বিদায়ের সুর বেজে গেছে

in hive-120823 •  2 years ago  (edited)

religion-42416__480.webp

আপনাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা

source

Hello,
Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন। প্রথমেই আপনাদের সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশাকরি আপনাদের সকলের পুজো খুব ভালো কাটলো।

আমার লেখার শুরুতেই আমি ক্ষমাপ্রার্থী, এতোটা দেরীতে আমার লেখা শেয়ার করার জন্য। আসলে দেখবেন এমন অনেক সময় হয়তো আপনাদের সকলের সাথেও হয়, আপনি যত তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করবেন, কোনো না কোনো কারনে কাজটা ততই দেরীতে হয়। আজ আমরা সাথেও তেমনই হলো।

যাইহোক,চলুন এবার লেখা শুরু করি। বিজয়া দশমী মানেই মায়ের ঘরে ফেরার পালা, মায়ের আসাটা যতটাই আনন্দের, মায়ের ফেরাটা ততটাই কষ্টের। ভারাক্রান্ত মনে আমরা সকলে মাকে বিদায় জানাই। আর প্রার্থনা করি সবাইকে ভালো রাখার জন্য, পরের বছর আসার জন্য।

IMG_20221006_022732.jpg

নবমীর দিন তিতলির সাথে সময় কাটানো

নবমীর দিনটা আমার বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছিলো। কারন ঔ দিন আমার দিদিরা এসেছিল। তাই সারাদিন তিতলি ও তাতানের সাথেই কাটলো। এরপরে দিদিরা চলে গেলে আমিও শশুর বাড়িতে ফিরে এলাম। কারন আজ দশমীর দিনে শশুর বাড়িতে থাকাটাই নিয়ম। তাই ফিরে আসতেই হলো।

তার উপর আজকে আবার আমার জন্মদিন। অবশ্য জন্মদিন পালনের মতো বিলাসিতায় আমি কোনোদিনই অভ্যস্থ ছিলাম না, বা বলতে পারেন সামর্থ্য না থাকায় কোনোদিন সেই ইচ্ছাকে মনে প্রশয় দিইনি। কিন্তু বিয়ের পর থেকে শুভ অবশ্য কেক আনে। কিন্তু আমি সেই অর্থে আনন্দ পাইনা। কারনটা অবশ্য আমি বুঝিয়ে বলতে পারবো না।

দুপুর বেলা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাদের কমিউনিটির কাজের ব্যাপারে কথা বললেন। যেখানে কিভাবে আমরা কাজটি আরও ভালো ভাবে করতে পারি সেই বিষয়ে কথা হলো। সকলে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। মিটিং শেষ করে তারপর আমি লাঞ্চ করলাম।

IMG_20221006_022832.jpg

পাশের বাড়ির কাকিমা সিন্দুর পরিয়ে যাওয়ার পরে তোলা ছবি

যাইহোক, বিজয়ার দিনটা আমি বাড়িতেই কাটালাম। আমার ননদরা এসেছিলো। ওদের সাথেই কাটলো আমার দিন।সন্ধ্যা বেলা পাশের বাড়ির একজন কাকিমা এসে সিদুর পড়িয়ে বিজয়া করিয়ে গেলেন।

আজকে পিকলু ভীষন ভয় পেয়েছিলো সারাদিন। কারন বাজির আওয়াজে ওর কাপুনি উঠে যায়। আর ঠাকুর বিসর্জনের সময় সকলে কমবেশি বাজি পোড়ায়, মাইক বাজায় তাই সবটা মিলিয়ে পিকলু আজ ভীষন ভয়ে ছিলো।

IMG_20221006_022749.jpg

দশমীর সন্ধ্যা আমাদের বাড়িতে আমার ননদের ছোটো ছেলে

সন্ধ্যা থেকে ওকে কোলে নিয়েই বসে ছিলাম আমি। পরে ওর জ্বর এসেছে দেখে আমি আর শুভ জোর করে ওকে ওষুধও খাইয়ে দিলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে ওর জ্বর কিছুটা কমলো। রাতে আমার ননদরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি গেলো।

দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেলো। শুরু হয়ে গেলো আসছে বছরের জন্য অপেক্ষা করা। এর মাঝে অবশ্য আরও বেশ কিছু পুজো আছে। আশাকরি সেগুলোও আপনাদের সকলের অনেক ভালো কাটবে।

সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Happy Vijaya dasmi and belated happy birthday. I wish God brings lot of happiness to you and your family.🙏🙏

Thank you very much my friend @birjudanak . I am
very happy to see your comment after a long time. How are you?
Happy Vijaya dasmi from me to you and your entire family. Stay blessed🙏

I am fine, thanks for ask and hope you and your family fine too. I am just busy with work so not get enough time for bloging.

Nice diary from you. Happy Dasara my friend.

Happy Dasara to you @lavanyalakshman mam. Thank you for visiting my post. Have a good day😊.

Its my pleasure. Take care.

তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে ছবিগুলোতে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো এবং সুস্থ্ থেকো সবসময়।
দুঃখিত দেরি করে শুভেচ্ছা জানানোর জন্যে।

অনেক ধন্যবাদ @baishakhi88 দিদি আপনার শুভেচ্ছা বার্তা ও সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

Loading...

শুভ জন্মদিন আন্তরিক শুভেচ্ছা এবং সাথে অনেক আশীর্বাদ রইলো, তবে পাশাপাশি খাবার টাও কিন্তু বাকি রয়ে গেলো। ভালো থাকবেন ম্যাডাম সবসময়, এবং খুশি থাকবেন।

অনেক ধন্যবাদ @pulook স্যার। আপনার আর্শীবাদের হাত সবসময় মাথায় রাখবেন। খাবার নিশ্চয়ই খাওয়াবো স্যার। ভালো থাকবেন।

@sampabiswas দিদি শুভ বিজয়া, শুভ জন্মদিন। ভালো থাকিস।

ধন্যবাদ বোন @swetab97। তুইও খুব ভালো থাকিস।

@sampabiswas দিদি তোকে সারপ্রাইজ দিয়ে আমি ও খুব খুশি। একটাই দুঃখ যে জন্মদিনের দিন যেতে পারি নি। পরের বছর চেষ্টা করবো এক সাথে থাকার। তুইও ভালো থাকিস দিদি। love you❤