হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার কথা চলে আসলাম। একটি সন্তান লালন পালন করতে কি মায়ের কত কষ্ট হয় সে বিষয় নিয়ে কিছু কথা।
আমরা যারা ছেলেরা আছি তারা হয়তো জানিনা সে একটি সন্তান মানুষ করতে একটি মায়ের কত কষ্ট হয়, যতটা কষ্ট একটু সন্তান পালন করতে একটি মায়ের হয় ততটা কষ্ট যদি একটি ছেলের হত সেটা হয়তো বুঝতে পারতো ছেলেরা যে এটি মেয়ের একটি সন্তান লালন পালন করতে কতটা কষ্ট হয়।
যখন একটি মায়ের একটি সন্তান হয় তখন সে সন্তানকে সারাদিন যত কাজ কাম করুক না কেন সে সন্তানের পিছনে তার সময় দিতে থাকে সংসারের যত কাজই থাকুক না কেন সন্তান যদি একটু কেঁদে ওঠে তাহলে সকল কাজ ফেলে এসে সে সন্তানের কান্না থামাতে চেষ্টা করেন মায়েরা।
এবং যখনই সন্তানের কান্না থামাতে একটি মা চলে আসেন তখন তার সংসারের সব সব কাজই ফেলে দিয়ে আসেন এবং পরবর্তীতে এই কাজটি আবারও পুনরায় করতে হয় তাহলে দেখেন সে মায়ের এক কাজ দুইবার করতে হচ্ছে তাহলে এর মতন কষ্ট আর কি আছে।
একটি সন্তান যখন একটি মা লালন-পালন করে তখন এই মায়ের রাতের ঘুম হারাম হয়ে যায় কেননা রাতে যখন মা ঘুমিয়ে থাকে তখন সেই সন্তানটি প্রস্রাব পায়খানা করে দেয় রাতের বেলায় আবার উঠে সেই জায়গা পরিষ্কার করে আবারো সেই সন্তানকে সুন্দর একটি পরিষ্কার জায়গায় ঘুম পাড়িয়ে দেয়।
কিন্তু আমরা যারা বাবারা আছে তারা তো কখনো সেই চিন্তাটা করি না দেখি মায়ের কতটা কষ্ট হয়, আমরা যদি সেই চিন্তা করতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে একটি মায়ের কত কষ্ট না হয় সে কি সন্ধান লালন পালন করতে।
সারারাত প্রসাব পায়খানা করে এবং সকালবেলা উঠে সেই সকল ধরনের জিনিসপত্র পরিষ্কার করা আবারো সন্তানকে খাওয়ানো সন্তানকে সময় মতন পরিষ্কার পরিচ্ছন্ন করা এ সকল ধরনের কাজেই প্রতিমা অনেক সুন্দর করে পড়ে থাকেন শুধুমাত্র সন্তানকে সুন্দর ভাবে রাখার জন্য, তারপরও যখন সন্ধান বড় হয়ে যায় তখন সে মাকে সন্তান চিনতে পারে না।
মায়ের এই কষ্ট যদি সন্তান বুঝতে পারতো তাহলে সন্তান কখনো মাকে কষ্ট দিত না সারা জীবন মায়ের পায়ের নিচে পড়ে থাকত ছোটবেলা থেকে সন্তানকে লালন-পালন করতে একটি মায়ের যে পরিমাণ কষ্ট হয় সে পরিমাণ কষ্ট হয়তো আর কোন কিছুতেই হয় না।
তারপরও আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটি মায়ের একটি সন্তান লালন পালন করার কিছু কথা শেয়ার করেছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই ভাই এটি একটি অসাধারণ পোস্ট মাকে নিয়ে লেখা মায়ের ভালোবাসা নিয়ে লেখা। একটি মা জন্মের পর থেকে সন্তানকে যেভাবে ভালোবেসে বড় করে তোলে, এত পরিশ্রম করে কষ্ট করে বড় করে, আমার কাছে এইটা সত্যিকারের ভালোবাসা মনে হয় । মা এর ঋণ কখনো শোধ করার মতো না কোন সন্তানই পারবে না সবার উপরে সৃষ্টিকর্তা তারপরে মা-বাবা ভালো থাকুক পৃথিবীর সকল মা-বাবা। এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit