ফুলের ফটোগ্রাফি

in hive-120823 •  10 days ago 

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই,

আল্লার রহমতে সবাই অনেক ভাল আছে, আজকে আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।

প্রতিদিনের মতন আজকের সকালের বাসা থেকে বাইরে হয়েছি,দোকানের উদ্দেশ্য দোকানে আসার পথে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি পর তো একটা ফ্যাক্টরির সামনে দেখি একটি গাছে বেশ কিছু ফুল ফুটে আছে।

IMG_20240622_104903.jpg

দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে,আরো সকালবেলা হালকা পাতলা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে আরো যেন ফুলটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে দেখে খুব ভালো লাগছে, তখন আমি আমার হাতে থাকা মোবাইল ফোনটা বাইর করলাম তারপরে চিন্তা ভাবনা করলাম, যে এই ফুলের কিছু ফটোগ্রাফি আমি আমার মোবাইলে ধারণ করি।

IMG_20240622_104902.jpg

তারপরে আমি ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের কাছে জিজ্ঞেস করলাম, যে আমি কি এই গাছের যে ফুল ফুটে আছে এই ফুলের কিছু ছবি তুলতে পারি। তখন সেই সিকিউরিটি গার্ড আমাকে বলল, যে আমি তো বলতে পারব না, কারণ আমি যদি না জিজ্ঞেস করে তোমাকে ফুলের ছবি তুলতে বলি তাহলে হয়তো আমাকে ছাড়ে বকা দিবে, আমি একটু স্যারের কাছ থেকে শুনে আসি।

তখন আমি মনে, মনে ভাবলাম আসলে একটি সিকিউরিটি গার্ডের কতটা দায়িত্ব থাকলে, সে এটা বলতে পারে তার মানে ফ্যাক্টরির পাশ থেকে আমি একটি ফুলের ছবি উঠাবো, সেটার জন্য একটা ছাড়ের অনুমতি নেওয়া লাগবে।
IMG_20240622_104908.jpg

পরে সিকিউরিটি গাড তার স্যারকে বলল আসলে ছাড় আমাকে চেনে, সে আমার কাছে প্রতিনিয়ত আসা-যাওয়া করে তখন সে আমাকে দেখে বলল যে তুমি কি এই ফুলের ছবি উঠাতে চেয়েছ তখন আমি তাকে বললাম, যে হ্যাঁ আমি এই ফুলের কিছু ছবি উঠাতে চেয়েছি এর কারনে আমি তার কাছে জিজ্ঞাসা করছি।

করেছে স্যার আমাকে বলল, যে তুমি খালি তো ছবি উঠাবে এতে আবার জিজ্ঞাসা করার ,কি হলো পরে আমি বললাম যে কারোর জিনিস নেওয়ার আগে তার কাছ থেকে জিজ্ঞাসা করে, নেওয়াটাই ভালো করে আমাকে বলছে যে তোমাকে আবার কি বলা লাগবে তুমি তো আমাদের নিজেরই লোক তুমি চাইলে ফুলের ছবি তুলতে পারো তাতে কোন সমস্যা নাই, কারণ এটা সবাই জন্য উন্মুক্ত।

IMG_20240622_104908.jpg

IMG_20240622_104901.jpg

তারপরে আমি আমার মোবাইলটা দিয়ে বেশ কিছু ছবি আমার মোবাইলে আমি উঠেছি। আসলে আপনারা যদি এই ফুলে ফটোগ্রাফি গুলো দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ফুলের নামটা কি সঠিক আমি জানিনা তারপরও যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন।

আর ছোট্ট এই গাছের ছবিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে বলে যাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিদিনের মতোই দোকানে যাচ্ছিলেন তখন ফুলের দেখা পেলেন এবং সেগুলোর ফটোগ্রাফি করেছিলেন। সব থেকে বেশি ভালো লাগছে বৃষ্টির ফোঁটায় ফুলের পাতাগুলো ও পাপড়ি ভিজে গিয়েছে। বৃষ্টির ছোয়া পেলেই প্রকৃতির সৌন্দর্য বেড়ে যায়। ভালো লাগলো আপনার ফুলের ফটোগ্রাফিগুলো। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমার এই ফটোগ্রাফি পোস্টটি করেছেন এবং এত সুন্দর একটি কমেন্ট আমাকে করেছেন।

এমনিতেই ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়ে থাকে। তার মধ্যে যদি বৃষ্টির ফোঁটা শিশিরের মত দেখা যায়। তাহলে তো আরো সুন্দর লাগে। আজকে আপনি যে ফটোগ্রাফি গুলা আমাদের সাথে শেয়ার করেছেন নয়ন তারা ফুলের। ফুলের পাতার মধ্যে শিশিরের মত বৃষ্টির ফোটা পড়ে আছে। দেখতেই তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানানার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনি যে পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করেছে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

Loading...

এই ফুলগুলোর গাছ আমাদের বাসাতেও আছে।তবে দু:খের বিষয়টি হচ্ছে আজও আমি এই ফুলের নাম জানিনা।আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন।ফটোগ্রাফি করতে আমারো অনেক ভালো লাগে।আপনার জন্য শুভকামনা রইলো।সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে আবার আসেন এটাই চাইবো।ধন্যবাদ

আপনার কাছে যে ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে সে বিষয়টি জেনে আমার খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ফটোগ্রাফি পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। এই ফুলগুলি বিভিন্ন রঙের হয়। এই ফুল গুলির নাম নয়নতারা ফুল আমাদের বাড়িতে এই রঙের নয়নতারা ফুল আছে এছাড়াও সাদা রঙের ও আছে। বৃষ্টির জল ফুল গাছে কিংবা পাতায় পড়লে সত্যিই খুব অপূর্ব লাগে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তাই ফুলের নামটা বলার জন্য এবং এত সুন্দর ভাবে কমেন্ট করেছেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

প্রথমে আপনাকেও ধন্যবাদ জানাবো এত সুন্দর ফুলের ছবি ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য। ফুল গুলো দেখতে সুন্দর লাগে যদি পাপ্পিতে বা পাতাতে বৃষ্টির ফোটা থাকে তখন আরো বেশি সুন্দর্য ফুটে ওঠে।

আমার যখন মন খারাপ থাকে, আমি অনলাইনে বা সরাসরি ফুল দেখলে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়।

ভালো থাকবেন সুস্থ থাকবেন

আপনি যে ফুল ভালোবাসেন সেটা আপনার কমেন্ট করা দেখেই বুঝতে পারছি। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার কাছে আমার এই ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে সেটা শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

নয়নতারা ফুল বৃষ্টিতে ভিজলে তার রূপ যেন বেড়ে যায়। এর পাপড়ি গুলোতে বৃষ্টির পানির ফোটা জমে থাকে, তখন দারুণ লাগে।আপ্নার করা ফটগ্রাফিতে তা আরো স্পষ্ট ভাবে ধরা দিয়েছে, দারুণ ক্যাপচার করেছেন।

আপনার কাছে আমার এই ফুলের ফটোগ্রাফি গুলো যে ভালো লেগেছে এটা জেনে অনেক খুশি হলাম, সেই সাথে সাথে আপনি এই স্কুলের নাম তো আমাকে কমেন্ট করে জানিয়েছেন। যেটা আমার জানা ছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

অনেকদিন পর আপনার পোস্টে ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।। আমিও আগে অনেক ফটোগ্রাফি করতাম কিন্তু বর্তমান সময়ে ব্যস্ত থাকার জন্য ফটোগ্রাফি করাই হয় না।। খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি দেখে আর এই ফুলটা আমার অনেক পরিচিত আর আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম।।