আজকে যা বর্তমান, আগামীকালের সেটাই অতীত।

in hive-120823 •  2 years ago 
20230428_222628_0000.png

ধুঁকছে জীবন প্রতিনিয়ত...
নিত্য লড়াইয়ের মাঝে;
শূন্যতাই আজও পাথেয়,
কেউ আসেনা কাজে।
খোলা জানালায় চোখ রেখে,
খুঁজি আশার আলো;
সুদূর প্রসারী অতীত জানায়..
অতিবাহিত দিনগুলোই ছিল ভালো।

অমনি এসে বর্তমান বলে ওঠে সজোরে...
রাত পোহালে আমিই অতীত;
পড়ে নাকি সেসব তোদের নজরে!

প্রিয় বন্ধুরা,
সকলকে আজকের লেখায় স্বাগত। অনেক সময় আমরা একটা কথা বলে থাকি, 'যায় দিন ভালো দিন।'

তাই উপরে লেখা শুরুর আগে নিজের লেখা কবিতার কিছু পংক্তি দিয়ে আজকের লেখা শুরু করলাম।
আমাদের মধ্যে অনেকেই হারিয়ে যাওয়া মানুষ, সম্পর্ক এবং তার পাশাপশি এমন অনেক মুহূর্ত আছে যেগুলো ভেবে মনে মনে কল্পনা করি হারিয়ে যাওয়া অতীতেই যতকিছু ভালো ঘটে গেছে বা রাখা ছিল।

এই ভাবনার কারণ আমরা অতীত দেখতে পাই কিন্তু ভবিষ্যত্ নয়, তবে আজকে আমাকে যদি কেউ প্রশ্ন করে আমার কাছে গুরুত্বপূর্ণ কি?

আমি এককথায় বলবো, বুদ্ধিমান তারাই যারা বর্তমানকে আকড়ে ধরে প্রতিদিনের সময়কে সুন্দর ভাবে কাটাতে সক্ষম, সঠিক সিদ্ধান্তের দ্বারা।

কারণ আজকের সিদ্ধান্তই ভবিষ্যত্ জীবনের ফল নির্ধারণ করে।
একটা সময় আমরা এমন বয়েসের মধ্যে দিয়ে যাই যখন এত কিছু ভাবার মানসিকতা বা ইচ্ছে কোনোটাই থেকে না।

প্রতিটা সূর্যোদয় এবং সূর্যাস্ত আমাদের বাস্তব শিক্ষায় শিক্ষিত করতে আসে:-
IMG20230411174329.jpg

IMG20230407173857.jpg

IMG20230411174342.jpg

সেই সময় আগে কাজ করে, পরে আমরা ভাবতে বসি।
কিন্তু সময়ের সাথে সাথে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই প্রবাদের যথার্থতা বুঝতে পারি।

আজও স্কুলের এক শিক্ষিকার একটি দামী কথা মনে আছে, ক্লাসে বেশকিছু ছেলেমেয়ে থাকে যারা কেবলমাত্র দুষ্টুমি করতেই স্কুলে আসতো, এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে এবং আগামীতেও এর ব্যতিক্রম হবে না।

যাইহোক, সেই শিক্ষিকার শাসনের ধরন ব্যাতিক্রমী ছিল, পিছন বেঞ্চে বসে থাকা একদল আড্ডা বাজ ছাত্র-ছাত্রীদের বেঞ্চে দার করিয়ে সেদিন সেই শিক্ষিকা বলেছিলেন, এখন তোমাদের চোখে রঙিন চশমা কাজেই যা কিছু দেখবে সবটাই রঙিন লাগবে;

কিন্তু যেদিন চোখ থেকে এই চশমা সরে যাবে জীবনের সাদা কালো দিকটা সেইদিন চোখে পড়বে, আর বুঝতে পারবে বাস্তবটা আদেও চশমা দিয়ে দেখা রঙিন জীবনের মত কখনোই রঙিন ছিলই না।

জীবনের শিক্ষাগুলো এবং বড়দের কথার মূল্য তখনই আমরা বুঝতে পারি যখন বাস্তব তার থাবা বসায় আমাদের জীবনের শিক্ষায় শিক্ষিত করবার জন্য।

সেইসময় যে কথাগুলো ফালতু জ্ঞানের উর্ধ্বে আর কিছুই হয়তো মনে হয়নি;
সময়ের সাথে সাথে তারাও বুঝেছে নিশ্চই কথাগুলোর গভীরতা। কারণ দিনশেষে কর্মই কথা বলে।

যে দিনগুলো বর্তমানের আফসোসের কারণ, খুঁজে দেখলে বোঝা যাবে তারাও একদিন বর্তমান ছিল যখন সেই সময়, সম্পর্কের কদর আমরা করিনি।

আজকে সেইদিন গুলো অতীত হয়ে যাবার পরে আমরা নিজেদের ভুল, নিজেদের কৃতকর্মের হিসেব কষতে বসে পুনরায় সেই সময়গুলো ফিরে পেতে চাই অনেককিছু নব নির্মাণের আশায়।

কাজেই আজকে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ প্রাণভরে বর্তমানটা বাঁচুন আর বিচক্ষণতার দ্বারা বর্তমান সিদ্ধান্তগুলো নিয়ে ভবিষ্যতের পথ প্রশস্ত করুন, দেখবেন আফসোসের মাত্রা অনেকখানি কমে যাবে।

আজ এই পর্যন্তই এসে বিদায় নিলাম, শারিরীক পরিস্থিতি বিশেষ সুবিধার নয় সেটা আপনাদের মধ্যে অনেকেরই জানা, কাজেই ক্ষমতার উর্ধ্বে গিয়ে আর লেখা আজ সম্ভব নয়।

h1cixij7HAiSq1otNd (1).gif
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

DescripciónInformación
Usuario Verificado
#steemexlusive
Libre de plagio
Libre de bots
Gpt
Más de 300 palabras
Club5050
Votación CSI12.7
Calidad👏
Retroalimentación / Observación
  • Amiga has compartido con nosotros una gran lección y tus palabras son muy ciertas, debemos vivir el presente lo mejor que podamos e ir construyendo sabiamente el camino al futuro, de eso dependera que tan aplicados y sabios seamos. Porque no hacerlo si es nuestra propia vida y de lo que hagamos en el camino dependerá nuestro futuro.
  • Nos gustaría agradecer su presencia y actividades hacia la comunidad. A nuestra comunidad también le gusta inspirarlo a participar en el compromiso visitando las publicaciones de otros y haciendo comentarios perspicaces

Saludos
@noelisdc (Moderador)
Incredible India

Las últimas publicaciones de Mera India sígueme en @meraindia. Comunidad de arte y cultura

আপনার কথা একমত আমিও বুদ্ধিমান তারাই যারা বর্তমানকে আকড়ে ধরে প্রতিদিনের সময়কে সুন্দর ভাবে কাটাতে সক্ষম, সঠিক সিদ্ধান্তের দ্বারা।আমাদের গুরুজন পিতা-মাতা তাদের কোন কথার তোয়াক্কা আমরা করিনা।তবে আমরা যদি একটু ভেবে দেখি আমরা বর্তমানে আছি আর তারা আমাদের বর্তমান পার করে এসেছে। গুরুজনদের কথার মূল্যায়ন করা হবে আমাদের শ্রেয়। কারন তারা আমাদের থেকে অনেক অভিজ্ঞ। কোন কিছু সিদ্ধান্ত নেয়ার আগে তাদের মতামত নেয়াটা আমাদেরও তন্ত্র জরুরী। প্রবাদ বাক্যে রয়েছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেয়ার জন্য।

জ্বী দিদি আপনার কথাগুলো জীবনে প্রয়োগ করার চেষ্টা করবো। ভবিষ্যত ভালো করার আশায় আমাদের বর্তমান ভালো করা জরুরী। বর্তমানে যা করবো ভবিষ্যতে সেটারি ফল আমরা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলি এখানে তুলে ধরার জন্য।

#miwcc

একদম খাটি কথাগুলো তুলে ধরেছেন দিদি। আমাদের সকলেরই উচিৎ অনিশ্চিত ভবিষ্যতের বুনিয়াদ না গুছিয়ে বর্তমানকে আকড়ে ধরে সুন্দর করে তোলা,তাহলে ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে উঠবে।

#miwcc