হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, শীতের সকাল নিয়ে কিছু কথা বলতে।
সব সময় যে সকালটি আমাদের জন্য হয় সে প্রত্যেকটা সকালে আমাদের জন্য অনেক সুন্দরময় একটি সকাল হয়। কিন্তু তাতে স্পেশাল যে সকালটি হল শীতের সকালটি শীতকালে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন,তখন মনের ভেতরটা অনেকটাই ভালো অনুভূতি কাজ করে।
কারণ রাতের বেলা হালকা হালকা ঠান্ডা, এবং গায়ের উপরও কম্বল কিংবা লেপ দিয়ে আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন এত সুন্দর ভালো লাগে যেটা বলার বাইরে। এবং এই শীতের সময় সকালবেলা উঠতে একটু আলসি বেশি লাগে, তারপরও শীতের এই সকালটা অনেকটাই সুন্দর লাগে, সবার কাছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা অবস্থায় হালকা রোদ্রের মাঝে বসে থাকতে এতটা মজা লাগে, যেটা হতো বলে বোঝানো যাবে না।
শীতের সকালটা আরো এক দিক থেকে স্পেশাল হয়, সেটা হল আপনি যখন সকালবেলা খেজুরের রস এই শীতের সকালে খাবেন তখন আপনার মনে হবে আপনার পুরো শরীরটাই ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি বরফ খাচ্ছেন, এমনটাই মনে হয় এই শীতের সকালে।
আবেগের মতন হয়তো এখন আর তত বেশি সকালবেলা ঠান্ডা পড়ে না, যত বেশি আগে পড়তো কিন্তু এখনো এমন কিছু কিছু জায়গা আছে যেখানে সকাল বেলায় আগুন ধরানো হয় এবং বাড়ির সকল মুরুব্বী এবং আশেপাশের দুই একজন মানুষ সবাই এক জায়গাটি মিলে আগুন ধরিয়ে আগুন শাখার এই মজাটা অন্যরকম একটি অনুভূতি দেয়।
কিন্তু এখন হয়তো সেই দিনগুলো খুবই কম দেখা যায়।
কারণ শীতের সকাল আগের তুলনায় একটু কমই বোঝা যায় কারণ আগে, যেমন প্রত্যেকটা মানুষ সকালবেলা উঠেই আগে আগুন ধরাতে ব্যস্ত ছিল কিন্তু এখনকার শীতের সকালে মানুষ উঠেই সোয়েটার এবং ইত্যাদি জিনিস ব্যবহার করতে পছন্দ করে তারপরও এই শীতের সকালটা আমার কাছে জানি অনেক বেশি ভালো লাগে।
শীতের সকালে এমন এমন কিছু কাজ আছে যেগুলো আপনি করতে খুবই বেশি পছন্দ করবেন এবং শীতের সকালে খেজুরের রস এবং যদি পিঠা খাওয়া হয় তাহলে সেই সকালটা তো আরো সবচেয়ে বেশি আনন্দময় হয়ে থাকে।
আমি জানিনা শীত কাদের ভালো লাগে কিংবা তাদের ভালো লাগেনা আমার কাছে শীতকালটা অনেকটাই ভালো লাগে এবং সেই শীতের সময়ের সকাল গুলো অনেকটাই ভালো লাগে কারণ গ্রামের দিকে আপনি শীতের সকালে যদি উঠে দেখেন তাহলে অবশ্যই আপনার চোখে পড়বে শীতের এই সকালে মানুষ বিভিন্ন কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে। এমনি সময় সকালে ব্যস্ত হওয়ার সময়টা এবং শীতকালের ব্যস্ত হওয়ার সময়টা অনেক পার্থক্য।
তো বন্ধুরা আজকে আমি শীতের সকাল নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি সেটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আজকে এই পোষ্টের ভিতরে যদি এমন কোন ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সকাল নিয়ে বেশ কিছু কথা তুলে ধরেছেন যেগুলো আমরা শীতকালীন সময়ে অনুভব করতে পারি ৷ আসলে শীতের সময়ে খেজুরের রস অনেক বিখ্যাত হয়ে উঠে ৷ আমরা আগে দেখেছি খেজুরের রস গ্রাম অঞ্চলে মানুষ সাইকেল দিয়ে বা হেঁটে হেঁটে বিক্রি করতে আসে আর তখন আমরা কিনে খেতাম ৷ এক গ্লাস খেজুরের রস ৫ টাকার মত নিতো আমাদের কাছ থেকে ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit