"ভিন্ন‌ স্বাদের চিকেন রেসিপি"

in hive-120823 •  7 days ago 
Beige Aesthetic Minimalist Mood Board Photo Collage_20241111_014448_0000.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কাটুক এই ‌প্রার্থনা করে ‌আজকের লেখা শুরু করছি।

আজ আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি চিকেনের রেসিপি শেয়ার করবো। যেটা চটজলদি, খুব কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন।

শীতকালে বিশেষত এই রেসিপিটি আমি বানিয়ে থাকি কারণ, বেশিরভাগ দিনে রাতে রুটি খাওয়া হয়। আর এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে খেতেই সব থেকে বেশি ভালো লাগে। যাইহোক চলুন আগে আপনাদেরকে বলি এই রেসিপিটি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

"প্রয়োজনীয় উপকরণ"

নংউপকরণপরিমাণ
১.বোনলেস চিকেন৩০০ গ্রাম
২.আদা১ ইঞ্চি
৩.রসুন১০ কোয়া
৪.কর্নফ্লাওয়ার২ চা চামচ
৫.ধনেপাতা কুচিহাফ কাপ
৬.কাঁচালঙ্কা১ টি
৭.টমেটো সস৩ চা চামচ
৮.সয়া সস২ চা চামচ
৯.গোলমরিচ গুঁড়ো২ চা চামচ
১০.লবন১ চা চামচ
১১.ভিনিগার১½ চা চামচ
১২.বাটার৫ চা চামচ

1672344690977_010726.jpg

"তৈরী করার পদ্ধতি "

এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটি তৈরি করার পদ্ধতি। যদিও রেসিপিটি তৈরি করতে আমি বোনলেস চিকেন ব্যবহার করি এবং বোনলেস চিকেন দিয়েই এই রেসিপিটি যদি তৈরি করেন, তবে খেতে বেশি ভালো লাগে।

IMG_20241002_134130.jpg
IMG_20241002_134055.jpg

প্রথমে চিকেন গুলোকে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে জলটা ভালো করে ঝরে যায়। এরপর পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেন গুলো মেখে নিতে হবে। যেহেতু আমি রেসিপিতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন, ঠিক তেমন পরিমাণ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবেন। কারন গোলমরিচেও যথেষ্ট ঝাল হয়।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

IMG_20241002_134328.jpg
IMG_20241002_134210.jpg

এরপর আদা, রসুন ও কাঁচালঙ্কাকে একসাথে ভালো করে বেটে পেস্ট তৈরি করে নিতে হবে এবং গোলমরিচ দিয়ে মেখে রাখা মাংসের মধ্যে দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

IMG_20241002_134307.jpg

আমি অবশ্য ম্যারিনেট করার জন্য বেশি সময় পাইনি বলে সামান্য ভিনিগার দিয়েছিলাম, যাতে মাংসগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা যদি না চান তাহলে ভিনিগার ব্যবহার নাও করতে পারেন, তার বদলে চাইলে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

IMG_20241002_144110.jpg
IMG_20241002_141945.jpg

বেশ কিছুক্ষণ ম্যারিনেট করার ফাঁকে আমি কিছুটা আদা এবং কয়েকটি রসুনের টুকরোকে খুব ভালো করে কুচি করে কেটে নেবো। এরপর মেখে রাখা চিকেনের মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

IMG_20241002_142026.jpg
IMG_20241002_142035.jpg
IMG_20241002_144101.jpg

এরপর গ্যাস জ্বালিয়ে, কড়াই বসিয়ে, তাতে বেশ কিছুটা বাটার দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। আপনারা চাইলে এই ক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে আমি এই রেসিপিটা কেবলমাত্র বাটার ব্যবহার করে তৈরি করি। এরপর ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে ঐ বাটারের মধ্যে, কম আঁচে, ভালো করে উল্টেপাল্টে ভেজে নিতে হবে।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

IMG_20241002_144240.jpg
IMG_20241002_144230.jpg
IMG_20241002_144514.jpg

মাংসগুলো ভাজা হয়ে গেলে, আরও কিছুটা পরিমাণ বাটার দিয়ে, তার মধ্যে আগে থেকে কুচি করে কেটে রাখা আদা, রসুন ও সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

IMG_20241002_144527.jpg

এরপর একটি পাত্রে সামান্য জল নিয়ে, তার মধ্যে সয়া সস ও টমেটো সস দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। রেসিপিটায় খুব বেশি ঝোল থাকে না, তাই বেশি জল ব্যবহৃত হবে না। যতটুকু পরিমাণে জলের মধ্যে সস গুলো গোলা হবে ততটুকু জলই ব্যবহার করতে হবে। তাই সসগুলো গোলানোর সময় জলের পরিমাণটা একটু বুঝে নিতে হবে।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

IMG_20241002_144753.jpg

যাইহোক জলটা সামান্য ফুটে এলে আগে থেকে ভেজে রাখা মাংস গুলো দিয়ে, কড়াইটা একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা ফুটতে দিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েই মাংসটা ম্যারিনেট করা ছিলো, তাই আলাদা করে আমি আর রেসিপিটিতে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। ঝোলটা এমনিতেই গাঢ় হয়ে যাবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

IMG_20241002_145532.jpg

এরপর নামানোর আগে উপর থেকে কুচি করে কেটে নেওয়া ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। তারপরেই রেডি হয়ে যাবে চিকেনের এই রেসিপিটি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

IMG_20241111_014151.jpg

এটি খেতে আমি এবং শুভ দুজনেই খুব পছন্দ করি। শীতকালে প্রায়শই এটি করা হয়ে থাকে। সল্প সময়ে, স্বল্প উপকরণ দিয়ে তৈরি এই রেসিপিটি বেশ স্বাস্থ্যকরও বটে, কারণ এতে খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না।

যাইহোক আমার এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বাবাগো কি সাধের মুরগি রান্না দুই পিস হলে গরম ভাত দিয়ে মোস পাকিয়ে খেতে পারতাম। বাটা মসলা দিয়ে মুরগি ভেজে রান্না করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।

মাঝেমধ্যে আমিও মুরগি ভেজে রান্না করি তবে শুধু হলুদ আর গোলমরিচ দিয়ে ভাজি তাতেই যে স্বাদ লাগে আর আপনি তো এর ভিতর অনেক কিছু দিয়েছেন। যাই হোক ভিন্ন স্বাদের এই মুরগির মাংস রান্না একদিন করে খেয়ে দেখব।

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিটি ধাপে ধাপে মুরগির মাংসের রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

আপনাকে খাওয়াতে পারলে আমার ভালোই লাগতো। যদি সত্যিই সুযোগ হয় নিশ্চয়ই খাওয়াবো। মাঝে মধ্যে তো চিকেন ভেজে রান্না করেন, তাই এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। আশাকরি আপনার খেতে ভালোই লাগবে। একথা একদম সঠিক যে, যেকোনো রান্নায় বাটা মশলা দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্যে ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

1874FC01-8E24-4338-AC31-ADB5A510122D.png

Thank you so much for your support @wirngo. 🙏

ভিন্ন স্বাদের চিকেন রান্নার পদ্ধতি আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। এটা দেখে মনে হলো খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে । এবং আপনারা অনেক মজা করে খেয়েছেন অবশ্য দাওয়াত পেলে আমরাও একসাথে গিয়ে খেতে পারতাম যাইহোক এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

নিমন্ত্রণ রইলো ভাই। যেকোনো দিন, যেকোনো সময় আপনি আসতে পারেন। আমি নিশ্চয়ই আপনাকে রান্না করে খাওয়াবো। আমি রান্নার পদ্ধতিটি ধাপে ধাপে লেখার চেষ্টা করেছি, যাতে কারোর ভালো লাগলে সহজেই এই ধাপগুলি দেখে বানিয়ে ফেলতে পারেন। আপনার রেসিপিটি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকবেন