![]() |
---|
Hello,
Everyone,
সকালবেলায় ঘরের কাজ করতে ব্যস্ত এমন সময় ফোনের রিং হওয়ার শব্দ কানে এলো। হাতের কাজ সেরে ফোনের কাছে পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে রিংটি শেষ হয়ে গিয়েছে।
তাই ভাবলাম থাক,পরে দেখবো কে ফোন করেছিল। তার আগে কাজগুলো সেরে নিই, কারণ তখন শুভর অফিসে বেরোনোর সময় হয়ে এসেছে।
এই ভেবে ফোনের কাছাকাছি আর গেলাম না। তাড়াহুড়ো করে কাজ শেষ করে, শুভ অফিসে যাওয়ার পর সবে মাত্র একটু বসেছি, তখন হঠাৎ মনে পড়ল আমার ফোন এসেছিল।
ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা অচেনা নাম্বার থেকে কল এসেছিল। আসলে অচেনা নাম্বার থেকে কল আসলে আমি খুব একটা কল ব্যাক করি না, কিন্তু কেন জানি না আজকে সকালে নম্বরটায় কল করলাম।
একবার রিং হয়ে ফোনটা কেটে গেল, কিন্তু অপর প্রান্তে কেউ ফোনটা তুললো না। তাই আমিও ফোনটা রেখে দিয়ে কাজ করতে যাব, এমন সময় দেখলাম একই নম্বর থেকে আমার কাছে আবার ফোন এলো।
ফোনটা তুলেই মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হল। অপর প্রান্তে যে আওয়াজটা শুনলাম, তার সাথে কথা হয় না বেশ অনেক বছর। কারনটা খুব ব্যক্তিগত, তাই সেটা সকলের সামনে উপস্থাপন করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করছি না।
তাই বিষয়টি এড়িয়ে যাওয়াই শ্রেয়। তবে যে কথাটি বলার জন্য আজকের এই লেখা সেটি হল "অনুভূতি"। এই অনুভূতি আমাদের সকলের মধ্যে আছে এবং ব্যক্তি বিশেষে এই অনুভূতিগুলোর আলাদা নামকরণ করা হয়ে থাকে।
সেদিক থেকে হিসেব করলে দেখা যায়, এই অনুভূতির আলাদা কোন সংজ্ঞা হয় না। এটা শুধুমাত্র একটি অভিব্যক্তি যেটা শুধুমাত্র নিজের ভেতরেই কাজ করে। যে অভিব্যক্তি আসলে ভাষায় প্রকাশ করার মতন নয়।
বাস্তব জীবনে এরকম অনেক মানুষ থাকে, যাদের সঙ্গে আমাদের মনের মিল প্রায় হয় না বললেই চলে, কিন্তু তবুও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা সেই মানুষগুলির সঙ্গে মানিয়ে নিয়ে আজীবন চলতে থাকি।
![]() |
---|
আবার এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে মনের মিল এতটাই হয় যে, অপর পক্ষের মানুষটিকে নিজের প্রতিচ্ছবি মনে হয়। অথচ তাদের সঙ্গে থাকা হয় না এক মুহূর্তও। আর তার একটাই কারণ,সেটি হচ্ছে পরিস্থিতি অথবা বলতে পারেন ভাগ্যের লিখন।
যোগাযোগ রাখাটা অসম্ভব কিছু নয়, কিন্তু স্বেচ্ছায় কাউকে বিদায় জানানোটা কিন্তু অনেক বড় একটা বিষয়। বিশেষ করে সেই মানুষটিকে বিদায় জানানোটা আরও কঠিন যার সঙ্গে আপনার মনের মিল একশ শতাংশ।
কারণ আপনি জানেন আপনার ভালো থাকার জন্য আপনার জীবনে সেই মানুষটির উপস্থিতিই যথেষ্ট। অথচ পরিস্থিতির চাপে নির্দ্বিধায় তাকে বিদায় জানাতে আপনি দুবারও ভাবেন না।
তেমন কোন মানুষ যদি অনেক বছর বাদে আপনার সামনে এসে দাঁড়ায় অথবা ফোনের ও প্রান্তে একবার হ্যালো বলে তাহলে আপনার হৃদস্পন্দন বহুগুণ বেড়ে যাবে, শিরায় উপ শিরায় রক্তের প্রবাহ বইবে দ্বিগুণ গতিতে।
তেমনি কোনো ঘটনা আজ আমার সাথেও ঘটেছে।জীবনে চলতে চলতে যে দিনগুলো আমরা পিছনে ফেলে এসেছি, সেগুলোকে ফিরে পাওয়া যতটা কঠিন, তার থেকেও অনেক বেশি কঠিন সেই দিনগুলোকে মনের গভীর থেকে উপড়ে ফেলা।কারণ যা সঞ্চিত হয় মনের গহীনে, তার শিকড় খুঁজে পাওয়া বড্ড কঠিন।
খুব বেশিক্ষণ কথা হয়নি আমাদের কারণ, কথা বলার মতন আর কিছু বাকি নেই। যখন দুটি ব্যক্তি চুপ থাকা অবস্থায়ও দুজন দুজনের কথা বুঝতে পারে, তখন সেখানে কথা বলে খামোখা আওয়াজ সৃষ্টির প্রয়োজনীয়তা একেবারেই নেই বলে মনে হয়।
কারণ সেই মুহুর্তে নিস্তব্ধতাই সেই দুজন মানুষের কথা বলার সব থেকে ভালো মাধ্যম হয়ে ওঠে বলে আমার বিশ্বাস।
আপনাদের জীবনেও এমন কেউ না কেউ নিশ্চয়ই আছে,যার প্রতি আপনাদেরও এই একই রকম অনুভূতি রয়েছ। যদি সারা জীবন তার সাথে থাকতে পারেন, তাহলে আপনি এই পৃথিবীর সব থেকে ভাগ্যবান/ ভাগ্যবতী।
আর যদি না পারেন তাতেও কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ আপনি জানেন সে যেখানেই থাকুক আপনি তার হৃদয়েই থাকবেন।
সবশেষে জিজ্ঞাসা করি, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং আপনাদের দিনটি আজকে ভালো কেটেছে। সকলে ভালো থাকুন এই প্রার্থনাই করি। শুভরাত্রি।
অনুভূতির এই শব্দটা ছোটই হলেও এর বিশালতা কিন্তু অনেক বড়। আপনি ঠিক বলেছেন কিছু মানুষ আমাদের জীবনে আসে। যাদের সাথে আমাদের মনের মিল থাকে ১০০ শতাংশ।
মাঝে মাঝে এমন হয় পরিস্থিতির চাপে পড়ে, সে মানুষটাকে আমাদের জীবন থেকে বিদায় জানাতে হয়। কিন্তু আমরা মনের দিক থেকে কখনো পারিনা সে মানুষটাকে বিদায় জানাতে।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় মানুষকে বিদায় জানানো আসলেই অনেক কঠিন বিষয়, আর বহুদিন পর প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা অথবা দেখা হওয়া সে এক অব্যক্ত অনুভূতি, যা বলে শেষ করা যাই না। ভালো থাকুক পৃথিবীর সকল মানুষের প্রিয় মানুষ গুলো, ভালো থাকুক আমার প্রিয় মানুষটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পুরো লেখাটা পড়ার পরে আমার... পুরনো কোন স্মৃতি মনে পড়েছে.... অনুভূতি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit