প্রথম বার ফুটবল বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা

in hive-120823 •  2 years ago 

trophy-g0c5a459ba_1920.jpg

source
(ফুটবল ওয়ার্ল্ড কাপ)

Hello,
Everyone,

কেমন আছেন আপনারা?
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক এই প্রার্থনা করে আমি আমার আজকের লেখা শুরু করলাম।

আমার গতকালের পোস্ট পড়ে আপনারা অনেকেই জেনেছেন যে, আমার তিতলি ও তাতানের সাথে দেখা করতে ভীষনই ইচ্ছা করছিলো। তাই কাল রাতেই আমি দিদি বাড়িতে এসেছি। ওদের সাথে ভালো সময় কাটানোর পর বেশ কিছুক্ষণ খুবই টেনশনে কাটলো।

IMG_20221210_114941.jpg

(প্রথমবার ফুটবল খেলা দেখার অভিজ্ঞতা)

আর টেনশনের কারন হলো- "ফুটবল বিশ্বকাপ"। যদিও ফুটবল খেলার খুব একটা ভক্ত আমি নই কিন্তু গতকাল দাদার (আমার দিদির হাজব্যান্ড) সাথে বসে আমিও ফুটবল খেলা দেখার মজা নিচ্ছিলাম।

কিন্তু সময়ের সাথে সাথে সেই মজাই টেনশনে বদলে গেলো। কাল দুটো দলই ভীষন ভালো খেলেছে। দাদার কাছে শুনলাম ক্রোয়েশিয়া ও ব্রাজিল দুটো দলই ভীষন ভালো খেলে। কালকে নিজেই দেখলাম, কেউ কারোর জায়গা ছাড়তে রাজি নয়। দুই দলই খুব ভালো খেললো।

হাফ টাইম পর্যন্ত কোনো দলই গোল করতে পারলো না। তাই ৯০ মিনিটের মধ্যে কোনো দলই গোল করতে না পারায় খেলার সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। কারন কালকে খেলার ফলাফল নির্ধারণ করলো কোন দল ফাইনালে পৌঁছাতে পারলো না।

IMG_20221210_115320.jpg

(জেতার জন্য প্রানপন চেষ্টা চলছে)

IMG_20221210_115446.jpg

(প্রথম গোল করলো- ব্রাজিলের নেইমার)

যাইহোক, সময়সীমা বাড়িয়ে দেওয়ার পর ১০৫ মিনিটে গিয়ে ব্রাজিলের প্লেয়ার নেইমার একটি গোল করলো। দীর্ঘক্ষন অপেক্ষা করার পর,এই একটি গোল স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের পাশাপাশি টিভি, মোবাইলে খেলা দেখতে থাকা আমাদের মতো দর্শকদের ও ভীষন আনন্দ দিলো। আর যারা ব্রাজিল দলের সার্পোট করে আনন্দ তো সীমা ছাড়িয়ে গিয়েছিলো।

IMG_20221210_115608.jpg

(প্রথম গোল ক্রোয়েশিয়ার তরফ থেকে)

এরপর থেকে খেলার আনন্দ আরও দ্বিগুণ বেড়ে গেলো। উত্তেজনা চরম পর্যায়ে পৌছালো যখন ১১৬ মিনিটের শেষে ক্রোয়েশিয়াও একটাও গোল করলো। দুই দলের খেলোয়াড়দের নিজের দলকে টিকিয়ে রাখার এইরকম প্রানপন প্রচেষ্টা দেখে ভীষন ভালো লাগলো।

যাইহোক, খেলার নিয়ম অনুযায়ী, যেহেতু দুই দলই একটি করে গোল করেছে, তাই বিজয়ী দল নির্বাচন করার জন্য ট্রাইবেকার শুরু হলো।

IMG_20221210_115821.jpg

(ট্রাইবেকারের প্রস্তুতি)

IMG_20221210_115902.jpg

(ক্রোয়েশিয়ার তরফ থেকে পরপর গোল হলো)

প্রত্যেকটি দল পাঁচটি করে গোল করার সুযোগ পাবে, যে দল বেশি গোল করতে পারবে আর অন্য দলের গোল আটকাতে পারবে সেই দল বিজয়ী হয়ে যাবে।

পুরো খেলা দেখতে আমার যতটা টেনশন হয়েছে, তার থেকে অনেক বেশি টেনশন হয়েছে শেষের ট্রাইবেকার দেখতে। যাইহোক, ট্রাইবেকারে ক্রোয়েশিয়া যেমন ভালো গোল করছে, তেমনি ওদের গোলকিপার ব্রাজিলের গোল হওয়া থেকে আটকেছে আর শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে।

IMG_20221210_115942.jpg

(ক্রোয়েশিয়ার বিজয়ী মুহুর্ত)

