"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT "

in hive-120823 •  5 months ago  (edited)
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...XUjQx1pL4vKHctyQRHrrBbqt2dFgHqXJ89SVXUFjorpPkezNLW6CvkSopoS3DjshGYxy1hfEjz1UcFqrKMqQe9zdoCbrMSujco4ZQx62QeLYLZZ8nAJAdcVqSn.png
"Edited by Canva"

Hello,

Everyone,

এই মুহূর্তে ব্যক্তিগত জীবনে বেশ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। কারণটা অবশ্যই যারা আমার গতকালের পোস্ট পড়েছেন, তারা জানেন। তবে আজকের পোস্ট আমার সেই সমস্যা বিষয়ক নয়।

আজ কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপনের দিন। তাই অনেক অসুবিধা সত্ত্বেও আজকের এই রিপোর্টটি আমি উপস্থাপন করতে চলেছি।

কারণ এটি আমার কর্মক্ষেত্রের দায়িত্ব। যেটা পালন করতে আমি বদ্ধপরিকর। তাই পরিস্থিতির বিপরীতে গিয়ে চেষ্টা করছি, নিজের যতটুকু দায়িত্ব পালন করা সম্ভব ততটুকু করতে। যাই হোক চলুন এই সপ্তাহের সপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট শুরু করি, -

1672344690977_010726.jpg

চলুন তার আগে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা নিজেদের কাজকে আরও একটু উন্নত করতে পারেন।

নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরামর্শ

  • সবার প্রথমেই মনে রাখবেন, আপনি যে ভাষায় লিখতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন,সব সময় সেই ভাষাতেই নিজের পোস্ট লিখবেন। কারন যেমনটা আপনারা সকলেই জানেন, স্টিমিট প্ল্যাটফর্মে লেখার জন্য সকল ভাষারই গ্ৰহন যোগ্যতা রয়েছে। কতজন মানুষ আপনার লেখা পড়তে পারবে, আর কতজন পারবেন না, কখনোই সেই হিসাব করবেন না।

  • যে ভাষার উপরে আপনার দক্ষতা কম, যে ভাষায় লেখার জন্য আপনাকে অন্য কারোর সাহায্য নিতে হয়, সেই ভাষায় নিজের পোস্ট লেখা সবার প্রথম বন্ধ করা উচিত। তাতে ভুলের সম্ভাবনা কম থাকে।

  • আপনারা যে, যেভাবেই লেখেন না কেন, লেখার শেষে নিজের লেখা পোস্ট পড়ার অভ্যাস তৈরি করুন, দেখবেন নিজের লেখায় কোনো ভুল থাকলে তা অবশ্যই আপনার চোখে পড়বে।

  • সব সময় চেষ্টা করবেন নির্ভুল ভাবে লেখার। বানানের দিকে সর্বদা নজর দেবেন। লেখার পড়ে সেটাকে পোস্ট করার পূর্বে বেশ কয়েকবার পড়ে নেবেন, যাতে বানান ভুলের সম্ভাবনা না থাকে।

  • বাক্য গঠনের দিকে অবশ্যই সচেতন হবেন। অনেক সময় পোস্ট পড়তে পড়তে বেশ কিছু ইউজারের পোস্টে বাক্য গঠনের ক্ষেত্রে অসংগতি চোখে পড়ে। এই অসর্তকতার কারনে বাক্যের মানে সঠিক ভাবে বোঝা যায় না।

  • সঠিক ও সুন্দর শব্দ চয়ন আপনার পোস্টের মান উন্নত করে। সুতরাং সবসময় অন্যের পোস্ট পড়ার অভ্যাস করুন, দেখবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনার সুবিধা হবে।

  • নিজের পোস্ট সর্বদা ছোটো প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবেন। যাতে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি, তার মধ্যে কোনো বানান ভুল থাকলে তা সহজেই চোখে পড়ে।

  • ছবি ব্যবহার করার সঠিক নিয়ম আপনারা সকলেই জানেন, তবে আমি অনুরোধ করবো সবসময় আপনার লেখার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ব্যবহার করার পাশাপাশি, ছবির সাইজের দিকেও লক্ষ্য রাখবেন। প্রতিটি ছবি একদম সমান মাপের হতে হবে এমন নয়, তবে তাদের মধ্যে যেন কিছুটা সামঞ্জস্য থাকে। যা আপনার পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধি করবে।

