আমার লেখা কবিতা:-" তিস্তা - একটি নদীর নাম"

in hive-120823 •  2 years ago 
png_20230401_215422_0000_095447.png

Edited by canva

Hello,

Everyone,

আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর আপনাদের সকলের আজকের দিনটা অনেক ভালো কেটেছে।

আজকে অনেকদিন বাদে আমি আবার আপনাদের সাথে নিজের লেখা একটি কবিতা শেয়ার করতে চলেছি। আসলে কিছু কিছু সময়,কিছু কিছু ঘটনা আমাদের জীবনে অনেক খারাপ লাগা দিলেও, আমরা সেই ঘটনাগুলো কারো সঙ্গে শেয়ার করতে পারি না।

কিন্তু যদি সেই সময় কোনো নির্জন পরিবেশে, কিছুক্ষণের জন্য একা বসে থাকা যায়,অথবা আকাশের দিকে কিংবা বয়ে চলা নদীর দিকে বা সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে যায়, তাহলে অনেক সময় নিজের মন হালকা হয়ে যায়।

আপনাদের কারো সাথে হয় কিনা আমি জানিনা, কিন্তু এটা আমার একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা। আসলে কিছু সময় একা থাকলে যেন মনে হয়,জীবন সম্পর্কে অনেক গভীর উপলব্ধি করা সম্ভব।

এটা সত্যিই যে আমরা মানুষ, আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা আছে এবং আগামী দিনেও থাকবে। কিন্তু সেই সমস্যাগুলো অন্য কেউ এসে সমাধান করতে পারবে না।কারণ সমস্যাগুলো একান্তই আমাদের ।

সেই কারণে তার সমাধানের দায়িত্ব আমাদের নিজেদের উপরে বর্তায়। তাই নিজেকে ভালো রাখার, নিজের কষ্ট কমানোর উপায়, নিজেকে বের করতে হয়।

যাই হোক আজকে আমার এই কবিতাটি কোনো এক মন খারাপের মুহূর্তের সাক্ষী......

IMG-20220907-WA0007.jpg

তিস্তা,.....একটি নদীর নাম:-

বহু দিনের শখ আমি তোমার কাছে যাবো,
মনের কিছু প্রশ্ন আমি তোমাকে শুধাবো।

ইচ্ছে পূরন হলো শেষে, রওনা দিলাম আমি।
স্বপ্নপূরণ হবেই এবার, হোক না যতই দামি।

সেদিন ভোরে তাই তো আমি তিস্তার পাড়ে গেলাম।
স্নিগ্ধ সকাল,শীতল বাতাস,কুয়াশা খুঁজে পেলাম।

তার বয়ে চলার আওয়াজ শুনে মুগ্ধ হয়ে গেলাম।
একটু কাছে এগিয়ে গিয়ে,অর্ধ ডোবা পাথরে বসে,
তিস্তার জলে পা ডুবিয়ে দিলাম।

চতুর্দিকে তাকিয়ে দেখি শূন্যতায় ঘেরা, মাঝমধ্যে ট্রেনের আওয়াজ ব্রীজ থেকে ভেসে আসে।
বেশ কিছুক্ষন চুপটি করে রইলাম আমি বসে।

আমার সাথে সেদিন শুধু সঙ্গী ছিলো কিছু পাখি।
তবুও সেদিন মনে হল সারাদিন একা ওখানেই বসে থাকি।

কিছুক্ষন পরে তিস্তাকে শুধালাম,.......তিস্তা,
তুমি খরস্রোতা, পাহাড় প্রবাহী,
বক্ষে তোমার হাজার পাথর,
সত্যিই বলো তো, তুমি ভালো আছো কি?

তিস্তা বলল....মোর শীতল জলে,উগ্রস্রোতে,পাথর ভেঙেছি। তাই মনে হয় আজো আমি বয়েই চলেছি।

তবে ক্লান্ত আমি ভুলেই ছিলাম, বুকে পাথর বাধার ব্যথা।
তুমি শুধালে তাই বললাম আমার মনের কথা।

শুনতে শুনতে দুপুর হলো, কুয়াশা গেল সরে।
বললাম তখন, চললাম আজ দেখা হবে.........আবার,
যদি সুযোগ পাই অন্য বালুচরে।

বিদায় নিয়ে ফিরে এলাম নিজের জগতে,
তিস্তা এখনও বইছে জানি নিজের গতীতে।

শুধু মাঝে মাঝে প্রতিধ্বনির স্বরে, সে আমায় শুধায়,
আমার খবর তো নিলে, নিজেকেও প্রশ্ন করো......
ভালো আছো কি তুমি,তোমার রাত্রি জাগা ভোরে?

IMG-20220907-WA0007.jpg

আমি আগেও জানিয়েছি, আমি খুব একটা ভালো কবিতা লিখতে পারি না। শুধু নিজের মনের কথা গুলো মাঝে মধ্যে লিখি এই আর কি। তাই আমার কবিতাটি পড়ে আপনাদের কেমন লাগলো, সেটা নিশ্চয়ই কমেন্ট এর মাধ্যমে আমাকে জানাবেন।সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনারা লেখা তিস্তা নদীর সম্পর্কে কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটি লাইন যেন মন ছুঁয়ে গেছে।

নদীর পাড়ে বসলে যেন নদীর পানির মতো মনটাও বহমান হয়ে থাকে। মন যেন ছুটে চলে। ভালোলাগা সৃষ্টি করে। অবশেষে মন যেন খুঁজে পায় প্রশান্তি।

এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি। ভালো থাকবেন।

#miwcc

  ·  2 years ago (edited)

