আমার হাতের আঁকা ডুগডুগি

in hive-120823 •  2 years ago 

20221116_204416.jpg

প্রিয় বন্ধুরা,

আশাকরি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন।আজ বাইরে ঠান্ডাটা একটু কম আছে।আজ একটা মজার ঘ‌টনাও ঘটলো আমার সাথে।

আজ সন্ধ্যা বেলায় পড়িয়ে বাড়িতে যেই ঢুকলাম,দেখি যে আমার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে গেছে।বিয়ের দুবছরের মাথায় একটা মজার ঘটনা ঘটলো।

আজ আমি একটু অন্য রকম‌ই আঁকার চেষ্টা করলাম।জানিনা কেমন লাগবে আপনাদের।আশাকরি ভালোই লাগবে।সব সময় তো ফুল,ফল,গ্ৰামের দৃশ্য আঁকি তাই আজ একটু শিবের ডুগডুগি আঁকলাম।

তো আসুন আজ আমি কী করে আঁকলাম তা বলবো।

আঁকার সরঞ্জাম:-

১)এ ফোর সাইজের আঁকার খাতা।
২)পেনসিল।
৩)রবার।
৪)কাটার।
৫)ব্লেক বর্ডার পেনসিল।
৬)লাল পেনসিল।
৭)খয়েরি পেনসিল।

20221116_204640.jpg

পদ্ধতি:-

১)প্রথমে খাতার চারিদিকে বক্স করলাম।
২)তারপরে খাতার মাঝখানে গোল করলাম।
৩)তারপরে গোলের ভিতরে আরেকটা ছোটো করে গোল করলাম।
৪)তারপরে প্রথম গোলের দুধার দিয়ে দুটো দাগ নীচের দিকে নামালাম।
৫)তারপরে ওই দাগের নীচে দুটো দাগ দিলাম।

20221117_010436.jpg

৬)তারপরে ওই দাগের দুধার দিয়ে দুটো দাগ নীচের দিকে নামিয়ে দিলাম।
৭)তারপরে নীচের দিকে সোজা একটা দাগ টানলাম।
৮)তারপরে ওপরের দিকে একটা সোজা দাগ টানলাম।
৯)তারপরে গোলের নীচে আরেকটা দাগ দিলাম।
১০)তারপরে মাঝে মাঝে দুটো করে দাগ দিলাম।

20221117_010517.jpg

১১)তারপরে নীচের দিকে দুটো ধারে দুটো লম্বা করে দাগ দিলাম।
১২)তারপরে একদম নীচে একটা দাগ দিলাম।
১৩)তারপরে নীচের দিকে সোজা সোজা দাগ দিলাম।
১৪)তারপরে ডানদিকে একটু সোজা দাগ তারমধ্যে কতগুলো ছোটো ছোটো গোল করে মাথার ওপরে একটা বড়ো গোল করলাম।
১৫)তারপরে বামদিকে আরেকটা সোজা দাগ তারমধ্যে কতগুলো ছোটো ছোটো গোল করে মাথার ওপরে একটা বড়ো গোল করলাম।

20221117_010602.jpg

১৬)তারপরে ডুগডুগির ওপরে এিশূল এর হাপ অংশটা করলাম।
১৭)তারপরে এিশূল এর পাশে একটু গোল তারমধ্যে সোজা দাগ দিলাম।
১৮)তারপরে ঠিক মাঝখানে একটা চোখ করলাম।
১৯)তারপরে ডুগডুগির মাঝখানের গোলে কালো রং করলাম।
২০)তারপরে ডুগডুগির ওপরে এবং নীচে কালো রং করলাম।

20221117_010643.jpg

২১)তারপরে ডুগডুগির ওপরের গোলটা ব্লেক বর্ডার দিয়ে গোল করে মাঝখানে হালকা করে ব্লেক দিলাম।
২২)তারপরে মাঝখানে ব্লেক হালকা করে করলাম।
২৩)তারপরে নীচটা হালকা করে ব্লেক করলাম।
২৪)তারপরে দুই দিকে ব্লেক বর্ডার দিয়ে কালো গোল গুলো ভর্তি করলাম।
২৫)তারপরে ওপরের গোলটা লাল রং করলাম।

20221117_010712.jpg

২৬)তারপরে একদম ওপরের গোল গুলো খয়েরি রং দিয়ে ভর্তি করে ব্লেক বর্ডার করলাম।
২৭)তারপরে পাশের এিশূল এর ব্লেক দিয়ে বর্ডার করে মাঝখানে ব্লেক করলাম।
২৮)তারপরে চোখটা ব্লেক দিয়ে বর্ডার করে মাঝের গোলটা কালো করলাম।
২৯)তারপরে চোখের কোণে লাল রং দিলাম।
৩০)তারপরে ব্লেক বর্ডার দিয়ে পুরো চোখটা সেড দিলাম।

20221117_010738.jpg

আমার আঁকাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।আজ এখানেই শেষ করলাম।

শুভ রাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

@sanchita96 তোমার আঁকা এিশূল আর ডুগডুগি অসম্ভব সুন্দর হয়েছে।

ধন্যবাদ দিদি আমার আঁকাটা ভালো লাগার জন্য।

Loading...

ভারি সুন্দর হয়েছে আপনার আঁকা শিব ঠাকুরের ডমরু। অনুরোধ করবো কমিউনিটিতে আপনার উপস্থিতি বাড়াতে কমেন্টের মাধ্যমে।

হ্যাঁ দিদি করবো।

অসাধারণ হয়েছে আপনার আঁকা ছবিটি, আপনার প্রতিভাকে এখানে কাজে লাগান অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারবেন, লেগে থাকতে হবে।

হ্যাঁ স্যার।ধন্যবাদ

@sanchita96 আপনার আঁকা ডুগডুগিটা খুব সুন্দর হয়েছে। এরকম ভাবে আপনার আঁকা দেখার সুযোগ যেন সবসময় পাই।

‌আমার আঁকাটা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Congratulations! This post has been upvoted through steemcurator06. We support quality posts, and good comments anywhere, and with any tags.


Curated by : @cryptogecko


Team 3 Banner

অসংখ্য ধন্যবাদ

Wonderful work. Om namah shivay 🙏

অসংখ্য ধন্যবাদ স্যার।