  • মার্ক ডাউন আমাদের পোস্টের সৌন্দর্য্য বাড়িয়ে দেয় ঠিকই, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, সঠিক বিষয় নির্বাচন। এরপর যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হলো, বিষয়ের উপর ভিত্তি করে সঠিক শীর্ষক নির্বাচন, তার সাথে সঠিক ছবির ব্যবহার ও সবশেষে সঠিক হ্যাশট্যাগ নির্বাচন।

1672344690977_010726.jpg

যাইহোক,‌ এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সপ্তাহে সকলের এনগেজমেন্ট ডিটেইলস। সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Moderators Engagement Details"

UsernameNo.of Postcomments
@sampabiswas753
@piya3563
@sur-riti231
@sualeha227
@whizzbro4evs125
@miftahulrizky123
@awesononosa014

1672344690977_010726.jpg

এরপর আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Users Engagement Details"

UsernameNo.of Postcomments
@mou.sumi745
@shuhad6151
@alamin125671
@rubina203670
@baizid123663
@sabus647
@jahidul21630
@shariarprottoy624
@sifat42065
@tanay1235113
@sayeedasultana537
@mdsahin111534
@rakibal526
@muktaseo510
@isha.ish58
@amekhan56
@sairazerin426
@karobiamin71420
@mukitsalafi410
@hasnahena47
@yoyopk311
@pijushmitra310
@shariful1234
@adylinah34
@jakaria12123
@hafizur46n12
@crafter11

1672344690977_010726.jpg

সত্যি কথা বলতে এনগেজমেন্ট নিয়ে আলাদা করে আর কিছু আজ আমার বলার নেই। কারণ এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে মূলত সব বিষয়েই কথা বলা হয়ে গেছে। যারা এই সপ্তাহে টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত ছিলেন, আশা করছি বিষয়টি সম্পর্কে প্রত্যেকেই অবগত।

যাদের কাছে এনগেজমেন্টটা বড্ড বেশি বিরক্তি কর একটি বিষয়, তাদেরকে জানিয়ে রাখতে চাই কমিউনিটির বেশ কিছু মানুষ রয়েছেন, যারা এই এনগেজমেন্টের স্বপক্ষে। তাই তাদের কাজকে উৎসাহ দেওয়াটা আমাদের দায়িত্ব। আর এই দায়িত্বটি পালন করার সর্বোচ্চ চেষ্টা আমি করবো, এই সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপনের মাধ্যমে।

আশাকরি উপরোক্ত ডিটেইলস দেখে আপনারা বুঝতে পেরেছেন, গত সপ্তাহের মতনও এই সপ্তাহে একজন বিজয়ী হয়েছেন। কারণ একমাত্র তিনিই এনগেজমেন্ট চ্যালেঞ্জে বিজয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় নিয়ম পালন করতে সক্ষম হয়েছেন।

তাই আমার পক্ষ থেকে @shuhad ভাইকে অনেক শুভেচ্ছা জানাই, এই সপ্তাহে বিজয়ীদের দলে নিজের নাম নথিভুক্ত করার জন্য। বাকি যারা খুব কম সংখ্যক কমেন্টের জন্য পিছিয়ে রইলেন, তাদের জন্য রইল অসংখ্য শুভ কামনা, আগামী সপ্তাহের জন্য।

IMG_20240611_011942.jpg
"ওয়ালেট থেকে নেওয়া স্ক্রিন শট"

এই সপ্তাহে বিজয়ীকে পুরস্কৃত করেছে আমাদের সিনিয়র মডারেটর তথা ডিসকর্ড ইনচার্জ @piya3 দিদি। তাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

"Conclusions"

এই সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্টে হাতেগোনা কয়েকজনের নাম বাদ দিলে, বাকিদের এনগেজমেন্ট বরাবরের মতো নিরাশাজনক। তাই উৎসাহ যদি দিতেই হয় আমি তাদেরকেই উৎসাহিত করবো, যারা পরিশ্রম করার পরেও মাত্র কয়েকটি কমেন্টের কারণে পিছিয়ে পড়লেন। আমার বিশ্বাস আপনার যদি আরেকটু চেষ্টা করেন, তাহলে আগামী সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টে অবশ্যই সেটা দৃশ্যমান হবে। সকলের জন্য অনেক শুভকামনা রইলো। শুভরাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। তবে আমার নিজের এনগেজমেন্ট একেবারেই খারাপ। সেটা আমি নিজেই স্বীকার করছি। আশা করি আগামী সপ্তাহে আমি সবার উপরে থাকার চেষ্টা করব।

একদমই ঠিক বলেছেন একটা পোষ্টের কোয়ালিটি বৃদ্ধি করার জন্য, অবশ্যই বাক্য গঠন এবং ছোট ছোট প্যারা করে লিখলে, সে পোস্ট দেখতে যেমন সুন্দর দেখায়, পড়তেও বেশ ভালো লাগে। ধন্যবাদ পোস্ট লেখা সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আমাদের সাথে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

আপনার এনগেজমেন্ট বরাবর খুব ভালো। কোনো একটি সপ্তাহে হয়তো কোনো কারনে এনগেজমেন্ট একটু কম হয়েছে, তবে এই সপ্তাহে আপনার এনগেজমেন্ট অনেকটাই বাড়বে আশাকরি। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

আমার নিজের এংগেজমেন্ট ও অনেকটা খারাপ তার ওপরে দেখতে পেলাম আমরা যারা একসাথে কাজ করি তাদের প্রত্যেকের এনগেজমেন্ট আমার চেয়েও অনেক বেশি খারাপ হয়েছে। এখানে আমি একটি কথাই বলতে চাই আমরা একটি পরিবারে যুক্ত হয়ে গেছি তাই আমরা আমাদের নিজেদের এংগেজমেন্ট বেশি করতে পারি তাহলে আমাদের সবার জন্য ভালো হবে এবং আমিও চেষ্টা করব আগামীতে ভালো কিছু করার জন্য।

ধন্যবাদ দিদি আপনাকে একটি সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে সুন্দর করে সাজিয়ে তুলে ধরার জন্য।

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার এনগেজমেন্ট বাড়বে একথা আমি বলতে পারি। তবে একথাও সত্যি সকলেরই একটু নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধির চেষ্টা করা উচিত। পরিবারের উন্নতিতে সকলের অংশগ্রহণ থাকলে সেই পরিবারের উন্নতি নিশ্চিত। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আপনি আপনার সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট এর ডিটেইলস আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি কথা বলতে নিজের এনগেজমেন্টের অবস্থা দেখে লজ্জাই লাগছে।
তবে কোন অজুহাত দেখানোর চেষ্টা করব না। বরং এ সপ্তাহে আরেকটু ভালো করার চেষ্টা করবো।
আশা করি কমিউনিটির বাকি সদস্যরাও নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করতে সক্ষম হবেন।
এত চমৎকার ভাবে এই রিপোর্টটা প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

সত্যিই গত সপ্তাহে সকলের এনগেজমেন্ট অনেকটাই কম ছিলো। আপনার এনগেজমেন্ট অনেক ভালো ছিল, আমি জানি আপনি চাইলে পূর্বের মতোই আবার কাজ করত পারবেন। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

আপনাকে অনেক ধন্যবাদ সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার জন্য। সত্যি বলতে আমি ভেবেছিলাম এই সপ্তাহে হয়ত এনগেজমেন্ট রিপোর্ট আসতে দেরি হবে কারন আপনি যে পারিবারিক সমস্যায় রয়েছে সেটা আমরা জানি।

তবে সব কিছুকে উপেক্ষা করে আমাদের মাঝে রিপোর্ট নিয়ে হাজির হয়েছেন। আপনি যে এই প্লাটফর্মকে কতটা ভালোবাসেন এবং নিজের কাজকে কতটা প্রাধান্য দেন এটাই তার প্রমাণ।

@shuhad অভিনন্দন ভাই।

ধন্যবাদ দিদি, ভালো থাকবেন।

আমাকে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ ভাই।
আমি খুব ভালো করে জানি, আপনার ও এনগেজমেন্ট অনেক ভালো। হয়তো কোন ব্যস্ততার কারণে এই এনগেজমেন্টটি আপনার একটু খারাপ হয়েছে। কিন্তু আমি জানি যে, আপনি চাইলে আবারো নিজের জায়গায় ফিরে যেতে পারবেন।
আপনার জন্য ও সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন ।

হ্যাঁ এই সপ্তাহে আমি খুব খারাপ পরিস্থিতিতে ছিলাম। তবে যেহেতু এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশ করার দায়িত্ব আমার। তাই আমি চেষ্টা করেছি সময়মতো সেটা পালন করার। আপনি যে সুন্দর মন্তব্য করেছেন, সেটা পড়ে আরও বেশি উৎসাহ পেলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

আসলে এটা আমাদের জন্য অনেকটা দুঃখজনক বিষয় যে আমাদের এনগেজমেন্ট অনেকটাই কমে গিয়েছে। যেটা শুধুমাত্র আমাদের জন্য আলো যদি একটু চেষ্টা করি তাহলে আবারও আগের জায়গায় ফিরে যেতে পারি। আমরা অবশ্যই চেষ্টা করব পরের সপ্তাহে এনগেজমেন্ট আরো সুন্দর করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এ সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট পাবলিশ করার জন্য।