এটা সত্যিই যে আমরা মানুষ, আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা আছে এবং আগামী দিনেও থাকবে। কিন্তু সেই সমস্যাগুলো অন্য কেউ এসে সমাধান করতে পারবে না।কারণ সমস্যাগুলো একান্তই আমাদের ।

জ্বী দিদি, আপনি ঠিকিই বলেছেন। সবার জীবনেই কমবেশি সমস্যা বিদ্যমান। এরকম বিভিন্ন সমস্যাগুলোকে সাথে নিয়েই আমাদের প্রতিনিয়ত চলতে হয়। আর আমাদের সমস্যাগুলো আমাদেরকেই সমাধান করতে হয়। এতে প্রচুর ধৈর্য্যের প্রয়োজন।একজন মানুষ যখন খুব ব্যথিত হয়, যখন তার কষ্টের কথা কারো সাথে ভাগ সম্ভব হয় না তখন প্রকৃতি তার একমাত্র বন্ধুরুপ ধারণ করে। একাকিত্বের সময় একমাত্র প্রকৃতির সাথেই মনের কথা ভাগ করা যায়। যাইহোক দিদি, কষ্টের পড়ে সুখ আসে,একটু সময়ের ব্যবধান মাত্র।

ব্যথিত মনে এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে ভাগ করার জন্য ধন্যবাদ, দিদি।

#miwcc

আপনার এই কবিতার প্রতিটা লাইনের এক একটি অর্থ রয়েছে হয়তো সেগুলি আমি বুঝিয়ে বা ভাঙিয়ে দিতে পারবো না তারপর ও যতটুকু বুঝলাম একাকিত্ব সময়ে আমরা অনেক কিছু বুঝতে শিখি যারা একাকিত্ব অনুভব করে থাকে তাদের ভাবতে ভাবতে তাদের জীবনে একটি গল্পের মত বা কবিতা হয়ে যায় ৷ আপনার একাকিত্ব সময়ে তাই হয়েছে ৷ যাই হোক দিদি আপনার কবিতার প্রতিটি লাইন একের পর এক মিলে গেছে ৷ দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আপনার একাকিত্ব কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন ৷

সুস্থ থাকবেন দিদি সবসময় এই কামনাই করি ৷

#miwcc

আপনি একদম ঠিক কথা বলেছেন আমাদের যখন কিছু কিছু সময় খুব খারাপ লাগে তখন
কেউ যদি সেই সময় কোনো নির্জন পরিবেশে, কিছুক্ষণের জন্য একা বসে থাকে। অথবা আকাশের দিকে কিংবা বয়ে চলা নদীর দিকে বা সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে থাকে , তাহলে অনেক সময় নিজের মন হালকা হয়ে যায়। এছাড়া নদীর পাশে গেলে এমনিতেই মনটা সতেজ হয়। এবংআপনার কবিতাটি তিস্তা নদীর সম্পর্কে লেখা আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে কবিতাটির সব লাইনই ভালো লেগেছে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন আপু।
#miwcc

জীবনে এমন কিছু সময় থাকে। যে সময়ের কষ্ট গুলো একান্তই ব্যক্তিগত। সেগুলো না তো কাউকে বলা যায়। আর সেই কষ্টগুলো না তো কেউ সমাধান করতে পারে।

আপনার মত করে আমিও যখন কোন কষ্টের মধ্যে ডুবে যাই। তখন চুপচাপ কোন পুকুরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি। অথবা একা একা বসে থাকি। তখন মনে হয় জীবনটাকে আমি গভীরভাবে উপলব্ধি করতে পারি।

আসলে আপনার কবিতাটা পড়ে আমি একদম ইমোশনাল হয়ে গেলাম।

আপনার কাছে একটা অনুরোধ করবো। এভাবেই কিছু কিছু দিন পর পর। আমাদের মাঝে কবিতার শেয়ার করার জন্য। আপনার কবিতা পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি মুগ্ধ হয়ে গেলাম।

অসংখ্য ধন্যবাদ, আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

Loading...
@sampabiswas দিদি, আপনার কবিতায় অনেক ভাব লুকিয়ে আছে। আপনি হয়তো আপনার কবিতার মধ্য দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করেছেন। এটা খুব দারুণ একটা ব্যাপার।

নদী থেকে আমাদের আসলে শিক্ষা নেয়া উচিত দিদি। কারণ নদী কিন্তু একা তার সকল সমস্যা সমাধান করে দুর্বার গতীতে এগিয়ে চলে। নদী কিন্তু কখনো একাকীত্বতায় ভোগে না। মাঝে মাঝে নদীকে সঙ্গ দিতে ঐ নীল আকাশ হয়ত অপারগ দৃষ্টিতে তাকিয়ে থাকে। চাঁদ তার সমস্ত আলো নদীর বুকে বিছিয়ে দেয়। অথচ নদীর কিন্তু এগুলোর কোনটিও প্রয়োজন হয় না।

অনেক সময় একাকীত্বের মধ্যদিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। মন হাল্কা করা যায়। আপনি যেমন আপনার সমস্যার সমাধান নদীর পারে বসে খুজতে গিয়েছেন। হয়ত খুজে পেয়েছেন, হয়ত পাননি।

যাই হোক দিদি কবিতাটি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক শুভকামনা। ভবিষ্যতেও এমন কবিতা আমাদের উপহার দিবেন এই প্রত্যাশা করি।

#miwcc

@sampabiswas Wow! Has escrito un excelente texto 😃 Te felicito por tu maravilloso talento 💯