Hello,
Everyone,
কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা খুব ভালো কেটেছে।
আমার শরীর যদিও এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু গত দু-তিন দিনের থেকে একটু ভালো। আজকে আমি আপনাদের সাথে রাত নিয়ে কথা বলবো। অনেকেই ভাবতে পারেন রাত নিয়ে আবার কি কথা বলা যায়।
কিন্তু সত্যিই কি রাতের কোনো কথা হয় না? আমার কিন্তু মনে হয় নিজের সাথে নিজে, রাতেই সবথেকে বেশি কথা বলা যায়। দিনের বেলায় চারপাশের বিভিন্ন রকম আওয়াজ, নিজের সংসারের কাজকর্ম, সবকিছু মিলিয়ে নিজের সাথে কখনো সময় কাটানো হয় না। যেটুকু সময় পাওয়া যায়, সেটুকু কিন্তু সংসারের, সম্পর্কের টানাপোড়েনের ভাবনায় কেটে যায়।
কিন্তু কখনো কখনো এমন অনেক রাত আছে সেগুলো নিজের মতো করে কাটাতে ভীষন ভালো লাগে। ভালোবাসার মানুষ পাশে থাকলে সেই আনন্দ অনেকটা বেড়ে যায়, কিন্তু না থাকলেও অসুবিধা নেই। নিজের সাথে নিজের মতো করে কিছুটা সময় কাটাতেও ভালো লাগে।
বিশেষ করে জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাত ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। ছোটোবেলায় জ্যোৎস্না রাতে আমাদের বাড়িতে সকলে বেশ অনেক রাত পর্যন্ত বাইরের উঠোনে বসতাম। অনেক গল্প করতাম। কখনো কখনো আমি মায়ের কোলে ঘুমিয়েও পড়তাম।
আমার বিয়ের পর থেকে আমি আমাদের বাড়ির উঠোনটাকে খুবই মিস করি। কারন আমার শশুর বাড়িতে উঠোন নেই। তবে হ্যাঁ ছাদে বসে জ্যোৎস্না রাত উপভোগ করার আনন্দ আমি বিয়ের পর পেয়েছি। আর আমার রুম থেকে জ্যোৎস্না রাতের চাঁদ খুব সুন্দর ভাবে দেখা যায়। পূর্নিমার রাতে আমি আমার রুমের লাইট বন্ধ করে, জালানার পাশে বসে,নিজের প্রিয় গান শুনতে আমি ভীষন ভালোবাসি।
তেমনি একটা রাত ছিলো লক্ষ্মীপুজোর রাত। সকাল থেকে উপোস করে, পুজোর যোগার করে, পুজো দিয়ে, সবাইকে প্রসাদ দিয়ে, নিজেরা খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমানোর জন্য রুমে গেলাম, জানালা দিয়ে দেখলাম ঝলমলে চাঁদ। লোভ সামলাতে পারলাম না। ছাদে গিয়ে কিছুক্ষণ দাড়ালাম।
পুরোনো কিছু কথা, কিছু মুহুর্ত নিমেষের মধ্যে চোখের সামনে ফুটে উঠলো। জীবনের যেদিন চলে যায়, সেই দিনের সাথে সাথে যদি সেই দিনের স্মৃতিগুলোও হারিয়ে যেতো, তবে ভালো হতো। সেই স্মৃতি ভালোবাসার হোক, কষ্টের হোক, ঝগড়ার হোক। সবকিছু ভুলে গেলে অতীতের স্মৃতিগুলো অন্তত বর্তমানে আমাদের কষ্ট দিতে পারতো না।
তবে স্মৃতি যেমনই হোক না কেন সেগুলো বড্ড দামি। তাই হয়তো ভগবানও চান না আমরা সেগুলো ভুলে যাই। সেদিন ছাদে দাড়িয়ে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশাকরি আপনাদের ভালো লাগবে।
আর আমার বিশ্বাস আপনাদের সকলের জীবনেও জ্যোৎস্না রাতের অনেক স্মৃতি জমা আছে। সম্ভব হলে সেগুলো নিশ্চয়ই শেয়ার করবেন।
সকলে ভীষন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। শুভ রাত্রি।
জ্যোৎস্না রাতের ছবি গুলো খুব সুন্দর তুলেছো। তোমার লেখা পড়ে অনেক স্মৃতি মনে পড়লো, যেগুলো হয়তো চাপা পড়ে গিয়েছিলো সময়ের ব্যবধানে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, শুনেছেন ম্যাডাম গান টা? না শোনবার কথা তখন আপনি জন্মান নি। হাহাহা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনেছি স্যার। আমার বাবার ভীষন প্রিয় গান এটা। এইসব গান সর্বযুগের সেরা বাংলা গান। যা কোনোদিন পুরোনো হবে না। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit