ভালোবাসার ২২ বছর

in hive-120823 •  2 years ago  (edited)

IMG_20221217_023420.jpg

(শুভ বিবাহবার্ষিকী)

Hello,
Everyone,

আশাকরি আপনার সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের দিনটিও নিশ্চয়ই আজকে খুব ভালো কেটেছে।

আজকে আমার লিখতে বসতে অনেকটা দেরি হয়েছে, কারন আজকে আমার ননদের 22 তম বিবাহবার্ষিকী ছিলো। সেই কারনে আমাদের আজকে ওনাদের বাড়িতে নিমন্ত্রণ ছিলো।

শরীর খারাপ থাকায়, প্রথমে যেতে চাইনি। কিন্তু পরে যেতেই হলো। গিয়ে অবশ্য ভালো হয়েছে, বহুদিন বাদে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারলাম, সকলের সাথে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম।

সত্যি বলতে, আজকে যখন জানলাম এটি আমার ননদের 22 তম বিবাহবার্ষিকী। মন থেকে খুশি হলাম। কারন আজকালকার দিনে চারপাশে যেভাবে বিবাহ বিচ্ছেদের খবর শুনি, তাতে কিন্তু বলা যায়, 22 বছর নেহাৎ কম নয়।

যাইহোক, আমার ননদ 22 বছর আগে এইদিনে প্রথম বারের জন্য শাঁখা, সিঁদুর পড়েছিল। ওদের বিয়েটা সেই সময় আমার শশুর বাড়িতে কেউ মেনে নেইনি, আর সেই সময়কার পপরিস্থিতি অনুযায়ী অগত্যা ওরা পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছিলো।

সেইদিন থেকে শুরু হলো হাত হাত রেখে ওদের একসাথে পথ চলা, যা আজকে 22 টা বছর পার করে দিলো। আশা রাখি আগামী প্রত্যেকটা বছর যেন ওরা এই ভাবেই কাটাতে পারে।

IMG_20221217_023340.jpg

(ননদের পছন্দের ফুল এনেছে ননদের বর)

যাইহোক, প্রতিবারের মতো এবারও দাদা দিদির জন্য তার পছন্দের রজনীগন্ধা ফুল এনেছে। যদিও তার সাথে আরও এনেছে লাল রঙের একপ্রকার ফুল ও লাল গোলাপ। রজনীগন্ধা ফুল তাদের প্রতিবারের বিবাহবার্ষিকী পালনের সাক্ষী থাকে।

আমরা দুপুর বেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নদদের বাড়িতে গেলাম। সেখানে আমরা সকলে মিলে গল্প করলাম। টেবিলের উপরে ফুলগুলো সাজানো ছিলো, অপূর্ব লাগছিলো দেখতে।

তারপর আমি আর আমার ননদের বড়ো ছেলে মিলে কেক কাটার জন্য ওপরের বারান্দা টুনি লাইট দিয়ে সাজিয়ে নিলাম।

IMG_20221217_023312.jpg

(কেক কাটার আয়োজন,লাইটিং করা শেষ)

বিভিন্ন রঙের টুনি লাইট দিয়ে সাজানোর ফলে বারান্দাটা দেখতে অপূর্ব লাগছিলো। অন্য সব লাইট বন্ধ করে আমি যখন টুনি লাইট গুলি সব ঠিকঠাক করে জ্বালিয়ে দিলাম, তখনো কতগুলো ছবিও তুললাম।

তারপর সকলে মিলে আনন্দ করে দিদি ও দাদাকে দিয়ে কেক কাটালাম। আজকে বাইরে ভালোই ঠান্ডা পড়েছিলো। তাই আমরা শুধু কেক কাটা পর্যন্ত অপেক্ষা করলাম।

তারপর আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। আজকে কেক কাটার পর আর আর ডিনারের জন্য দেরি করি নি। আমার ননদ আমাদের ডিনার টিফিন বক্সে ভরে দিয়ে দিলো।

IMG_20221217_023625.jpg

(এইভাবেই তোমরা ভালো থেকো আজীবন)

বয়েসটা সত্যিই একটা সংখ্যা মাত্র। ভালো বাসলে সব বয়সেই ভালোবাসার কথা জানানো সম্ভব। 22 বছর ধরে অনেক ভালো মন্দ সময় কাটিয়েছে আমার ননদ ও ননদের বর। কিন্তু ভালোবাসা কমেনি এতোটুকু ও।

যাইহোক, আজকে অনেকটা ভালো সময় কাটলো আমার, সেই ছবিই আপনাদের সকলের সাথে শেয়ার করলাম, আশাকরি আপনাদের ভালো লাগবে।আপনারা প্রার্থনা করবেন যেন ওরা আজীবন সুখে থাকে।

সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সবার প্রথমেই দিদি আপনার ননদ এ ননদের স্বামীক জানাই বিবাহবার্ষিকী অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।দেখেই মনে হচ্ছে আপনারা সবাই দিনটা খুব আনন্দ করে কাটিয়েছেন।

You reminded me of a lady I knew at Bubblews about 12 years ago. Probably that lady was from Delhi and used to write for Hubpages too. I would love to hear from you about that.

My greetings to your Nun as I read it in translator but guess it should be nand (sister in law) who married of her own choice and celebrating her 22nd marriage anniversary.

Thank you, but if you're the same lady, I would be very pleased to hear that. Please write your response in English as I know she is top notch writer of English language.

Translated in Bengali on google

আপনি আমাকে বাবলিউতে প্রায় 12 বছর আগে পরিচিত একজন মহিলার কথা মনে করিয়ে দিয়েছেন। সম্ভবত মহিলাটি দিল্লি থেকে এসেছেন এবং হাবপেজের জন্য লেখেন। আমি যে সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই.

আপনার সন্ন্যাসীকে আমার অভিনন্দন যেহেতু আমি এটি অনুবাদকের মধ্যে পড়েছি তবে অনুমান করা উচিত যে এটি সেই সন্ন্যাসী (ভাই) হওয়া উচিত যিনি তার নিজের পছন্দে বিয়ে করেছেন এবং তার 22 তম বিবাহ বার্ষিকী উদযাপন করছেন৷

আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি যদি একই ভদ্রমহিলা হন তবে আমি এটি শুনে খুব খুশি হব। অনুগ্রহ করে আপনার প্রতিক্রিয়া ইংরেজিতে লিখুন কারণ আমি জানি তিনি ইংরেজি ভাষার একজন নেতৃস্থানীয় লেখক।

Sorry but I am not the lady you are talking about. I live in Kolkata, and my mother tongue is Bengali. You are right my sister in law got married of her own choice and we celebrated her 22nd wedding anniversary yesterday. Thank you so much for reading my post and leaving such a nice comment. Have a good day😊.

Loading...

@sampabiswas আপনার দিদি আর দাদার জন্য অনেক শুভেচ্ছা রইলো। তারা যেন এইভাবে সারা জিবন পাশে থাকুক এটাই কামনা করি।

@sampabiswas তোমার ননদ এবং ননদের স্বামীকে জানাই বিবাহর্বাষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী আরও ২২বছর যেন এভাবেই তারা ভালো থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।

তার সাথে তুমিও ভালো থেকো।

আপনার ননদের বিবাহ বার্ষিকী উদযাপন দেখে ভালই লাগলো কারণ তারা পালিয়ে বিয়ে করার সত্ত্বেও এখন পর্যন্ত যে একই সঙ্গে এত সুন্দর ভালবাসা তাদের মধ্যে বিরাজমান আছে এটা অনেক বড় পাওয়া।
আজকাল পালিয়ে বিয়ে করা মানেই মনে হয় ডিভোর্সের সময় এসে গেছে তাদের। তবে প্রশ্ন আমার কাছে একটি থেকেই গেল তাদের কি এখন মেনে নিয়েছে?
তাদের ভালোবাসা অটুট থাকুক এই কামনাই করি।

হ্যাঁ, তাদের বিয়ের কিছু দিনের মধ্যেই দুই পরিবারের পক্ষ থেকে মেনে নিয়েছে। আপনার শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনাকে ধন্যবাদ জানাই আমার মন্তব্যের সঠিক উত্তর দেওয়ার জন্য। তাদের ভালোবাসা অটুট থাকুক এই প্রত্যাশা করি ❤️

যদিও শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেলো, তবুও আপনার ননদ ও ননদের হাজব্যান্ডকে জানাই অনেক শুভেচ্ছা তাদের বিবাহবার্ষিকীর জন্য। একসাথে এইভাবেই আরও অনেক গুলো বিবাহবার্ষিকী কাটান আপনারা।

অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্যের জন্য।

একটু দেরি হয়ে গেল বটে, তবে আমার পক্ষ থেকে রইলো অনেক শুভেচ্ছা আপনার ননদের পরিবারের জন্য, এতগুলো বছর একসাথে কাটানো মুখের কথা নয়।

ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মন্তব্যের জন্য।সত্যিই এতোগুলো বছর একসাথে কাটানো মুখের কথা নয়।

@sampabiswas আমার তরফ থেকে শুভ ২২তম বিবাহবার্ষিকী। এভাবেই তারা ভালো মন্দ নিয়ে আগামী দিন গুলো কাটাতে পারে এটা ভগবানের কাছে প্রার্থনা করি।