source
(মাঝে মাঝে ইচ্ছা করে এমন ছোটো হয়ে যেতে,যাতে আবার মায়ের আদর পাই)
Hello,
Everyone,
কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি আপনারা সকলে ভালো আছেন এবং আজকের দিনটা আপনাদের সকলের ভীষন ভালো কেটেছে।
আমার আজকের দিনটা ভালোই কাটছিলো। লাঞ্চের পর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকেই মনটা খুব খারাপ হয়ে গেলো। এমনটা আমার মাঝে মাঝেই হয়। আপনাদের সাথেও কি এমনটা হয়?
ঘুম থেকে উঠে পিকলুর সাথে ছাদে গিয়ে বেশ কিছুটা সময় কাটালাম। কিন্তু তবুও মনটা যেন কিছুতেই ভালো লাগছে না। আজকে মায়ের কথা খুব বেশী মনে পড়ছে। মনে হচ্ছে কতদিন মায়ের সাথে কথা বলিনি। একটু কথা বলতে পারলেই মনটা একদম ভালো হয়ে যাবে। কিন্তু আফসোস এই জীবনে আর কোনওদিন মায়ের সাথে কথা বলে মন ভালো করা সম্ভব হবে না।
প্রাত্যহিক জীবনের কাজকর্মে ব্যস্ত থাকার সময় মাকে খুব বেশি মনে পড়ে না। কিন্তু যখন কোনো কারনে মন খারাপ লাগে সবচেয়ে আগে মায়ের কথাই মনে পড়ে, আর সেই সময় খারাপ লাগা দ্বিগুণ হয়ে যায়। কারন ,সেই সময় মন খারাপের কারন মাকে কোনো দিন জানাতে না পারার কষ্ট আরও বেশি তীব্রভাবে অনুভব করি।
আজকে প্রায় ১০ বছর মা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো যেন মাঝে মাঝে ঘুমের মধ্যে মায়ের ডাক আমি শুনতে পাই। আজও যেন মনে হলো মা আমাকে বলছে -" কি রে সোনা এবার ঘুম থেকে ওঠ, সন্ধ্যা হয়ে গেলো তো। " তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে দেখলাম- মা তো নেই।
মা যেদিন চলে গিয়েছিল, এক মুহুর্তে যেন সেই কষ্টটা আরও একবার অনুভব করলাম। আমি যেদিন থেকে বুঝতে শিখেছি, আমি আমার কাছে কোনো মানুষের মৃত্যু দেখিনি। আমার দিদিমা যখন মারা যান, আমি তখন খুবই ছোটো। সেভাবে কিছু মনে নেই। তাই মায়ের মৃত্যুটা আমাকে জীবনের প্রথম ধাক্কা দিয়েছিলো।
কিছু বুঝে ওঠার আগেই সবটা শেষ হয়ে গিয়েছিল।মা কে ছেড়ে কিভাবে থাকবো সেটা ভাবার আগেই দেখি মা হারিয়ে গেলো চিরতরে। এখন বুঝতে পারি মৃত্যুই জীবনের চরম সত্যি। সবাইকে একদিন এই সত্যিটা মেনে নিতে হয়। কিন্তু বিশ্বাস করুন ১০ বছর আগে আমি এটা বুঝতে পারিনি।
কেন জানিনা আজও মাঝে মাঝে মনে হয় মা আমাকে ডাকে। আমি স্পষ্ট মায়ের গলা শুনতে পাই। যেভাবে ছোটো বেলায় কোথাও খেলতে গেলে মা জোর গলায় বাড়ি ফিরতে বলতো। ঠিক ঔ রকম ডাক এখনো ভেসে আসে। তখন বিশ্বাস হয় না যে মা নেই, আর কোনো দিন ডাকবে না।
যাইহোক, আজকেও এমন একটি ডাকেই ঘুম ভাঙলো আমার। আর তখন থেকেই মন খারাপ। আর এই খারাপ লাগার কথাটা সবাই বুঝতে পারবে না। কারন যাদের কাছে এখনো তাদের মা আছে, তারা এখনো মায়ের কাছে নিজেদের ভালোলাগা, খারাপ লাগা শেয়ার করতে পারে। আর আমি মন থেকে চাই সকলের মা তাদের সাথে থাকুক। কারন মা পাশে আছে, এই জানাটুকুই জীবনের অনেক কষ্ট কম করে দেয়।
প্রচলিত একটি কথা আছে - "দাঁত থাকতে কেউ দাতেঁর মুল্য দেয় না। " এটা একেবারেই সত্যি। মা যখন ছিলো, সত্যিই বুঝিনি জীবনে মা কে ছাড়া বেচেঁ থাকা কতটা কষ্টের। না বুঝে অনেক সময় নিশ্চয়ই অনেক কষ্টও দিয়েছি মাকে। কিন্তু আমি জানি মা কোনোদিন রাগ করেনি,ভুল করেও আমার খারাপ চায়নি। আর এখানেই তো মা-সন্তানের ভালোবাসার পার্থক্য।
আপনাদের সকলকে অনুরোধ করবো, সকলে নিজের মা কে খুব ভালোবাসবেন, যত্ন করবেন, আগলে রাখবেন। কারন এই পৃথিবীতে মায়ের থেকে কেউ আপনাকে বেশি ভালোবাসবে না, বাসতে পারবে না। বিশ্বাস করুন মাকে ভালো রাখতে অনেক কিছু দরকার হয় না। অল্প জিনিসে ভালো থাকা যায় যদি মা সাথে থাকে।
আমি আমার ব্যক্তিগত অনুভূতি শেয়ার করলাম। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার সাথে একমত না ও হতে পারেন। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শুভ রাত্রি।
ঈশ্বর সর্বত্র থাকতে পারেন না, তাই মায়ের সৃষ্টি। সব সম্পর্কই একদিন জীবন থেকে হারিয়ে যায় সময়ের সাথে তবে কি, তার সাথে এমন অনেক সম্পর্কই যোগ হয় যেটা সম্পূর্ণ না হলেও কিছুটা পরিপূরক হয়ে ওঠে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sampabiswas আপনার মা যেখানেই থাকুকনা কেন সব সময় আপনার পাসে আছে এবং থাকবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit