আমার সহকর্মী বন্ধুদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা

in hive-120823 •  2 years ago  (edited)

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzFgRye9voxD4Q8VqvGLogxZXnbRQpSnUsGJjb6teiFkS4ijKvAUSgH4MM8ZYktuMngWHZvdrKk9poSTL5CAKXyrdeVhyca2.png

(সততা,একাগ্ৰতা ও নিষ্ঠার সাথে কাজ করে আমাদের কামিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য)

Hello,
Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের ভীষন ভালো কেটেছে।

স্টিমিট প্ল্যাটফর্মে আমি কাজ করছি প্রায় দুই বছর হয়ে গেলো। জীবনের প্রত্যেকটি দিন থেকে আমরা কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে থাকি, এটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন।

সেই হিসাবে দেখতে গেলে গত দুবছরে এই প্ল্যাটফর্ম থেকে আমিও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, বা বলতে পারেন এখনও করে চলেছি এবং যতদিন এখানে কাজ করবো আরও অনেক অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে বলেই আমার বিশ্বাস।

তবে ভালো অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন সময়ে অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীনও হতে হয়েছে। তবে হ্যাঁ, এই সব অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখেছি।

যাইহোক, আজকে আমি সেই সকল পুরোনো দিনের কথা বলে সময় নষ্ট করবো না। আজকে আমি আমার পোস্টের মাধ্যমে প্রথমেই আমাদের কমিউনিটির নতুন দায়িত্ব প্রাপ্ত বন্ধুদের শুভেচ্ছা জানাতে চাই।

মোঃ জাকারিয়া ইসলাম:-

ইক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির ডিসকর্ড ইনচার্জ (বাংলা ভাষার)

@jakaria121 প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাই নতুন দায়িত্ব প্রাপ্তির জন্য। গতমাস অর্থাৎ নভেম্বর মাস থেকে আমাদের কমিউনিটিতে লিখতে শুরু করেছেন আপনি। ভীষন সুন্দর আপনার লেখা যেগুলো আমাদের সাথে শেয়ার করেন।

আপনার কাজের যে অংশ আমার সবথেকে ভালো লাগে সেটা কাজের প্রতি দায়িত্বশীলতা এবং লেখার মধ্যে ব্যবহৃত মার্কডাউন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময়ের থেকে সময় বের করে আমাদের কমিউনিটির সাথে যুক্ত থাকার জন্য, পাশাপাশি ডিসকর্ডের দায়িত্ব গ্রহণের জন্য।

আর অবশ্যই নিজের লেখার মাধ্যমে আপনার সাথে সাথে আমাদেরকেও মার্কডাউনের ব্যবহার শেখানোর জন্য। আমি আশাকরি আমাদের এই পথচলা আগামীদিনেও চলতে থাকবে।

কেয়া মন্ডল:-

ইক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির ডিসকর্ড ইনচার্জ (ইংরাজি ভাষার)

@piya3 আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই। এই প্ল্যাটফর্মে যদিও আপনি অনেকদিন আগে থেকেই কাজ করছেন, তবে আমাদের কমিউনিটির সাথে যুক্ত আছেন গত ৭ দিন হলো। কিন্তু এর মধ্যেই আপনি কাজের মাধ্যমে দক্ষতার পরিচয় দিয়েছেন।

এই প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি ব্যক্তিগত ভাবেও আপনি অনেক ভালো কাজের সাথে যুক্ত রয়েছেন। ভালো লাগলো জেনে আপনি আপনার পাশ্ববর্তী এলাকার নিরক্ষর মহিলাদের বিভিন্ন ভাবে সাহায্য করে থাকেন।

আজকালকার দিনে এমন নিঃস্বার্থ ভাবে সমাজ সেবামূলক কাজে নিজেকে যুক্ত করার মানসিকতা আপনাকে সকলের থেকে আলাদা করে। আমার বিশ্বাস এইভাবেই আপনি একদিন অনেক ভালো জায়গায় পৌঁছে যাবেন।

আর আমাদের এই পথচলা সুদীর্ঘ হোক এই কামনা রইল।

team-gaf451dd9a_1920.jpg

source
(একসাথে সঠিক ভাবে কাজ করলে সমস্ত কাজই সুন্দর হয়)

মহম্মদ সুমন:-

ইক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির মডারেটর

@sumon247 কমিউনিটিতে যোগদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই প্ল্যাটফর্মে খুব ভালো কাজ করছেন, আর তাই আমাদের কমিউনিটিতে যোগদানের ৬ দিনের মধ্যে আপনার কাজের দক্ষতায়, এই কমিউনিটির একটি দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আপনি তার যথার্থ মূল্যায়ন করবেন।

আপনার লেখা ভীষন ভালো। পাশাপাশি আপনি গত কয়েকদিন কমিউনিটির সমস্ত নিয়ম পালন করে কাজ করছেন। আর আশাকরি আগামীদিনেও একই রকম ভাবে মডারেটরের দায়িত্ব পালন করবেন।

