কমিউনিটির কাছে ক্ষমা প্রার্থনা

in hive-120823 •  2 years ago  (edited)

কমিউনিটির কাছে ক্ষমা প্রার্থনা

আমার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে আসতে চলেছি আজকে আমি কোন গল্পের পোস্ট কিংবা ফটোগ্রাফি পোস্ট নিয়ে আসিনি আজকেরে আমি যে পোস্টটি নিয়ে এসেছি সে পোস্টটি হল স্টিমিট এবং কমিউনিটির কাছে আমার ভুলের ক্ষমা প্রার্থীর পোস্ট।

  • আমি একটা ভুল করেছি যে ভুলটা আমার অনেক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আসলে আমি কমিউনিটিতে এমন কিছু পোস্ট শেয়ার করেছি যেটা আমি এর আগেও একটি কমিউনিটিতে শেয়ার করেছিলাম এবং সেই পোস্ট শেয়ার করার কারণে আমাকে কোরাসপোস্টিং দেওয়া হয়েছে এবং এই কোরাসপোস্টিং একটি দেওয়া হয়েছে শুধুমাত্র আমি অন্য প্ল্যাটফর্মে এই পোস্টটি ব্যবহার করার কারণে।

excuse-me-g6693de1de_1920.jpg

Src

  • আমি যখন এ প্লাটফর্মে এসেছিলাম তখন আমি এই প্লাটফর্মের সকল নিয়ম জানতাম না কিন্তু যখন আমি আমার এই পোস্টটি কোরাসপোস্টিং হয়েছে তখন থেকে আমাদের এই কমিউনিটির এডমিন আমাকে অনেকভাবে বুঝিয়েছেন এবং আমাকে এই পোস্টটি কোরাসপোস্টিং হিসেবে ধরেছে এবং এর জন্য আমার অনেক ভুলের খেসারত দিতে হয়েছে ।

যেটা আমার করা উচিত হয়নি সেটাও আমি এই কমিউনিটিতে করে ফেলেছি তো এখন আমি যে কোরাসপোস্টিং করেছিলাম সেই কোরাসপোস্টিং পোস্টের কারণে কমিউনিটির কাছে ক্ষমা চাইছি যাতে এই প্ল্যাটফর্মে কমিউনিটি আমাকে আরও একটি সুযোগ দেয় এবং আমি যে ভুলটি করেছি এই ভুলটি আমি আর কখনো করবো না সে দিকে আমি খেয়াল রাখবো এই নিয়ে আজকে আমি স্টিমিট প্ল্যাটফর্ম এবং কমিউনিটির কাছে ক্ষমা চাইছি।

  • এবং আমার এই পোস্টটি আমি এর আগে যে হাইবে করেছিলাম সেটা আমার মনে আছিল না তারপরে আমি এই পোস্টটি স্টিম প্ল্যাটফর্মে করে ফেলেছি এর কারণে আমাকে এই পোষ্টের মাধ্যমে কোরাসপোস্টিং ধরা হয়েছে যেটা আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি।

আমাদের এই কমিউনিটিতে আমার এই পোস্টে করার পরে আমার এই পোস্টটা কোরাসপোস্টিং ধরা হয়েছে আমাদের কমিউনিটিএডমিন দিদি তিনি আমাকে মেনশন দিয়ে ঢেকেএই পোস্টটি স্ক্রিনশট দিয়েছেন এবং আমাকে কোরাসপোস্টিং পোস্ট করার জন্য আমার কমিউনিটি থেকে আমাকে অনেক ভালো ভাবে বোঝানো হয়েছে যাতে আমি এরকম ভুল আর না করি।

  • এবং আমাকে এই কমিউনিটি থেকে এই ফাস্ট এবং লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে যাতে আমি এরকম ভুল আর কখনো না করে থাকে যদি আমি আবারও এই ভুলটা করে থাকি তাহলে আমাকে এই প্লাটফর্মে আর কাজ করতে দেওয়া হবে না।

আমি আবারো আমার কমিউনিটির কাছে ক্ষমা চাইছি যাতে আমাকে ক্ষমা করে দেওয়া হয় একটিবারের মতন আমি এই ভুল দ্বিতীয়বার আর করব না এই বলে আজকে আমার কমিউনিটির কাছে ক্ষমাশীল পোস্টটি শেষ করছে।

Link
Screenshot_20230328_214609.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলে আমরা মানুষ আমরা ভুল করি। কিন্তু আমাদেরকে অতি সাবধানতার সাথে চলতে হবে। এই প্লাটফর্মের কিছু নিয়ম আছে সেগুলো মেনে কাজ করতে হবে।

আপনি ভুল করেছেন সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। আর আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন সৃষ্টিকর্তা আপনার এই ভুল থেকে অনেকগুলো শিক্ষা গ্রহণ করে। সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন।

  ·  2 years ago (edited)

Hello
@sanaula

  • আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কমিউনিস্ট পক্ষ থেকে কারণ আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আর সেই সাথে আপনি ক্ষমা প্রার্থনার জন্য একটি লেখা উপস্থাপন করেছেন। আসলে মানুষ মাত্রই ভুল করে প্রতিটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে। কিন্তু মানুষের ভুল স্বীকার করাটা একটি মহৎ গুণ এবং যেটা আপনি দেখাতে সক্ষম হয়েছেন।

  • আপনার এই মহৎ গুণ বা বৈশিষ্ট্যটা বাস্তব জীবনে মেনে চলুন। পরবর্তীতে কমিউনিটির সকল নিয়ম অনুসরণ করে সামনের দিকে এগোবেন এটাই আশা রাখছি।

  • পরে যদি কখনো কোন সমস্যা আপনার মনে হয় অবশ্যই আপনি আমাকে ডেকে নিবেন আমি আপনাকে সঠিক দিকনির্দেশনা দেয়ার চেষ্টা করব।