আমার হাতের আঁকা দুটো পাখি গাছের ডালে বসে আছে

in hive-120823 •  2 years ago 

20221018_182026.jpg

(দুটো পাখি গাছের ডালে বসে আছে)

প্রিয় বন্ধুরা,

আশাকরি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন।কাল আমার রান্না যে আপনাদের ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে।

আজ আমি আমার আঁকা নিয়ে এসেছি।

20221018_182100.jpg

(আমার সাথে আঁকার একটা ফটো তুললাম)

আজ আমি দুটো পাখি গাছের ডালে বসে আছে এটা আঁকলাম।

20221018_173730.jpg

(আমি যে আঁকাটা একেছি তাই আঁকতে আঁকতে একটা ছবি তুললাম)

তো আসুন আজ আমি কী করে এটা আঁকলাম তা আপনাদের কে বলবো।



আঁকার সরঞ্জাম:-

১)এ ফোর সাইজের একটা আঁকার খাতার পেপার।
২)ফোর বি পেনসিল।
৩)রবার।
৪)কাটার।
৫)মোম রং।
৬)ব্লেক বর্ডার পেনসিল।

20221018_164959.jpg

(আঁকার খাতা,পেনসিল,রবার,কাটার,রং)

পদ্ধতি:-

১)প্রথমে পেপারের চারিদিকটা পেনসিল দিয়ে বক্স করে নিলাম।
২)তারপরে পেপারের মাঝখান দিয়ে একটু বেকিয়ে একটা দাগ টানলাম।
৩)তারপরে ওই দাগের ঠিক একটু নিচে আরেকটা ওরকম করে দাগ টানলাম।
৪)তারপরে একদম কোণে একটা ইংরাজিতে ভি করলাম।
৫)তারপরে নিচের দিকে দুটো ইংরেজিতে ছোটো ছোটো ভি করে দুটো ডাল করলাম।

20221018_220842.jpg

৬)তারপরে ওই ডাল দুটো তে পাতা করলাম তিনটে তিনটে করে।
৭)তারপরে ওপরের দিকে ডালে একটা ইংরাজিতে ইউ লিখে নিচের দিকটা জুড়িয়ে দিলাম।
৮)তারপরে ওর পাশে আরেকটা ইউর মতো করে দাগ টানলাম।
৯)তারপরে মাথায় একটা বড়ো করে গোল করলাম।
১০)তারপরে গোলের বাইরে ছোটো করে একটা ভি করলাম আর মাঝখান দিয়ে একটা সোজা দাগ দিলাম।

20221018_222546.jpg

১১)তারপরে গোলের ওপরে একটা মুকুট করলাম।
১২)তারপরে ডালের ঠিক নিচে দুটো দাগ দিয়ে মাঝখানে তিনটে ইউ করলাম।
১৩)তারপরে গোলের মাঝখানে একটা দাগ দিলাম,তার ঠিক নিচে আরেকটা ইউ করে নিচে নিচে কতোগুলো দাগ দিলাম।
১৪)তারপরে পাশে আরেকটা পাখির জন্য একটা ইউ করে নিচের দিকটা জুড়িয়ে দিলাম।
১৫)তারপরে পাশে আরেকটা অর্ধেক ইউ করলাম।

20221018_222747.jpg

১৬)তারপরে ওপরে একটা বড়ো করে গোল করলাম।
১৭)তারপরে গোলের মাথার ওপরে একটা মুকুট করলাম।
১৮)তারপরে গোলের ভিতরে একটা ছোটো দাগ দিলাম,দাগের ঠিক নীচে একটা ছোটো গোল করলাম,আর মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিলাম।
১৯)তারপরে চোখের ঠিক সামনে একটা ছোটো করে ভি করে তার মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিলাম।
২০)তারপরে ডালের ঠিক নিচে দুটো দাগ টেনে ছোটো ছোটো করে তিনটে ইউ করলাম।

20221018_223005.jpg

২১)তারপরে একদম ওপরে ছোটো ছোটো ইউ করে মেঘ করলাম।
২২)তারপরে আকাশে আকাশী রং দিয়ে পুরোটা ভর্তি করলাম।
২৩)তারপরে অ্যাস রং দিয়ে মেঘের ধারটা করলাম।
২৪)তারপরে দুটো পাখির মাথার মুকুটের ভিতরটা অ্যাস রং দিয়ে ভর্তি করে,গোল গুলো লাল রং করলাম।
২৫)তারপরে একটা পাখি পুরো হালকা হলুদ রং করলাম।

20221018_223117.jpg

২৬)তারপরে ড্রিপ অরেঞ্জ রংটা দিয়ে পাখির ধার গুলো করলাম,আর লেজের নিচের দিকটাও অরেঞ্জ করলাম।
২৭)তারপরে পাখির ঠোঁট এর উপরটা লাল ও নিচটা অরেঞ্জ রং করলাম।
২৮)তারপরে কালো রং দিয়ে ভ্র,আর চোখটা করলাম।
২৯)তারপরে পাশের পাখির সারা দেহে হালকা সবুজ রং করলাম।
৩০)তারপরে ড্রিপ সবুজ রং দিয়ে ধার গুলো করলাম,আর লেজের নিচের দিকটা ড্রিপ সবুজ রং করলাম।

20221018_223333.jpg

৩১)তারপরে ঠোঁটৈর উপরে লাল রং, আর নিচে হালকা হলুদ রং করলাম।
৩২)তারপরে ভ্র,চোখের ভিতরে অর্ধেক গোলটা কালো রং দিয়ে ভর্তি করলাম।
৩৩)তারপরে গাছের ডালগুলো খয়েরি রং দিয়ে ভর্তি করলাম।
৩৪)তারপরে নিচটা হালকা সবুজ রং দিয়ে ভর্তি করলাম।
৩৫)তারপরে পাতার মাঝের শিরাটা খয়েরি রং, আর পাতার মাঝখানটা হালকা সবুজ রং, আর ধারটা ড্রিপ সবুজ রং করলাম।

20221018_223541.jpg

৩৬)তারপরে পুরোটা ব্লেক বর্ডার পেনসিল দিয়ে বর্ডার করলাম।

20221018_182026.jpg

আমার আঁকাতে যদি কোনো ভুলত্রুটি হয় তাহলে আমায় ক্ষমা করবেন।আমার আঁকাটা কেমন লাগলো আপনাদের তা আমাকে অবশ্যই জানাবেন কিন্তু।আজ এখানেই শেষ করলাম।আপনারা সবাই ভালো থাকবেন।

শুভ রাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@sanchita96 দিদি তোমার আঁকা ছবি খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন।

ধন্যবাদ দিদি।আপনিও ভালো থাকবেন।

Loading...

বাহ্ বেশ চমৎকার একেঁছো ছবিটি। দারুন দেখতে লাগছে।

তোমার আঁকা ছবিটি সত্যি অপূর্ব হয়েছে, আমি আশা করবো আঁকার পাশাপাশি লেখার markdowns এবং কমিউনিটির উন্নতির কাজেও আপনার সমান দক্ষতা চোখে পড়বে।

ধন্যবাদ দিদি।একদম দিদি কমিউনিটির উন্নতির জন্য যা করতে হবে আমি তা করবো।

অসম্ভব সুন্দর একটি ছবি এঁকে এখানে ভাগ করবার জন্য আপনাকে ধন্যবাদ। এইভাবে একাগ্রতার সাথে কাজ করে যান।