আসসালামু আলাইকুম।আমি @saniya9 ওরফে শামিমা খান।
সবাই কেমন আছেন?আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আমার আজকের সকালের সমস্ত কাজকর্ম গুলি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ক্যানভা থেকে তৈরি
ভোরবেলা ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে পড়ি।ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার ফজরের নামাজ আদায় করি। নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে আমি দোয়া করি। তারপর আমি কিছুক্ষণের জন্য মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করি। যা আমার মনকে খুবই প্রফুল্লতা এবং শান্তি দান করে।ইদানিং প্রচন্ড মানসিক চাপে আছি যার ফলে শরীর মন কোনটাই ভালো নেই।তারপর ছেলেকে ঘুম থেকে তুলি।তারপর ওকে কিছু হালকা নাস্তা খাইয়ে মাদ্রাসাতে পাঠিয়ে দিয়েছি।তাকে মাদ্রাসাতে দেয়ার পরে আমি চলে গিয়েছি আমার মর্নিংওয়াকে।
![]() | ![]() |
---|
তারপর হাঁটতে হাঁটতে আমি আমাদের এলাকার কবরস্থানের কাছে গিয়েছি।আমার নানি মারা গেছে আজকে প্রায় দুই বছরের উপরে হবে।আমি অল্প কিছুক্ষণ সময় নিয়ে নানির কবরের কাছে গিয়ে ওনার জন্য কিছু দোয়া করেছি।আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন।আমিন
প্রতিদিন কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়। মৃত্যুই চিরন্তন সত্য। মানুষ মরণশীল।আমাদের প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সকল খারাপ অনৈতিক কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুক।
![]() | ![]() |
---|
আজকের সকালটা আমার কাছে খুবই ভালো লেগেছে।কুয়াশায় ঘেরা ছিল সবকিছু।কুয়াশাচ্ছন্ন প্রকৃতি আমার মনকে খুবই শান্তি দান করে।তো রাস্তার চারিদিকে কুয়াশা ছিল অনেক।তাই আমি কিছু ছবিও তুলে নিয়েছি সুন্দরভাবে।
![]() | ![]() |
---|
তারপর বাসায় এসে সবার জন্য সকালের নাস্তা বানিয়েছি।তারপর নিজের জন্য আদা দিয়ে কুসুম গরম পানীয় তৈরি করেছি।প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয় খেলে শরীরে অনেক উপকার হয়। তার মধ্যে একটি হচ্ছে ফ্যাট লস এবং শরীরের রক্ত পরিষ্কার থাকে।তারপর আমি আমার জন্য সালাদ বানিয়ে নিয়েছি।প্রতিদিন খাদ্য তালিকায় আমি সালাদ রাখি।এটা আমাদের মানবদেহের জন্য খুবই পুষ্টিকর।আসলে আমার সকালের তেমন কিছুই খেতে ইচ্ছে করে না। যার জন্য আমি সকালে বেশিরভাগ এই সবই খাই।যেহেতু এখন শীতকাল চলছে,তাই হাতের নাগালে সব রকম শাকসবজি ফ্রেশ এবং তাজা পাওয়া যায়।
![]() | ![]() | ![]() |
---|
আপনাদের বলা হয়নি,আমি চার দিন আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষিকা হিসেবে জয়েন করেছি।আপনাদের সবার কাছে দোয়াপ্রার্থী।আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
যেহেতু আমার স্কুলে যাওয়া লাগবে তাই আমি দুপুরের জন্য একটি তরকারি রান্না করে ফেলেছি।যাতে করে আমি দুপুরে বাসায় আসতে না পারলেও কারো অসুবিধা না হয়। তো আমি পাবদা মাছ ও কৈ মাছ মিলিয়ে মাছের ঝোল রান্না করেছি।আমার পরিবার এবং আমরা মাছটাই বেশি পছন্দ করি।তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ থাকে।
![]() | ![]() |
---|
যাই হোক, রান্না শেষ করে আমি আমার ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসি।তাকে নাস্তা করিয়ে তার সাথে কিছুক্ষণ গল্প করি,খুনসুটি করি। মাদ্রাসায় কি পড়াশোনা করলো,দুষ্টামি কেমন করলো সবকিছুই জিজ্ঞেস করেছি।তার বলা সব কথা শুনে আমি হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেলাম।
আজ এই পর্যন্তই।এই ছিলো আমার আজকের সকালের সমস্ত সুন্দর মুহূর্ত গুলো।সকলের সুস্থতা কামনা করছি।আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য।
Device | Captured by | Location |
---|---|---|
RealmeC63 | Me @saniya9 | Bangladesh |
আপনার সকালের বর্ণনা পড়ে মনটাই প্রশান্তিতে ভরে গেল! নামাজ, কুরআন তেলাওয়াত, নানির কবর জিয়ারত সব মিলিয়ে আপনার সকালটা খুবই সুন্দর ও অর্থবহ ছিল। কুয়াশাচ্ছন্ন প্রকৃতির সৌন্দর্যও দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। নতুন চাকরির জন্য অনেক অনেক শুভকামনা রইল! আশা করি, আপনি দায়িত্বের প্রতি সবসময় আন্তরিক থাকবেন এবং একজন ভালো শিক্ষিকা হয়ে উঠবেন। আপনার জন্য দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X promotion link
https://x.com/EmaEm21101/status/1885893495199866983
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য তবে কবরস্থানে গিয়ে দোয়া করাটা মেয়েদের জন্য ঠিক নয় কেননা মেয়েরা কবরস্থানে যেতে পারে না আপনার নানু এই পারে ভালো থাকে সেটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে আপনি নতুন ভাবে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যুক্ত হয়েছেন জানতে পেরে ভালো লাগলো আপনার আগামী দিনের পথ চলা অনেক বেশি সুন্দর হোক এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit