পরিবারের সাথে একটু ঘুরু ঘুরু করার অভিজ্ঞতা।

in hive-120823 •  2 years ago 

20221221_153228.jpg

প্রিয় বন্ধুরা,

আশাকরি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন।আমার বড়দা(ভাসুর)বিয়ে ঠিক হয়েছে ২৬জানুয়ারি তে তার জন্য আজ আমরা আমাদের আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম কেমন কাটলো আজ আমাদের দিনটা তা আমি আপনাদের সাথে ভাগ করে নেবো।

আজ ভোরবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম আমরা।আমি মুখ ধুয়ে ঘরের সব কাজকর্ম সেরে স্নান করে নিলাম।স্নান করে পূজো দিয়ে দিলাম।

তারপরে আমার স্বামী, বড়দার জন্য রান্না করলাম।ততক্ষণে মামণি টিফিনের জন্য আটা মেখে দিলো।আমি রান্না সেরে তাড়াতাড়ি রুটি,আর তরকারি করে ফেলাম।

তারপরে আমি,মামণি, ননদ টিফিন খেয়ে জামাকাপড় পড়ে তৈরি হয়ে গেলাম।তারপরে আমরা তিনজনে বেড়িয়ে গেলাম।তিনজনে মিলে গল্প করতে করতে বিরাটি স্টেশনে গেলাম।

IMG_20221221_100035_258.jpg

টিকিট কাটতে কাটতে বনগাঁ লোকাল ট্রেন ঢুকলো।আমরা ট্রেনে উঠে পড়লাম।বনগাঁয় নেমে আবার ট্রেন ধরলাম রানাঘাট লোকাল।তারপরে গোপালনগর নামলাম আমরা তিনজনে।স্টেশন থেকে নেমেই ভ্যান ধরলাম।

ভ্যানে করে পুরো আমার ননদের(মাসি শাশুড়ির মেয়ে)বাড়ির সামনে নামিয়ে দিলো।তারপরে আমরা তিনজনে ওদের ঘরে ঢুকে হাত,মুখ ধুলাম।তারপরে ননদের মেয়ে টাকে কোলে নিলাম।

20221221_140303.jpg

আমার ননদের মেয়ে আমাকে দেখলে আর কাউর কাছে যেতে চায় না।আমার মাসি শাশুড়ি ভোরবেলায় চলে গেছিলো মেয়ের বাড়ি।মামণি আমার ননদের শ্বশুর কে বিয়ের কাট দিয়ে নেমন্তন্ন করলো।

তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম।খেয়ে উঠে আবার ওখান দিয়ে বেড়িয়ে আসলাম।আমার মাসি শাশুড়ি ও আমাদের সাথে চলে এলো।

আমরা ভ্যানে করে স্টেশনে গেলাম।টিকিট কাটলাম।টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করলাম।তারপরেই আবার রানাঘাটের ট্রেনে উঠে পড়লাম।পরের স্টেশনে গিয়ে ট্রেনটা প্রায় তিন ঘন্টা দাড়িয়ে থাকলো।

20221221_163221.jpg

তারপরে আমরা অনেক পরে রানাঘাট স্টেশনে নামলাম।ওখান থেকে ভ্যান ধরে আমরা চারজন বড়ো পিসি শাশুড়ির বাড়ি গেলাম সেখানে বিয়ের কাট দিয়ে নেমন্তন্ন করলাম।

আমরা কিছুক্ষণ বসে গল্প করে আবার পাশেই ছোটো পিসি শাশুড়ি থাকে সেখানে গেলাম।সেখানে মামণি কাট দিয়ে নেমন্তন্ন করে আমরা আবার ভ্যানে করে স্টেশনে আসলাম।

তখন অনেক রাত।তারপরে আমরা ট্রেনে উঠে বসলাম।ট্রেন যখন বেলঘরিয়া এসে দাড়ালো তখন রাত প্রায় সাড়ে১১:৩০ বাজে।

তারপরে আমরা চারজনে অটো ধরে বাড়ির সামনে নামলাম।আমরা ঘরে ঢুকে গেলাম আর মাসি শাশুড়ি বাড়ি চলে গেলো।

আজ এখানেই শেষ করলাম।ভালো থাকবেন।

শুভ রাএি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@sanchita96আপনিতো ভালোই ঘুরছেন দিদি। রোজই আপনার দেখছি নেমন্তন্ন থাকছে। আপনার যাএা শুভ হোক।

আজ আমার নেমন্তন্ন ছিলো না‌।আমি নেমন্তন্ন করতে গেছি।ধন্যবাদ দিদি।

কাজের গতি বাড়িয়ে তোলার জন্য বিনোদন খুব প্রয়োজন। আর এটার জন্য ঘোরাঘুরি হলো সাধ্যের মধ্যে একটি। মন ভালো করার উত্তম পন্থা।

আপনার সময়টা খুবই ভালো কাটুক।

শুভ কামনা।

একদম ঠিক বলেছেন।ভালো কাজের জন্য মাঝে মাঝে ঘুরতে যাওয়াটা উচিত।ধন্যবাদ দিদি।

Loading...