মইদুল ইসলাম লিটন:-

ইক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির মডারেটর

*@mayedul আপনি নিজেকে আমাদের পরিবারের অর্থাৎ কমিউনিটির একজন সদস্য মনে করেছেন জেনে ভালো লাগলো। আপনি জীবন সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি এই প্ল্যাটফর্মে একবছর কাজ করার সুবাদে অনেক কিছু শিখেছেন।

আর আমার বিশ্বাস সেই অভিজ্ঞতা থেকেই অর্জিত শিক্ষা নিয়ে আপনি এই কমিউনিটির অ্যাডমিনের তরফ থেকে প্রাপ্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করবেন।

উপসংহার:-

সবশেষে আমি আপনাদের চারজনকে আবারও শুভেচ্ছা জানাই। আশাকরি একসাথে কাজের সূত্রে পরিচয় হলেও ব্যক্তিগত পরিসরে একে অপরকে জানার সুযোগ হবে।

যে কথাটা আমি আপনাদের সকলকে জানাতে চাই, ভুল মানুষ মাত্রই হয়, তবে যদি কেউ সেই ভুল ধরিয়ে দেয় তাহলে ঐ ব্যক্তির উপর রাগ না করে তাকে ধন্যবাদ জানাতেই আমি বেশি ভালোবাসি। তাই আপনাদের জানাতে চাই, আমার দ্বারা কোনো ভুল হলে, নির্দিধায় আমাকে জানাতে পারেন।

একসাথে কাজ করলে একে অপরকে সাথে নিয়ে চলতে হয় একথা আমি আমাদের অ্যাডমিন সুনীতাম্যামের থেকেই শিখেছি।

আশাকরি আমাদের একসাথে পথ চলা অনেক শুভ হবে। আর আমরা আমাদের পরিশ্রম, সততা ও একাগ্ৰতা দিয়ে কাজ করে আমাদের কমিউনিটিকে আরও উন্নত জায়গায় নিয়ে যাবো।

IMG-20220907-WA0008.jpg

সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

নতুন দায়িত্ব প্রাপ্ত সদস্যদের নিয়ে অনেক ভালো একটি পোস্ট করেছেন আপনি। আশাকরি আপনারা সকলে অনেক ভালো কাজ করবেন।

অবশ্যই আমরা প্রত্যেকেই নিজেদের দায়িত্ব পালন করবো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। এই প্লাটফর্মে নতুন দায়িত্বপ্রাপ্ত চারজনকে শুভেচ্ছা জানানোর জন্য এবং তাদের সম্পর্কে কিছু কথা পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আমরা আমাদের সততা নিষ্ঠা একাগ্রতা দিয়ে চেষ্টা করে যাবো। আমরা এখানে সবাই পরিবার হয়ে থাকতে চাই। আমাদের লক্ষ্যই একটা কমিউনিটিকে সামনে অগ্রসর করা আশা করি আমরা এতে সফল হব। আমরা যারা এখানে মেম্বার রয়েছি সকলেই মিলে আমরা চেষ্টা চালিয়ে যাব এবং আমরা যেন আমাদের সফলতা দেখতে পাই।

নিশ্চয়ই সফল হবেন। একত্রে সকলে মিলে সৎ ভাবে কাজ করলে আমরাও তার ফল নিশ্চয়ই পাবো।

হুম অবশ্যই।‌‌ধন্যবাদ

অনেক ধন্যবাদ দিদি আপনার মূল্যবান মতামতের জন্য। এই কমিউনিটিতে এসে আবার নতুন করে কাজের শুরু হয়েছে আমার, আমি মনে করি। এবং তখনই একটা মানুষ সঠিকভাবে কাজ করতে পারে যখন সেইটার জন্য নির্দিষ্ট কোন নিয়মাবলী থাকে।
আর আমি এই কমিউনিটিতে এসে সেই পছন্দের নিয়মাবলী গুলো পেয়েছি। সে সাথে পেয়েছি কিছু গুরুজন ব্যক্তিত্ব। যাদের দিকনির্দেশনা প্রতিনিয়ত আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করছে।

এবং আশা রাখি সামনের দিনগুলো আপনাদের সাথে, আপনাদের সাজানো গোছানো নিয়মাবলী গুলো মেনে কাজ করব। আর নিজের ভিত্তি মজবুত করব এখানে।

নিশ্চয়ই আমরা সমস্ত নিয়মিবলী মেনে সৎ ভাবে কাজ করবো।

@sampabiswasতোমার নতুন সদস্যদের নিয়ে লেখা পোস্ট টি খুব ভালো হয়েছে। সকল নতুন সদস্যদের জানাই অনেক শুভেচ্ছা। আগামীদিনে আপনার সকলেই ভালো করে কাজ করবেন।