IMG_20221210_120009.jpg

(ব্রাজিলের পরাজয়ের মুহুর্ত)

আর ক্রোয়েশিয়া বিজয়ী হওয়ার সাথে সাথে ব্রাজিল এই ফুটবল বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল। যেটা খুবই কষ্টকর ব্রাজিল দলের সাপোর্টারদের জন্য।

আমি যদিও কোনো দলেরই ভীষন ভক্ত নই কিন্তু কাল ব্রাজিলের প্লেয়ারদের কান্না দেখে খুবই খারাপ লাগছিলো। আর জিতে যাওয়ার পরেও কিছু মুহুর্তের জন্য ক্রোয়েশিয়ার প্লেয়ারদের পাশাপাশি ওদের কোচ ও সাপোর্টারদের বিশ্বাস হচ্ছিলো না।

এক মুহুর্তের পরেই তারা আনন্দে মেতে উঠলো, আর অপরদিকে ব্রাজিল কান্নায় ভেঙে পড়লো। সব খেলারই একই নিয়ম। একদল জিতবে, একদল হারবে।

IMG_20221210_115805.jpg

(ডিনার)

কালকে খেলা দেখতে দেখতে আমাদের ডিনার করাও হয়ে গিয়েছিল। তারপর একটু গল্প করে শুয়ে পড়েছিলাম, কারন শরীরটা একটু খারাপ লাগছিলো।

IMG_20221210_115716.jpg

(আমি ও দাদা)

আপনারা কালকের খেলা দেখেছেন কিনা আর কোন দল, কোন প্লেয়ার আপনার প্রিয় নিশ্চয়ই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দিনটা শুভ হোক।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাদের ডিনার দেখে লোভ লাগছে। আমিও খুব একটা ফুটবল খেলা দেখি না। তবে কাল আপনি যে খেলাটা ভীষন উপভোগ করেছেন দেখে ভালো লাগলো। এতো সুন্দর ভাবে সব মুহুর্ত গুলো তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। হ্যাঁ খেলাটা বেশ উপভোগ করেছিলাম।

Loading...

@sampabiswas আমিও কাল খেলা দেখেছি অনেক রাত ওবদি। কারন আমার বাড়ির লোক খেলা দেখছিলো তার সাথে আমার মেয়েও কিন্তু দুঃখের বিষয় ব্রাজিল হেরে গেলো। ওরা ব্রাজিলের সাপোটার ছিলো। আমার মেয়ে খেলার কিছু বোঝেনা কিন্তু ব্রাজিল ব্রাজিল বলে চিৎকার করছিলো যখন হেরে গেলো মেয়ে একদম চুপ হয়ে গেলো। বিশ্বকাপ বলে কথা সবার একটা আনন্দো থাকে সেটা পুরো মাটি হয়ে গেল। আপনার খেলা দেখার অনুভুতিটা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

আসলেই ব্রাজিল যেভাবে হেরে গিয়েছিল দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল।

গান

হেরে গেছে তাতে কি?
নতুন একদল পেয়েছি!
তাকে নিয়ে স্বপ্ন দেখি,
জীবনের আয়নায়।
ওওওও----আআআআ
সবাই যদি জিতে যায় হেরে যাবে কে?
তাইতো তোমায় সুযোগ দিলাম,
আসো পরের বিশ্বকাপে খেলবে।⚽

@sampabiswas আমার ফুটবল খেলার সম্পর্কে খুব একটা ধারনা নেই। কিন্তু পাড়ার মোড়ের মাথায় কিছু মানুষ খেলা দেখতে দেখতে খুব চিৎকার চেঁচামেচি করছে।

আসলে কোনো একটা দল হেরে গেছে। তখন আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করি, বললো যে ব্রাজিল হেরে গেছে।

খেলাতে হার জিত লেগেই আছে, হয় তো পরে এরা
কোনো এক সময় আরও ভালো খেলবে।

তোমার পোস্টে মাধ্যমে জানতে পারলাম যে খেলার প্রতি কতো মানুষের আশা ভরসা থাকে। তবে রাতের ডিনার খুব ভালো হয়েছে মনে হচ্ছে।

ভালো থেকো।

  ·  2 years ago (edited)

@sampabiswas সত্যি আমার এতটাই খারাপ লাগছিল, আর বলার না। সব থেকে খারাপ লেগেছে নেইমারের জন্য।

কি আর করা যাবে সব ভাগ্য।

My first experience watching the FIFA World Cup was truly memorable. Those days spent glued to the nearby TV, witnessing live cricket matches were significant, but this particular experience stands out in my memory. Now, I seek new thrills, and I find myself enjoying online casino gaming daily. Crazy Time is one such casino that I highly recommend. Its dynamic gameplay and interactive features provide an exhilarating experience that keeps me coming back for more.