হ্যাল্লো,
আজকের নতুন টপিক ক্রিকেট খেলার একটা ম্যাচ নিয়ে।আপনারা হয়তো কম বেশি জানেন যে আমাদের ইন্ডিয়া টে প্রতি বছর আইপিএল হয় যার পুরো নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ।তেমন এই ইয়ার তার ব্যাতিক্রম না।এবছরও শুরু হয়ে গেছে আইপিএল।এবার চারিদিকে শুধু ক্রিকেট খেলা চলবে।
আইপিএল দেখতে খুব মজা লাগে।আর সব থেকে বেশি মজা লাগে যখন সবাই নিজের নিজের টীম নিয়ে মারপিট করে।কেউ কাউকে ছেড়ে কথা বলে না।সবাই নিজের টীম এর দিয়ে হার্ড ফ্যান।কেউ তর্ক টে পরাজয় হতে চাইনা।আমরা যখন হোস্টেল এ থাকতাম তখন মাঝে মাঝে মারপিট লেগে যেত একে ওপরের সঙ্গে।
আইপিএল এ এই ইয়ার এ 10 টা টীম আছে। সেই 10 টা টীম নিয়ে ওই টীম এর ভালো প্লায়ের নিয়ে একটা অন্য পোস্ট এ ভালো করে লিখবো আর আপনাদের সামনে তুলে ধরবো। এই পোস্ট তাই pbks আর kkr নিয়ে।PBKS এর পুরো নাম হলো পাঞ্জাব কিংস
আর এই দিকে KKR এর পুরো নাম হলো কলকাতা নাইট রাইডার্স।শাহরুখ খানের টীম সবাই হয়তো কম বেশি জেনে থাকবেন।
খেলা কালকে ছিল পাঞ্জাব আর কলকাতার মধ্যে।খেলাটা শুরু হয়েছিল ওই মোটামুটি বিকেল 3.30 থেকে।খেলাটা পাঞ্জাব এর মাঠে ছিল।পাঞ্জাব ফার্স্ট এ বাট করে অর্থাৎ কলকাতা ফার্স্ট এ বল করবে।পাঞ্জাব এর ওপেনিং ভালোই শুরু হয়।সাউথে এসে ওদের ওপেনিং জুড়ি টা কে ভাঙ্গে।তারপর এসে ভয়ানক ব্যাটসম্যান শ্রী লঙ্কার ভানুকা রাজাপাকসের নামে।
সে মাঠের চারিদিকে সট খেলতে থাকে আর আগুন এর গতি টে বল মারছে মনে হচ্ছে।কলকাতার বলার বুঝে পাইনা কি করে বল করবো।তারপর শেষমেশ উমেশ যাদব উইকেট টা তুলে নেই।তখন একটু শান্তি পাও যায়। যা মার পড়ছিল মনে হচ্ছিল টার্গেট 300 হবে।
লাস্ট এর দিকে ইংল্যান্ড এর সম কারণ একটু জর তোলে দিয়ে মোটামুটি করে পাঞ্জাব 191 করে।কলকাতা কে জেতার জন্য 192 করতে হবে। এত রান chase করা খুবই মুশকিল।ওপেনিং ভালো করতে হবে।বেশি উইকেট হারালে হবে না।তবেই এত রান তোলা যাবে। আর ফিনিশ ও ভালো করে করতে হবে। মানে সব কিছুই ঠিক থাক চাই।তবেই জেতা যাবে এই ম্যাচ টা।
কলকাতার ব্যাটিং শুরু হলো।প্রথম এ নামলো গুরবাজ আফগানিস্তান এর আর মন্দীপ সিংহ। গুরব্যাজ ভালোই মারতে লাগলো।কিন্তু অন্য দিকে মন্দিপ সিংহ একটা ইজি ক্যাচ দিয়ে বসে থাকলো।তারপর এ নামলো অনুকূল রয় রান টা স্পীড এ বাড়ানোর জন্য।কিন্তু কিছু করার নেই সেই একই অবস্থা অনুকূল রয় ও ক্যাচ তুলে বসে থাকলো।
কলকাতার একদিকে উইকেট পরে যাচ্ছে অন্য দিকে run ও হচ্ছে না।আর্ষদীপ সিংহ একাই সব উইকেট নিয়ে নিচ্ছে।একটু পর ভেঙ্কটেশ নামলো। ও ম্যাচ টা ধরার চেষ্টা করলো।আর এই দিকে ততক্ষন ঝড় শুরু হয়ে গেছে। ঝড়ের নাম হলো রাসেল ঝড়।যে ঝড় কে সবাই ভয় করে।একবার শুরু হলে আর থামার নাম থাকে না।সব কিছুই উড়িয়ে নিয়ে চলে যায়।
একটু পর রাসেল আউট হয়ে গেল।তখন আর কলকাতার জেতার আসা নেই।সব আশা শেষ হয়ে গেলো।তখন জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে।সেই বৃষ্টি আর থামলো না।তাই DLS মেথড অনুযায়ী পাঞ্জাব কে জিতিয়ে দাও হলো।তাহলে আজকের মত এই টুকু। আশা যাক এবার।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারন লিখেছেন ভাই আই পি এল মানেই আগুন ২০ ওভারে খেলা এবং টান টান উত্তেজনা নিয়ে এই খেলাটি সবাই দেখে ৷ আমি ও দেখি আমাদের বাড়ির পাশে দোকান গুলোতে ৷ আই পি এল খেলা অনেক একটি জনপ্রিয় খেলা আমার ও প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স অনেক বার কাপ ও নিয়েছিল ৷ এবারের কাপ কে নিবে সেটা বলা যাবে না ৷ তারপর ও আমরা কলকাতার জন্য আশাবাদি হয়ে রইলাম ৷
আপানাকে অসংখ্য ধন্যবাদ জানাই কালকের ম্যাচ টা আমাদের সামনে তুলে ধরার জন্য ৷
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশ ওভারে ১৯২ রান কথাটা চিন্তা করতেই তো কেমন গা শিহরিত হয়ে উঠছে।
অবশ্যই বলতে হবে তারা বেশ ভালো খেলেছে কারণ টি-টোয়েন্টিতে যেমন ওভারের সংখ্যা কম হয়। ঠিক তেমনি অনেক কড়াকড়ি থাকে মাঠের মধ্যে।
আইপিএল খেলা নিয়ে আপনি দেখছি বেশ আনন্দ করছেন। সে বিষয়গুলোই আমাদের সাথে তুলে ধরেছেন।
আপনি যে রাসেলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। তিনি নিশ্চয়ই অনেক ভালো খেলেন। তিনি যখন আউট হয়ে গেলেন। তখন কলকাতার জেতার আশাটা ই শেষ হয়ে গেল।
যাইহোক পরবর্তীতে অনেক বৃষ্টি শুরু হল। যার কারণে পাঞ্জাবকে এই খেলা জিতিয়ে দেয়া হয়েছিল।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আইপিএল খেলা নিয়ে, এত সুন্দর একটা টপিক আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit