আমার নিজের মনের কিছু চাপা কষ্ট ও অনুভূতির কথা//23-01-2025

in hive-120823 •  7 hours ago  (edited)

আসসালামু আলাইকুম।আমি @saniya9 ওরফে শামিমা খান

আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। আমার আজকে এখানে আসার কারণ হলো আমি অনেক ডিপ্রেশনে আছি। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করলে হয়তো মনের কষ্ট কিছুটা হলেও কমবে। তো যাই হোক আমি আমার লেখা শুরু করছি।

1000011747.jpg

আমার ব্যক্তিগত জীবনে বন্ধু-বান্ধব বলেন এবং আমার কিছু কাছের মানুষ আছে যাদের থেকে এখন আমি খুব দূরে।একটা সময় তারাই ছিল আমার ২৪ ঘন্টার সঙ্গী।কিন্তু আমি আসলে কোন অন্যায় কাজ বা বিরোধিতা পছন্দ করি না। আমি সব সময় সত্য কথা বলতে ভালোবাসি এবং সত্য কথাই বলে থাকি। তাই জন্য আমার লাইফে এখন আর তেমন বন্ধু বান্ধব নেই।সঠিক কে সঠিক এবং ভুলকে ভুল বলার ক্ষমতা আমি রাখি,তাই মানুষের সাথে সম্পর্ক আমার খুব কমই টিকে।এমনকি আমার অনেক আপনজন আমার থেকে দূরে চলে গিয়েছে।

1000012716.png

আসলে এটা আমার দুর্বলতা বললেও ভুল হবে না। কারণ আমি খুব ছোট থেকেই এমন।আমি সব সময় চাই আমার কাছের মানুষ আপনজন গুলো আমাকে একটুখানি বুঝুক,একটুখানি প্রায়োরিটি দিক,আমার অবস্থাটা আমার আপনজনরা বুঝুক।আমার দুর্বলতার সবচাইতে আসল জায়গা হল আমার বিশ্বাস।

1000012790.png

made by canva

1000012716.png

কিন্তু না আমার খুবই কাছের আপনজনরা অহরহ আমার নামে সমালোচনা করে,এটাকে সমালোচনা বললেও ভুল হবে কারণ ওরা বদনাম করে থাকে। আমি এটাও বুঝি,যে বা যারা বদনাম করে এটা তাদের মন মানসিকতা। তাও জিনিসটা আমার কেন জানি খুব কষ্ট লাগে একেবারে অন্তরে যেয়ে কষ্ট লাগে।

যখন আমি মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত হই তখন আমার পুরোটা দুনিয়া অন্ধকার লাগে। আমি শুধু ভাবি যে মানুষ কি একটু ভালো হতে পারে না।কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না,অন্যের সফলতা দেখতে পারে না। তারা শুধু আঠার মত পিছনে লেগে থাকে কিভাবে টেনে হিছড়ে নিচে নামানো যায়।আমার এতটুকু জীবনে আমি অনেক কিছু দেখে বড় হয়েছি,অনেক কিছু সহ্য করেছি।

1000012716.png

তবে আমি এটা মনে করি যে,যদি কোনো ভাল কাজে নামি,কোন ভালো কাজ করতে যাই বা করতেও চাই,সেটা তে মানুষের সমালোচনা- বদনাম থাকবেই।ওই যে বললাম না কিছু কিছু মানুষের মন মানসিকতাই এমন। তারা অন্যের ভালোবাসা সফলতা সহ্য করতে পারে না।কিন্তু তাই বলে আমি থেমে থাকি নি কখনো। এটা জীবন,জীবনে এমন অপ্রত্যাশিত অনেক কিছুই আসবে যা আমরা মানতে পারি না। কিন্তু আমাদেরকে জীবনের সত্য তো মানতেই হবে।

আসলে আমি অনেক বুঝি, নিজেকে সান্ত্বনাও দিতে পারি। কিন্তু একটা সময় নিজেই ভেঙ্গে পড়ি, বহুবার ভেঙ্গে পড়ি সম্পর্কের অলি গলিতে। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে,আমরা যদি জীবনে সফল হতে চাই আমার কখনো মানুষের সমালোচনা বদনাম এসব শোনা যাবে না। এসবের দিকে ভ্রুক্ষেপও করা যাবে না।

1000012716.png

আমার একমাত্র ছেলের দিকে তাকিয়ে এখন আমি সব সহ্য করা শিখে গেছি। জীবনের চরম বাস্তবতা গুলো আমি আমার আপনজনদের থেকেই শিখেছি।তোদের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ তারা যদি আমাকে বাস্তবতা না শেখাতো তাহলে আজকে এমন একটা জায়গা আসতে পারতাম না

1000012624.jpg1000012619.jpg1000012626.jpg

তবে আমিও তো মানুষ। আমারও খারাপ লাগে কষ্ট হয়। কারণ আমরা সবাই তো রক্ত মাংসের গড়া একটি মানুষ। আমাদের অনুভূতি আছে,অনুভূতি কাজ করে বিধায় আমরা কষ্ট পাই আঘাত পাই মানসিকভাবে কষ্ট পাই। আসলে আমার কাছে মানসিকভাবে কষ্ট পাওয়া সবচাইতে বেশি যন্ত্রণাদায়ক

একদিন সব ঠিক হয়ে যাবে এ-ধরণের মিথ্যে স্বান্তনা নিয়ে আমি কোনদিনই শান্ত হইনি।আমি জানি, একদিন সবই হবে। তবে সেদিন আমি আর আমি থাকবো না।তবে এইটা বুঝতে পারছি যে আপনজন বলতে কিছু নেই! যারা ভাবেন আপনজনই সব তারা অতি আবেগি আমার মতই!!

1000012466.png

আজকের মত এখানেই শেষ করলাম। আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো।আমারও আমার ছেলের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your quality content and regular posts add richness to the platform. As you are a newcomer, I have delegated you 20 sp. Always enjoy a better life with Steem. Best of luck ✌️

1000004024.jpg

Thank you very much for this.Its very helpful for me.

আপনার পোস্টটা পড়ে খুব ভালো লাগলো, আপনার পোষ্টের মাধ্যমে একটা বিষয় জানতে পেয়ে আরো বেশি ভালো লাগছে সত্য কথা বলা, কথায় আছে না সত্য কথা কোনদিন মিষ্টি হয় না সব সময় নিম পাতার মতন তেতো হয়ে যায়।

সত্য কথাগুলো মানুষ সাধারণভাবে নিতে পারে না এই কথাগুলো বেশিরভাগ মানুষই খারাপ ভাবি নিয়ে থাকে এমনকি সম্পর্ক ঝগড়া পর্যন্ত হয়ে যায়,

ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

Loading...