হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন, এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি, আচ্ছা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, বাবা ছাড়া একটা সন্তান মানুষ করা যায় কিন্তু মা ছাড়া একটা সন্তান মানুষ করা যায় না খুবই কষ্টের এ বিষয় নিয়ে কিছু কথা।
মনে করেন একটি পরিবারের দুজন মানুষ থাকে এবং তাদের একটি সন্তান আছে এমন তো অবস্থায় তাদের বাবা মারা গিয়েছেন কিংবা কোন সমস্যা হয়েছে, তখন ওই সন্তান মানুষ করতে একটি মার যতদূর করা প্রয়োজন ততদূর করতে পারবে। সেই সন্তানকে সুন্দরভাবে সুশিক্ষার স্বীকৃত করতে পারবে এবং ভালো কিছু আদব-কায়দাও শিখাতে পারবে।
কিন্তু যদি ওই পরিবারের মা মারা যায় কিন্তু অন্য কিছু হয় তখন ওই পরিবারের বাবা কিন্তু কখনো একটি সন্তান ভালোভাবে মানুষ করতে পারবে না, এবং সেই সন্তানকে ভালো কোন শিক্ষা দিতে পারবে না এবং সেই সন্তান আস্তে আস্তে খারাপের পথে চলে যাবে কিন্তু যদি মা থাকে তাহলে সেই সন্তান কখনো খারাপের পথে যাবে না যদি মা থাকে ভালোভাবে আদর যত্ন করে লালন-পালন করতে পারে।
আমি মনে করি একটি বাবা না থাকলে একটি সন্তান সুন্দরভাবে মানুষ এর মত মানুষ হতে পারে কিন্তু যে মা না থাকলে একটি সন্তান মানুষের মত মানুষ কখনো হবে না কারণ বাবার আদর আর মায়ের আদর কখনো এক হয় না। বাবার আদর একরকম হয় এবং মার আদর আর এক রকম হয় বাবা যদি মা বেঁচে থাকেন তাহলে সে সন্তানের সকল কিছু দায়ভার কাঁধে নিতে পারে কিন্তু মা থাকলেও সেই বাবা কিন্তু একটি সন্তানের লালন পালন করতে পারে না।
শুধুমাত্র টাকা-পয়সা দিলেই একটি সন্তান মানুষ হয় না তার জন্য প্রয়োজন হয় একটু আদর কিংবা শাসনের যেটা শুধুমাত্র মা করতে পারে। একটি মার যতই কষ্ট হোক না কেন তার ছেলে যাতে ভালোভাবে ভালো কোন কিছু করতে পারে সেদিকে খেয়াল রাখে কিন্তু এটি বাবা সেটা কখনো করতে পারবে না মা না থাকলে বাবা হয়তো আরেকটি বিয়ে করে জীবন চালিয়ে নিতে পারবে কিন্তু একটি মা যদি স্বামী না থাকে সে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে তারপরও তার জীবন কাটিয়ে দিতে পারে।
এর কারণে বাবা না থাকলেও সন্তান ভালোভাবে মানুষ করতে পারে কিনা কিন্তু মা না থাকলে একটি সন্তান কখনো ভালোভাবে মানুষ পায় না এলোমেলো হয়ে যায় কারণ যেভাবে সন্তানের দিকে মা খেয়াল রাখে ওইভাবে বাবা কিন্তু কখনো সন্তানের দিকে খেয়াল রাখে না। তখন বাবা চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যায় কিন্তু মা থাকলে মার চিন্তা-ভাবনা সব সময় জন্য সে সন্তানের জন্যই থেকে থাকে।
তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করছি এতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
এই পোষ্টের ভিতর ছবিগুলো হয়তো আগেও একবার ব্যবহার করেছিস
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি সন্তান মানুষ করার ক্ষেত্রে মা-বাবা ওভার ভূমিকা সমান সমান তবে যদি কোন ক্ষেত্রে বাবা না থাকে তাহলেও সন্তান খুব ভালো হবে মানুষ হয়ে যায় মায়ের কাছে কিন্তু বাবার কাছে সন্তান মানুষ হওয়াটাই অনেকটাই কষ্টের কেননা বাবা সবসময় বাড়ির বাহিরে থাকে।
একজন বাবা যতটুকু ছেলে-মেয়ের দখল নিতে পারে তার চেয়ে বেশি দখল নিতে পারে একজন মা ।মা সংসারে সমস্ত কাজ বুঝে সন্তান মানুষ করার ক্ষেত্রে সময় বের করে নেয় কিন্তু বাবা সারাদিন বাইরে থাকে ঘরে এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit