শতাধিক গরীব দু:খী মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ

in hive-120823 •  10 months ago 

donate 3.jpg
আমি এই কমিনিউটিতে একদম নতুন, এটা আমার লিখা প্রথম পোষ্ট। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই বেশ ভাল আছেন এবং সুস্থ আছেন, আমি সবার সহযোগিতা প্রত্যাশি।

করোনা পরবর্তী সময়ে বিশ্বের প্রায় সবদেশে বেড়ে চলেছে মূল্যস্ফীতি। অনেক মানুষ তাদের দৈনন্দিন জীবিকা খুবই কষ্টের সাথে চালাচ্ছেন, অনেকেই আছেন যারা হারিয়েছেন তাদের চাকরি। আমি খুবই কোমল হৃদয়ের একজন মানুষ, অন্যের দুক্ষ কস্ট দেখলে খুব ব্যথিত হই, তাই নিজেকে জড়িয়েছি স্বেচ্ছাসেবি সংগঠনের সাথে।
donate 2.jpg

এখন চলছে মাহে রমজান মাস, এই মহান মাসে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শতাধিক গরীব,দু:খী মেহনতি মানুষের জন্য খাবার বিতরণ করার আয়োজন করেছিলাম। আমরা জানি আমাদের সমাজে হাজারো সুবিধা বঞ্চিত মানুষ আছে যারা তাদের ৩বেলা খাবার জুটাতে অক্ষম, তাদের পাশে দাড়ানো আমাদের জন্য সত্যিই দু:সাধ্য ব্যাপার। তবুও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি তাদের পাশে দাড়ানোর।
আমাদের সংগঠনে অধিকাংশ স্বেচ্ছাসেবী যুবক বয়সী, তারা স্কুল কলেজে অধ্যয়ণরত, নিজেদের কোন ইনকাম নেই। তবুও নিজেদের পকেটমানি থেকে তারা এই মহৎ কাজে অংশীদার হয়েছে যা প্রশংসার দাবীদার।
আমাদের সামান্য খাবার উপহার পেয়ে মানুষগুলো কি পরিমাণ খুশি হয়েছে যা লিখে প্রকাশ করা যাবে নাহ। তাদের কাছে আমরা পেয়েছি অসামান্য ভালবাসা, যা স্বেচ্ছাসেবী কাজ করার মনমানসিকতা বাড়িয়ে দেয়।

donate.jpg
খাবার বিতরণের পর এবার আমরা প্রস্ততি নিচ্ছি গরীব দু:খী মানুষের মাঝে ইদ সামগ্রী বিতরণ করার। যেখানে থাকবে সেমাই,দুধ,চিনি,সাবারন,নুডুলস সহ আরও কিছু প্রয়োজনীয় সামগ্রী। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আগামী প্রোগ্রামটা সফল ভাবে শেষ করতে পারি এবং সবার প্রতি আমার অনুরোধ থাকবে সামাজিক উন্নয়নে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন। আপনার আমার ছোট ছোট প্রচেষ্টায় বদলে যাবে সমাজ, বদলে যাবে দেশ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনাকে আমাদের সাথে দেখে বেশ ভালই লাগছে। আশা করি আমাদের সাথে আপনার পথ চলা দীর্ঘ সময়ের জন্য হবে। গরিব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করার মুহূর্তটা, আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে এটা খুবই মহৎ একটা কাজ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই ধরনের মহৎ কাজ করার জন্য, সৃষ্টিকর্তা আপনাকে আরও বেশি তৌফিক দান করুক। ভালো থাকবেন।

আপনাকে কমিউনিটিতে স্বাগতম। অনেক সুন্দর একটি লেখা শেয়ার করেছেন। তবে চেষ্টা করবেন কমিউনিটি নিয়ম গুলো পালন করে পোস্ট করতে। ষ্টিমিট প্ল্যাটফর্মে নতুন জয়েন হয়েছেন। চেষ্টা করবেন সকল নিয়ম কানুন অতি দ্রুত শিখে নেওয়ার।

মানুষ মানুষের পাশে এগিয়ে যাবে এটার মত শান্তির কাজ আর কি হতে পারে ৷ আপনার পোস্টে থাকা কার্যক্রম গুলো দেখে খুবই ভালো লাগলো ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