আসলে এনগেজমেন্ট বৃদ্ধি করা যার যার নিজের জন্য জরুরি। তাই এই বিষয়টির দিকে লক্ষ্য রাখাও নিজস্ব দায়িত্ব হওয়া উচিত। আমরা কেবলমাত্র পরামর্শ দিতে পারি তবে সেটা মানা বা না মানা আপনাদের পছন্দ। আপনি যে এনগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন জেনে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

প্রথমেই কো-এডমিন ম্যাম এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সাপ্তাহিক এংগেজমেন্ট রিপোর্ট সুন্দরভাবে প্রকাশ করার জন্য। আমরা সবাই বিগত পোস্টেই অবগত হয়েছি, আপনি পারিবারিক সমস্যার মাঝে একটু ব্যস্ত আছেন। সত্যিই নিজের বাস্তব জীবনে এত ব্যস্ততা থাকার মাঝেও এনগেজমেন্ট রিপোর্টটি আমাদের মাঝে সুন্দরভাবে প্রকাশ করেছেন।
নিজেকে বিজয় হিসেবে দেখে খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ আগামীতেও নিজের কাজ এভাবে অব্যাহত রাখার চেষ্টা করব।

প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে, এতো সুন্দর ভাবে নিজের কাজটি করার জন্য। ব্যক্তিগত জীবনে কাজ করার পরেও, চেষ্টা করলে নিজের এনগেজমেন্ট ধরে রাখা যায় তার সবথেকে ভালো উদাহরণ আপনি। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। আরও ভালো লাগে যখন আপনাকে বিজয়ী হিসেবে দেখতে পারি। এমন ভাবেই আমাদের সাথে আগামীতেও যুক্ত থাকবেন, এই আশা রাখি। ভালো থাকবেন।

আমার জন্য দোয়া করবেন, এভাবেই যেন নিজের কাজ চালিয়ে যেতে পারি। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন বাদেও যদি ইচ্ছা করা যায়। তাহলে যে কোন কাজকেই সম্ভব করা যায়।
ইনশাআল্লাহ আমি আগামীতেও নিজের কাজ অব্যাহত রাখার চেষ্টা করব।
আপনার জন্য ও শুভ কামনা রইল। ভালো থাকবেন ।

@shuhad ভাইকে অনেক অনেক অভিনন্দন। গত সপ্তাহে আপনার এনগেজমেন্ট সবার থেকে ভালো । আপনার কাছ থেকে আমাদের সকলের অনেক কিছুই নেবার আছে। এনগেজমেন্টের গুরুত্ব আমাদের সকলকে খুব ভালোভাবেই অনুধাবন করা উচিত। রিপোর্ট অনুযায়ী আমার নিজের এনগেজমেন্টের অবস্থা একদম নাজেহাল। চেষ্টা করছি সবকিছু ঠিক করার।

ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করার জন্যে এবং সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশের জন্যে।

দিদি প্রথমেই আর অসংখ্য ধন্যবাদ জানাই এ সপ্তাহে এংগেজমেন্ট রিপোর্ট টা আমাদের সাথে শেয়ার করার জন্য।
এনগেজমেন্ট চ্যালেঞ্জ এর মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে কতটুকু কাজ করতে পেরেছি তা বুঝতে পারি।
এনগেজমেন্ট রিপোর্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।তবে আমার বেশ খারাপ লাগছে এই সপ্তাহের আমার অবস্থান দেখে। তবে আরও বেশি ভালো করার চেষ্টা করব এই আশা রাখছে। ধন্যবাদ আপনাকে।

এনগেজমেন্ট চ্যালেঞ্জ এর মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে কতটুকু কাজ করতে পেরেছি তা বুঝতে পারি।

এনগেজমেন্ট চ্যালেঞ্জের মাধ্যমে নয়, এনগেজমেন্ট রিপোর্ট এর মাধ্যমে জানতে পারেন আপনার কার্যক্রম। কমিউনিটিতে যুক্ত হওয়ার পর আপনার এনগেজমেন্ট যতটা ভালো ছিলো, ততটা ভালো আজ পর্যন্ত দেখতে পেলাম না। তবে আগামী দিনে আশাকরি আপনার পুরনো দিনের কার্যক্রম নতুন করে দেখতে পাবো। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

TEAM 7

Congratulations! Your post has been upvoted through steemcurator09.

Curated by : @sduttaskitchen