকে ইস্যু করে অনেক গন্ডগোল করে ফেলে।

IMG_20230328_023015.jpg

যেদিন বিয়েটি সম্পন্ন হয়েছিল সেদিন আমি স্কুল থেকে ছুটি পাইনি। কেননা একজন শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে ছিল, আর একজন শিক্ষক ভীষণ অসুস্থ ছিল, যার কারণে আমার ছুটি মঞ্জুর হয়নি। তাই বিকেলে এসে বিয়েতে যোগদান করেছিলাম। ততক্ষণে দেখি বউ বিউটি পার্লার থেকে খুব সুন্দর ভাবে সেজে এসেছে।তাই আমি বউয়ের সাথে কয়েকটি ছবি তুলে নিয়েছি। আর আজ সেই ছবিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি।

IMG_20230328_023756.jpg

বউয়ের বাড়ি আমার বাড়ির কাছেই, তাই বর আসার আগে আগেই বউকে তার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম। আর ঠিক সেই মুহূর্তে লক্ষ্য করেছিলাম আমার বাড়ির সামনে থেকে বউয়ের বাড়ি পর্যন্ত খুব সুন্দর করে লাইটিং করেছে। আর এই লাইটিং এর নিচে গিয়ে আমি ও আমার মেয়ে একটি ছবি তুলে নিয়েছিলাম।

IMG20230315205034.jpg

বউকে যখন আমি তার বাড়ি রেখে এসেছিলাম, তার ঘন্টাখানেকের মধ্যে বর এসে পৌঁছেছিল। বর আসার আগে আমি তাদের বাড়ি গিয়ে বিয়ে সম্পর্কে বিভিন্ন খোঁজ-খবর নিয়েছিলাম। যেহেতু আমি সারাদিন এই বিয়ে বাড়িতে উপস্থিত থাকতে পারিনি, তাই বিয়ে সম্পর্কে সবকিছু জানার চেষ্টা করেছিলাম। এরই মধ্যে বউকে বসে থাকতে দেখে একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম আমার মুঠোফোনে। আর সেই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

যদিওবা ছোট্ট পরিসরে বিয়ের আয়োজনটি ছিল তবুও এই বিয়েতে ভালোলাগাটা ছিল অনেক অনেক বেশি। আর সেই ভালো লাগা মুহূর্তটুকু আজ আপনাদের মাঝে ভাগাভাগি করে নিলাম। তো বন্ধুরা আজ আর লিখছি না, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছোট পরিসরে বিয়ের আয়োজন করলেও আপনারা বেশ মজা করেছেন বিয়েতে এটাই হচ্ছে সবচাইতে বড় কথা।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।